জেলার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান আটক
নরসিংদীতে ৯০ লক্ষ টাকা মূল্যে ইয়াবা
আটক করেছে ডি বি পুলিশ
তৌহিদুর রহমান: নরসিংদী জেলার ইতিহাসে সবচেয়ে বেশী মূল্যের ইয়াবার চালান আটক করছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। একটি নম্বরবীহিন পিকআপ ভ্যান থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার পিস নিষিদ্ধ মাদক মরণঘাতী ইয়াবা ট্যাবলেট। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। গত বৃহস্পতিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে থেকে এই ইয়াবার চালান আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল এই অভিযান চালায়।

ইয়াবার চালান টি টেকনাফ থেকে নরসিংদীতে সরবারহ করার জন্য আনা হয়। গাড়ি ও ইয়াবার মূল চালানের মালিক এনাম অভিযানের কিছ পূর্বে গাড়ি থেকে নেমে যায় বলে জানায় চালক।
প্রায় ৯০ লক্ষা টাকা মূল্যের ইয়াবা চালান আটকের ঘটনা জেলা ইতিহাসে প্রথম। এর আগের প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবার চালানও আটক করেছিলেন গোয়েন্দা পুলিশের এই উপ-পরিদর্শক।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, নরসিংদীতে ইয়াবার ব্যবহার বন্ধ করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ ভাবে কাজ করছে জেলা গোয়েন্দা পুলিশ। উপ-পরিদর্শক আব্দুল গাফফার দীর্ঘ সময়ের চেষ্টায় জেলার সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করতে সক্ষম হয়েছেন। যার ফলে জেলায় ইয়াবা ব্যবসা অনেকটা কমে যাবে বলে আমরা মনে করছি। এ জন্য উপ-পরিদর্শক আব্দুল গাফফার কে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইয়াবা ও গাড়ি আটকের ঘটনায় শিবপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
#
১৮/৮/১৭
No comments:
Post a Comment