নরসিংদীতে বেতন বৈষম্য দুর করার দাবীতে
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিকী অনশন।
তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে বেতন বৈষম্য দূরীকরন সহ ৫ দফা দাবিতে প্রতিকী অনশন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন( ফারিয়া)। আজ সকাল ১১ টায় নরসিংদী মোসলেহ উদ্দিন ভ্য়ুা স্টেডিয়াম সংলগ্ন
শহীদ মিনারে তারা এই প্রতিকি অনশন পালন করে। জেলা কমিটির সভাপতি জহিরুল জুয়েলের সভাপতিত্বে প্রতিকী অনশনে যোগ দেন কেন্দ্রীয় ফারিয়ার চীফ অব প্রেসিডিয়াম এস এম রহমান, কেন্দ্রীয় ফারিয়ার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ। এসময় তারা বলেন সরকার যদি আগামী ১০ দিনের মধ্যে আমাদেও দাবী না মেনে নেয়, তবে তারা সারাদেশ ব্যাপি লাগাতার কর্মসূটি পালন করা হবে। এমনকি কর্মবিরতির মাধ্যমে সারাদেশে সকল প্রকার ঔষধ সরবারহ বন্ধ করে দিতে বধ্যা হব। এস এম এম রহমান প্রধানমন্ত্রিকে উদ্দেশে কওে আরো বলেন, আপনি আমাদের অভিবাবক, আপনি আমাদেও দাবী মেনে নিয়ে আমাদেও সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করে দিতে বিনীত প্রার্থনা করছি।
প্রতিকি অনশন শেষে জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে নরসিংদী জেলা ফারিয়া। প্রতিকী অনশন ও স্মারকলিপি প্রধানের সময় শিবপুর, পলাশ, রায়পুরা, বেলাব, মাধবদী ও মনোহরদী ফারিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
২৮/১১/১৬ইং
No comments:
Post a Comment