বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করতে
কুড়িগ্রামে নরসিংদী জেলা যুবলীগ
তৌহিদুর রহমান: উত্তরাঞ্চলে বন্যায় আক্রান্ত অসহায় বানবাসীদের পাশে দাড়াতে ত্রাণ নিয়ে কুড়িগ্রামে গেল নরসিংদী জেলা যুবলীগ। শুক্রবার বাদ জুম্মা নরসিংদী জেলা স্টেডিয়াম হতে ২ ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে জেলা যুবলীগের নেতৃবৃন্দ কুিড়গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। প্রধানমন্ত্রীর আহবানে ও পানি সম্পদ প্রতি মন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপাতি লে. (অব) কর্ণেল নজরুল ইসলাম এর নির্দেশনায় জেলা যুবলীগ এই ত্রাণ কার্যক্রম করছে। প্রায় ১৮ শত মানুষ কে চাল, চিড়া, আলু, গুড়, পেয়াজ, শুকনো মরিচ, খাবার স্যালাইন, দেশলাই, মোমবাতি দেয়া হবে ও ৫ শত পরিবারের মাঝে নগদ অর্থ সাহায্য দেয়া হবে বলে জানিয়েছেন যুবলীগের নেতৃবৃন্দ। ত্রাণ সামগ্রী বিতরণ করতে নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারন সম্পাদক শামীম নেওয়াজের নেতৃত্বে জেলা ও শহর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ কুড়িগ্রাম পৌছেছেন।
জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম নেওয়াজ জানান, মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনা অসহায় বানবাসীদের সাহয্যার্থে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সে আহবানে সাড়া দিয়ে পানি সম্পদ প্রতি মন্ত্রি ও জেলা আওয়ামী লীগের সভাপতি লে.কর্নেল(অব.) নজরুল ইসলাম হীরু ভাইয়ে নির্দেশনায় জেলা যুবলীগ ত্রান সামগ্রী বিতরন করবে। এ ত্রান কার্যক্রমে নরসিংদী জেলা, শহর যুবলীগ ও জেলা শহর ছাত্রলীগ অংশগ্রহন করছে। জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যার যার সামর্থ নিয়ে বানবাসীদের পাশে দাড়িয়েছে। জেলা যুবলীগের পক্ষ থেকে ১৫ শত পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্র্থ বিতরণ করা হবে। এ ত্রাণ বহরে নরসিংদী প্রয়াত মেয়র লোকমান হোসেন এর অনুরাগী সংগঠন জনবন্ধু কল্যান সঙ্গ ৫ শত পরিবারের জন্য ত্রান সামগ্রী দিয়েছে। কুড়িগ্রাম যুবলীগের নেতৃবৃন্দের সহায়তায় পানি বন্দি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রান দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানবতার সেবায় নরসিংদী জেলা যুবলীগ অগ্রণী ভুমিকা পালন করবে।
নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী বলেন, উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যার্তরা কষ্টে রয়েছেন। তাদের পাশে দাড়াতে প্রধান মন্ত্রী আহবান জানিয়েছেন। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক যুবলীগের নেতৃবৃন্দ কে বন্যার্তদের পাশে দাড়াতে বলেছেন। সে লক্ষে পানি সম্পদ প্রতি মন্ত্রি ও জেলা আওয়ামী লীগের সভাপতি লে.কর্নেল(অব.) নজরুল ইসলাম হীরু ভাইয়ের নির্দেশনায় আমরা কুিড়গ্রামে ত্রান বিতরন করতে যাচ্ছি। এই ত্রান কার্যক্রম নরসিংদী জেলার ইতিহাসে একটি মাইলফলত হয়ে থাকবে। এতো ত্রান নিয়ে অন্য কোন জেলায় এর আগে নরসিংদীর কোন সংগঠন বা ব্যাক্তি করেনি। জেলা যুবলীগের নেতৃবৃন্দ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ খুব আন্তরিক ভাবে এই মহতি উদ্যেগে অংশগ্রহন করায় তাদের কে ধন্যবাদ জানাচ্ছি।
#
২৫/৮/১৭ইং
No comments:
Post a Comment