নরসিংদীতে ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি প্রচার
২ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের
তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি প্রচার করার সাথে জড়িত ২ যুবক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগী মেয়ের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার সকালে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের বাসাইল মহল্লার আখলাকুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তুষার(২০) ও নরসিংদী শহরের খাটেহারা মহল্লার সায়েদ সরকারের ছেলে জুনায়েদ(১৯)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বয়সে বড় ওই মেয়েটিকে ২ বছর আগে প্রেম প্রস্তাব দেয় তুষার। প্রেম প্রস্তাবে ব্যার্থ হয়ে নানা উপায়ে মেয়েটিকে রাজী করানোর চেষ্টা করে তুষার। এ নিয়ে তার অভিভাবকরা তাকে বেশ কয়েকবার শাসনও করে। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি সে। এক পর্যায়ে মেয়ের মোবাইল থেকে কৌশলে কিছু আপত্তিকবর ছবি তুষার নিয়ে নেয়। তারপর ফেসবুকে ভুয়া আইডি খুলে ওই ছবি প্রচার করে সে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মেয়েটি। নিরুপায় হয়ে সে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করে। পরে পুলিশ সুপারের নির্দেশে ঘটনার মূল হোতা তুষার ও তার সহযোগী জুনায়েদ কে গ্রেফতার করি। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটি নরসিংদী সদর মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে। এ মামলায় তাদের ৭ দিন রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা জানা যাবে।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৯/৭/১৭ইং
No comments:
Post a Comment