Thursday, August 10, 2017

নরসিংদী ডি বি পুলিশের কাছে ধরা খেল ভুয়া মেজর

ভুয়া মেজর নরসিংদী ডি বি পুলিশের হাতে গ্রেফতার

তৌহিদুর রহমান: ভুয়া মেজর পরিচয়ধারী জুয়েল নামের এক প্রতারক কে গ্রেফতার করেছে নরসিংদী  জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া মহল্লা থেকে গ্রেফতার করা। উপ-পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল কৌশলে তাকে অাটক করে। তার ঘরে তল্লাশী চালিয়ে প্রতারনামূলক কাগজপত্র পাওয়া যায়।

উপ-পরিদর্শকক আব্দুল গাফফার জানান,  জুয়েল নিজেকে মেজর বলে পরিচয় দিত। এছাড়া বিভিন্ন পরিচয়ে নিত্যনতুন প্রতারনা করে আসছিল। মেজর, নৌ বাহীনির কমিশন্ড অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ অফিসার ইত্যাদি পরিচয়ে, বিভিন্ন বাহীনিতে চাকুরি দেয়া, ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স এর নাম করে টাকা পয়সা নিত। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী ও  চাকুরী প্রার্থি সেজে কৌশলে তাকে আটক করা হয়। তার ঘর তল্লাশী করে অসংখ্য ভুয়া আইডি, কার্ড ইউনিফরম পাওয়া যায় । বিভিন্ন ধরনের সনদ, নিয়োগপত্র সহ নরসিংদী জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সই সিল সংবলিত নকল পুলিশ ক্লিয়ারেন্স সনদ পাওয়া যায় তার কাছে। তার যাতায়ত আছে এমন সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সহ বাড়ীর পাশ্ববর্তী সীমানার লোকজন ও তাকে একজন মেজর হিসেবেই জানে, এই পরিচয়ে বিয়ে করেছে বলে তার স্ত্রী জানায়।
ভুয়া মেজর পরিচয়, প্রতারনা, সরকারী কর্মকর্তাদের স্বাক্ষর নকল করার ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment