নরসিংদীর শিবপুরে ২ বিদেশী পিস্তল ও ৫০০ গ্রাম
গান পাউডার সহ এক মহিলা গ্রেফতার
তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীর শিবপুরে ২ টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গান পাউডার সহ সুফিয়া নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শিবুপর উপজেলা ভরতেরকান্দী এলাকা হতে তাকে গ্রেফতার করে শিবপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত সুফিয়া (২৮) শিবপুর উপজেলার ভরতেরকান্দি এলাকার কামরুল মিয়ার স্ত্রী। সুফিয়ার স্বামী কামরুল বিভিন্ন ধরনরে অপরাধের সাথে জড়িত রয়েছে বলে ধারনা করছে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর, মনোহরদী সার্কেল) রেজওয়ান আহমেদ বলেন, বিদেশী পিস্তল ও গান পাউডার বড় ধরনের অপরাধী চক্ররা ব্যবহার করে থাকে। নাশকতা, জঙ্গিবাদ, ডাকাতি কিংবা তারা এসবের ব্যবসাও করতে পারে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভাবছি। এখন পর্যন্ত সুফিয়ার স্বামী কামরুল ও তার বন্ধু আল-আমিন ওরফে হাবির সংশ্লিষ্টতা জানতে পেরেছি। সুফিয়াকে জিজ্ঞাসাবাদ করলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় শিবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৪/৭/১৭ইং
No comments:
Post a Comment