নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে
আওয়ামিলীগের মনোয়ন পেলেন এডভোকেট আসাদুজ্জামান
তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামিলীগের দলীয় মনোয়ন পেলেন বর্তমান প্রশাসক ও জেলা অওয়ামিলীওে সাবেক সভাপতি এডভোকেট অসাদুজ্জমান। শুক্রবার রাত ৯ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে আওয়ামি লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশের ৬১ জেলার প্রর্থীদের নাম ঘোষনা করেন। নরসিংদী জেলা আওয়ামিলীগ জেলার সাধারন সম্পাদক আঃ মতিন ভুইয়ার নাম প্রস্তাব করে কেন্দ্র পাঠায়। কিন্তু দলের মনোয়ন পান এডভোকেট আসাদুজ্জামান। আঃ মতিন ভুইয়ার মনোয়ন পাবার ব্যাপারে অনেকই আশাবাদী থাকলেও শেষ মূহুর্তে বাজিমাৎ করেছেন এডভোকেট আসাদুজ্জামান। তিনি মনোয়ন পাওয়ায় প্রাণ ফিরে পেয়েছে আওয়ামি লীগের একটি অংশের নেতাকর্মীরা।
মনোয়ন পাওয়ার পর নিজের এডভোকেট আসাদুজ্জামান গ্রামীন দর্পন কে জানিয়েছেন দলের সর্বোচ্চ পর্যায় থেকে স্বীকৃতি পেয়েছি, খুব ভাল লাগছে। মনোয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা সহ দলের নেতৃবৃন্দ ও সর্মথকদেও প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ উনার পক্ষে নির্বাচন করবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, দলের লোক দলের প্রার্থীর পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক।
জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আঃ মতিন ভুইয়া বলেন, দলের আমি হয়তো সাধারন সম্পাদক, কিন্ত্র অন্য সবারও মত আছে, অভিমত আছে যার যার স্বাধীনতা আছে। আমি কখনোই আওয়ামিলীগের বিরুদ্ধে নই। কে যাবে না যাবে সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। নেত্রী যাকে মনোয়ন দিয়েছেন তার সাথে কে যা না যাবে নেত্রীই ভাল কওে জানে। মনোয়ন হলো আওয়ামি লীগের সভানেত্রীর, সভানেত্রীর বিষয় মতিন ভুইয়ার দেখার কোন ব্যাপার না। মাননীয় নেত্রী তো আমাকে বলে নাই আমার প্রার্থী দিছি তুমি প্রার্থীর
সাথে মিছিলে যাও, বিভিন্ন কর্মকান্ডে যাও। প্রার্থীকে পাশ করার জন্য পদক্ষেপ নেও। উনি মনোয়ন দিবেন, তো উনি না বললে আমরা যাবো কেন?তৌহিদুর রহমান,নরসিংদী
২৬/১১/১৬ইং
No comments:
Post a Comment