Wednesday, November 30, 2016

মিয়ানমারে মুসলিম হত্যার প্রদিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা কওমী মাদরাসা পরিষদ

মিয়ানমারে মুসলিম হত্যার প্রদিবাদে বিক্ষোভ মিছিল করেছে 
নরসিংদী জেলা কওমী মাদরাসা পরিষদ


তৌহিদুর রহমান, নরসিংদী:- মিয়ানামারে নির্মমভাবে মুসলমানদেও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে জেলা কওমী মাদরাসা পরিষদ। আজ বুধবার দুপুর ২ টায়  নরসিংদী পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে রেল স্টেশনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কওমী মাদরাসা পরিষদেও নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সভাপতি মাওলানা মোঃ ইসমাইল, মাওলানা আহম্মেদ আলী, মুফতি আব্দুর রহিম, মাওলানা আঃ বাকের, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা ওলিউল্লাহ সহম কওমী মাদরাসার ছাত্ররা। এসময় বক্তার অবিলম্বে মিয়ানমার হতে আগত নির্যাতিত মুসলমানদের কে আশ্রয় দেয়ার জন্য আহবান জানান।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
৩০/১১/১৬ইং

Tuesday, November 29, 2016

নরসিংদীতে বরফ কল শ্রমিক আইয়ুব হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদন্ড

নরসিংদীতে বরফ কল শ্রমিক আইয়ুব হত্যা মামলায়
ছয়জনের মৃত্যুদন্ড

 তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বরফ কল শ্রমিক আইয়ুব হত্যা মামলায় ছয় আসামির মৃত্যুদ-াদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন এ আদেশ দেন। অপরদিকে লাশ গুম করার অপরাধে ২০১ ধারায় প্রত্যেক আসামীকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদ-ের আদেশও করেন আদালত।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামনাথপুর দক্ষিণ পাড়ার লাল উদ্দিন মোল্লার ছেলে সুজন ওরফে বাঘা সুজন, নরসিংদীর পশ্চিম কান্দাপাড়া শীতল চন্দ্র দাসে ছেলে সোহাগ চন্দ্র দাস, চাদপুর জেলার মতলব থানার আমাকান্দা গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে এরশাদ, নরসিংদীর বৌয়াকুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাদ্দাম, একই এলাকার সুধীর চন্দ্র দাসের ছেলে সমীর চন্দ্র দাস ও বাড়ীঘর বিহীন ভাসমান অবস্থায় বৌয়াকুরের কালাচানের ছেলে বিমল। আসামিরা সবাই পলাতক।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, নরসিংদী শহরের বৌয়াকুড়স্থ মোসলেহ উদ্দিন সুপার মার্কেটের একটি বরফ কলে শ্রমিক হিসেবে কাজ করতেন ময়মনসিংহের সুজন ওরফে বাঘা সুজন। কাজে ফাঁকি দেওয়ায় তার চাকরি চলে গেলে সুজনের কর্মস্থলে নতুন শ্রমিক হিসেবে নিয়োগ পান শহরের বৌয়াকুড় মহল্লার আইয়ুব। এ নিয়ে আইয়ুবের ওপর ক্ষিপ্ত হয় চাকরিচ্যুত সুজন। এরই জের ধরে ২০০৮ সালের ২৯ আগস্ট সুজন মোবাইলে ফোন করে বেড়াতে যাওয়ার কথা বলে বরফ কল শ্রমিক আইয়ুবকে নিয়ে যান। পরে পরিবারে

Monday, November 28, 2016

নরসিংদীতে বেতন বৈষম্য দুর করার দাবীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিকী অনশন।

নরসিংদীতে বেতন বৈষম্য দুর করার দাবীতে 
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিকী অনশন।

তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে  বেতন বৈষম্য দূরীকরন সহ ৫ দফা দাবিতে প্রতিকী অনশন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন( ফারিয়া)। আজ সকাল ১১ টায় নরসিংদী মোসলেহ উদ্দিন ভ্য়ুা স্টেডিয়াম সংলগ্ন

Saturday, November 26, 2016

নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামিলীগের মনোয়ন পেলেন এডভোকেট আসাদুজ্জামান

নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে
আওয়ামিলীগের মনোয়ন পেলেন এডভোকেট আসাদুজ্জামান


তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামিলীগের দলীয় মনোয়ন পেলেন বর্তমান প্রশাসক ও জেলা অওয়ামিলীওে সাবেক সভাপতি এডভোকেট অসাদুজ্জমান। শুক্রবার রাত ৯ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে আওয়ামি লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী  ওবায়দুল কাদের দেশের ৬১ জেলার প্রর্থীদের নাম ঘোষনা করেন। নরসিংদী জেলা আওয়ামিলীগ জেলার সাধারন সম্পাদক আঃ মতিন ভুইয়ার নাম প্রস্তাব করে কেন্দ্র পাঠায়। কিন্তু দলের মনোয়ন পান এডভোকেট আসাদুজ্জামান। আঃ মতিন ভুইয়ার মনোয়ন পাবার ব্যাপারে অনেকই আশাবাদী থাকলেও শেষ মূহুর্তে বাজিমাৎ  করেছেন এডভোকেট আসাদুজ্জামান।  তিনি মনোয়ন পাওয়ায় প্রাণ ফিরে পেয়েছে আওয়ামি লীগের একটি অংশের নেতাকর্মীরা। 
মনোয়ন পাওয়ার পর নিজের এডভোকেট আসাদুজ্জামান গ্রামীন দর্পন কে জানিয়েছেন দলের সর্বোচ্চ পর্যায় থেকে স্বীকৃতি পেয়েছি, খুব ভাল লাগছে। মনোয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ  হাসিনা সহ দলের নেতৃবৃন্দ ও সর্মথকদেও প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ উনার পক্ষে নির্বাচন করবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, দলের লোক দলের প্রার্থীর পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক।
জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আঃ মতিন ভুইয়া বলেন, দলের আমি হয়তো সাধারন সম্পাদক, কিন্ত্র অন্য সবারও মত আছে, অভিমত আছে যার যার স্বাধীনতা আছে। আমি কখনোই আওয়ামিলীগের বিরুদ্ধে নই। কে যাবে না যাবে সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। নেত্রী যাকে মনোয়ন দিয়েছেন তার সাথে কে যা না যাবে নেত্রীই ভাল কওে জানে। মনোয়ন হলো আওয়ামি লীগের সভানেত্রীর, সভানেত্রীর বিষয় মতিন ভুইয়ার দেখার কোন ব্যাপার না। মাননীয় নেত্রী তো আমাকে বলে নাই আমার প্রার্থী দিছি তুমি প্রার্থীর
সাথে মিছিলে যাও, বিভিন্ন কর্মকান্ডে যাও। প্রার্থীকে পাশ করার জন্য পদক্ষেপ নেও। উনি মনোয়ন দিবেন, তো উনি না বললে আমরা যাবো কেন?

#
তৌহিদুর রহমান,নরসিংদী
২৬/১১/১৬ইং

Tuesday, November 15, 2016

নরসিংদীর রায়পুরার নীলক্ষার দাঙ্গার ঘটনায় ৩ টি মামলা দায়ের করেছে পুলিশ গ্রেফতার ১৭ জন

নরসিংদীর রায়পুরার নীলক্ষার দাঙ্গার ঘটনায়
 ৩ টি মামলা দায়ের করেছে পুলিশ
গ্রেফতার ১৭ জন

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীর রাপুরায় দাঙ্গা ও ৪ জন নিহতের ঘটনায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় ২৫০ জনকে আসামী করা হয়েছে। খুন, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় এই মামলা ৩ টি দায়ের করে। তবে নিহতের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। এ পর্যন্ত পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি.আই.জি আবুল কালাম আজাদ। এসময় তিনি সাংবাদিকদেও জানান স্থানীয় দুই নেতার কারনেই এই মারামারির ঘটনা ঘটেছে। তাদেও কে অটক করতে পুলিশ  অভিযান চালাচ্ছে।  
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে রায়পুরা থানায় হত্যা, দাঙ্গা-ফ্যাসাদ,পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আড়াইশ গ্রামবাসীর বিরুদ্ধে দুটি মামলা করেন। রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে নিলক্ষার আবদুল মতিনকে প্রধান আসামি করে ৮৬ জনের বিরুদ্ধে ও উপ-পরিদর্শক ওবায়দুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় সোনাকান্দী গ্রামের তৌকির আহমেদকে প্রধান আসামি করে ১৬০ জনের বিরুদ্ধে এই মামলা দুইটি করেন। এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার বিস্ফোরক সহ আটক নীলক্ষার শেওরাতলীর সোলাইমান কে আসামী কওে ওপর ১ টি মামলা দায়ের করেন। এইদিকে মঙ্গলবারও নিলক্ষার গ্রামগুলোতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, নীলক্ষার পরিবেশ স্বাভাবিক করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ৩ টি মামলা দায়ের করা হয়েছে আরও ১ টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরইমধ্যে গত শনিবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিনদিন ধরে দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। জনের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্যানেড ও শটগানের গুলি ছুড়ে। এতে ককটেলের স্প্রিন্টারে আহত হয় রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম ২ এস.আই সহ ৫০ জন। হামলাকারীরা অর্ধশতাধিক বাড়ি-ঘরে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। সর্বশেষ সোমবার সকালে দুইপক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের উপস্থিতিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ সময় উত্তেজিত গ্রামবাসী পুলিশের ওপর ককটেল ও টেঁটা নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ও গ্রামবাসী ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দাঙ্গায় টেটাবিদ্ধ ও গুলিতে ৪ জনের মৃত্য হয়।
নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে তাদেও পরিবারের কাছে হস্তান্তও করা হয়েছে।  


তৌহিদুর রহমান, নরসিংদী-১৫/১১/১৬ইং


Monday, November 14, 2016

নরসিংদীর রায়পুরার নীলক্ষায় আধিপত্য বিস্তার নিয়ে দাঙ্গা নিহত ৪, ৫ পুলিশ সহ আহত ৫০ আটক ১৩

নরসিংদীর রায়পুরার নীলক্ষায় আধিপত্য বিস্তার নিয়ে দাঙ্গা
নিহত ৪, ৫ পুলিশ সহ আহত ৫০ আটক ১৩

তৌহিদুর রহমান, নরসিংদী ঃ নরসিংদীর রায়পুরায় উপজেলার নীলক্ষাা ইউনিয়নে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ২ দিন ধরে দাঙ্গা চলছে। আজ সোমবার দুই পক্ষেও দাঙ্গায় ৪ ব্যাক্তি নিহত হয়েছেন। ওই এলাকায় পুলিশ জোড়ালো অভিযান চালালে দাঙ্গাবাজদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। দুইদল গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ, ককটেল নিক্ষেপ ও পুলিশের ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় টেঁটাবিদ্ধসহ আহত হয়েছে উভয় দলের অন্তত অর্ধশতাধিক। আহত পুলিশ সদস্যরা হলো রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, উপ-পরিদর্শক আসাদ মিয়া, মোজাম্মেল হক, জিয়াউর রহমান, কনস্টেবল জিল্লুর রহমান। তাদের কে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম কে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে প্রেরন করা হয়েছে। 
ঘটনা সুত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদেও মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষেও ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধায় শুরু হয় দু পক্ষের মাঝে সংঘর্ষ। এতে আহত হয় কমপক্ষে ২০ জন। প্রায় ৩০ টি বাড়িঘওে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সন্ধার দিকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল রোববার সকালে পুনরায় পূর্ব প্রস্তুতি নিয়ে দেশীয় অস্ত্র টেঁটা বল্লম, রাম দা ও ককটেল নিয়ে দু-দল মাঠে নামলে এদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে । এ ঘটনায় কয়েক শতাধিক ককটেল নিক্ষেপ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট,সাউন্ড বুলেটও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আজ সোমবার পুনরায় দুই দল মারামারি শুরু করে। দফায় দফায় ককটেল এর বিস্ফোরণ ঘটানো হয়। দুই পক্ষে এই দাঙ্গা নিয়ন্ত্রন করতে পুলিশ পুনরায় এ্যকশন চালালে পুলিশের উপর আক্রমন শুরু হয়। এসময় গুলি, ককটেল ও টেটাবিদ্ধ হয়ে আহত হয় ৬ পুলিশ। দুই পক্ষেও মারামারিতে মামুন, মানিক, শাজাহান ও খোকন নামের ৪ ব্যাক্তি নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ককটেল সহ ১৩ ব্যাক্তি কে গ্রেফতার করেছে। 
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) হাসিবুল আলম সাংবাদিকদেও জানান, গত দুই দিন ধরে সে এলাকায় মারামারি চলছিল। আজ পুনরায় মারামারি শুরু হলে এ.এস.পি ও.সির নেতৃত্বে পুলিশ ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অভিযান চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এসময় পুলিশের উপর ককটেল ও টেটা নিক্ষেপ করে হামলা চালায় গ্রামবাসীরা। এতে ককটেলের স্প্রিন্টারে আহত হয় রায়পুরা থানার ওসি আজহার উদ্দিন। এই হামলায় ককটেল ও টেটার আঘাতে ৩জন এসআই ও ২জন কনস্টেবল আহত হয়েছে। থেমে থেমে চলছে সংঘর্ষ। আহতরা স্থানীয় ও পার্শ্ববর্তী বি-বাড়িয়া জেলার বিভিন্ন  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত পুলিম সদস্যদেও দেখতে হাসপাতালে ছুটে আসেন নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, ও পুলিশ সুপার আমেনা বেগম সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। 

#
তৌহিদুর রহমান,নরসিংদী


১৩-১১-২০১৬

Sunday, November 13, 2016

নরসিংদীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক প্রতারক কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

নরসিংদীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক প্রতারক কে 
গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীর শিবপুর থেকে নকল স্বর্ণের মূর্তিসহ এক প্রতারক কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার দুপুরে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারকের নাম আল-আমিন পাটোয়ারী (৩২), সে নরসিংদীর পলাশ উপজেলার বারারচর এলাকার মৃত ইউনুস পাটোয়ারীর ছেলে। গোপন সংবাদেও ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এ.এস আই মোতাহার আলী তাকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার শ্বশুর বাড়ির,শো-কেসের ভিতর থেকে কার্বন পেপাড়ে মোড়ানো ১ কেজি ৯০০ গ্রামের গণেশ এর দিখন্ডিত নকল স্বর্ণের মূতির্টি উদ্ধার করা হয়। 
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আল-আমিন তার কাছে স্বর্ণেও মূর্তি আছে বলে বিভিন্ন লোকের সাথে প্রতারনা কওে আসছিল। গোপন সূত্রে এমন খবর পেয়ে ক্রেতা সেজে কৌশলে তাকে গ্রেফতার করা হয়। সে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে। তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি প্রতারনা মামলা দায়ের করা হয়েছে। 

#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৩/১১/১৬ইং 

Tuesday, November 8, 2016

নরসিংদীতে বিএনপির কার্যালয়ে পুলিশের এ্যাকশন নাশকতা করার প্রস্তুতি ছিল বলে দাবী পুলিশের

নরসিংদীতে বিএনপির কার্যালয়ে পুলিশের এ্যাকশন
নাশকতা করার প্রস্তুতি ছিল বলে দাবী পুলিশের

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীর জেলা বিএনপির কার্যালয়ে এ্যাকশন চালিয়েছে পুলিশ। এসময় গ্রেফতার আতংকে দৌড়ে কার্যালয় থেকে বের হয়ে দিক-বিদ্বিক ছুটতে থাকেন নেতা-কর্মীরা। তবে কার্যালয়ের ভিতর পুলিশ প্রবেশ করলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। নেতাকর্মীদের বেপরোয়া দৌড়া-দৌড়িতে বেশ কয়েকটি চেয়ার ভেঙ্গে যায়। আজ সোমবার বিকেলে জেলা ছাত্রদল ও শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতির মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সভা চলাকালীন এই ঘটনা ঘটে। কার্যালয়ের ভিতর পুলিশ প্রবেশ করলে আতঙ্কে নেতা-কর্মীরা দৌড়ে কার্যালয় থেকে বের হয়ে যায়। এসময় বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন ও সিনিয়র নেতারা অবরুদ্ধ হয়ে পড়েন। এসময় নেতাদের মাঝে গ্রেফতার আতঙ্ক থাকলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। 
সদও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, কোন ধরনের পূর্ব অনুমতি ছাড়াই বিএনপির লোকজন মিছিল মিটিং করছিল। তারা সভা শেষে ভাংচুর করতে পাওে বলে আমরা তথ্য পেয়েছি। তাই পুলিশ মিছিল মিটিং বন্ধ করার জন্য বিএনপির কার্যালয়ে প্রবেশ করলে তারা দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে ন্যক্কারজনক হামলা চালিয়েছে পুলিশ। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে প্রবেশ করে সভা পন্ড করে সরকার প্রমান করেছে তারা গনতন্ত্রে বিশ্বাসী নয়। 
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম(বিপিএম) জানান, বিএনপির নেতাকর্মীরা সভা শেষে ভাংচুর ও নাশকতা করতে পারে, এমন তথ্য থাকায় এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। তাদের কে শান্তিপূর্ণভাবে সে এলাকা থেকে সরিয়ে দেয়া হয়েছে। 




#
তৌহিদুর রহমান,নরসিংদী
৮/১১/১৬ইং



Monday, November 7, 2016

জিয়ার মরনোত্তর বিচার করার আগে শেখ মুজিবের করা উচিত বলে মন্তব্য খায়রুল কবীর খোকনের।

জিয়ার মরনোত্তর বিচার করার আগে শেখ মুজিবের করা উচিত
বলে মন্তব্য খায়রুল কবীর খোকনের।

তৌহিদুর রহমান, নরসিংদী: জিয়ার মরনোত্তর বিচার হওয়ার আগে শেখ মুজিবের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনরি যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন। তিনি বলেন শেখ মুজিব পাকিস্তানী গুপ্তচর জিয়াউর রহমান কে কেন বীর উত্তম খেতাব দিলেন। তাই জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করার আগে শেখ মুজিবের বিচার হওয়া উচিত। তিনি আরও বলেন জিয়াউর রহমান বাংলদেশের গনতন্ত্র সুসংহত করেছেন। অথচ আজ আমরা মিটিং মিছিল করতে পারিনা।
আজ ৭ নভেম্বও বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আজ রোববার চিনিশপুর জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়

Saturday, November 5, 2016

নরসিংদীর শিবপুরে গ্রামীর ফোনের বিক্রয় কর্মী হত্যার মূল রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ আদালতে এক খুনির স্বীকারেক্তি

নরসিংদীর শিবপুরে গ্রামীর ফোনের বিক্রয় কর্মী
হত্যার মূল রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ
আদালতে এক খুনির স্বীকারেক্তি


তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীর শিবপুরে গ্রামীণ ফোনের বিক্রয়কর্মী রাসেল সরকার হত্যার মূল রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ। খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এক খুনি। তার নাম রনি সরকার (২৪), সে শিবপুর উপজেলার ইটনা গ্রামের আ: বাতেন সরকারের ছেলে। এই হত্যাকান্ডের সাথে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হলো শিবপুর উপজেলার চানপাশা গ্রামের আ: হক এর ছেলে আ: লতিফ (৩০), একই উপজেলার কোন্দারপাড়া গ্রামের আ:বাতেন এর ছেলে মনোয়ার হোসেন মনু (৪৫) ও পাশ্ববর্তী রায়পুরা উপজেলার খৈনকুট এলাকার আব্দুল হামিদ এর ছেলে আমির হোসেন (২২)। এর মধ্যে মনেয়ার হোসেন মনু উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে। এই ঘটনার সাথে জড়িত আরও ৪ জনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। 
গত ২৫ অক্টোবর ভোরে জেলা গোয়েন্দা পুলিশির উপ-পরিদর্শক ও মামলা তদন্ত কর্মকর্তা রুপন কুমার সরকার রনি সরকারকে গ্রেফতার করেন। তারপর তাকে ওই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে মোবাইলে বিভিন্ন প্রমান দেখানোর পর সে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। এরপর সে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওয়ায়েজ আল করনীর খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে মোবাইল ফোনের অবস্থানের তথ্যের উপর ভিত্তি করে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এর পর ৪ জনকে গ্রেফতার করা হয়। টাকা ছিনতাই এর উদ্দেশ্যে সন্ত্রাসী মকবুলে নেতৃত্বে ৮ জন এই মিশনে অংশ নেয়। প্রথমে মোটর সাইকেল এর গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। রাসেল টাকা ব্যাগ না দেওয়ায় ছিনতাইকারীদেও সাথে ধস্তাধস্তি হয়।  এরপর সন্ত্রাসীরা তাকে গুলি করে ব্যাগ নিয়ে যায়। এই মিশনে নেয় মকবুল, ঢাকা থেকে ভাড়া করা পেশাদার কিলার তানভীর, আনোয়ার হোসেন আনার ও আল-আমিন। আল-আমিনই রাসেল কে গুলি করে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। মকবুল এই ঘটনার মূল হোতা। সে থার্মেক্স গ্র“পের মাইক্রোবাসে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই এর সাথেও জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ডাকাতিসহ ৮ টি মামলা রয়েছে। তারা একটি সংঘবদ্ধ গ্র“প, ডাকাতি ও ছিনতাই করাই তাদেও পেশা।
মামলার তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমকে বিষয়টি এতদিন জানানো হয়নি বলে জােিনয়ছেন তদন্ত কর্মকর্তা। গত ১০ সেপ্টেম্বর সকালে শিবপুর উপজেলার চাদপাশা বাজার হতে মোটর সাইকেল যোগে কুটির বাজার যাওয়ার পথে সন্ত্রাসীরা রাসেল কে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা হানিফ মিয়া অজ্ঞাত আসামী করে পরদিন শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার কে। ২ মাসেরও কম সময়ে ক্লু লেস এই হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হন তিনি।
 # 
তৌহিদুর রহমান, নরসিংদী
-৫/১১/১৬ইং