Monday, July 10, 2017

নরসিংদীতে নিখোজের পাচ দিন পর ৪ মাদ্রাসা ছাত্র কে উদ্ধার করলো পুলিশ


নরসিংদীতে নিখোজের পাচ দিন পর
৪ মাদ্রাসা ছাত্র কে উদ্ধার করলো পুলিশ



তৌহিদুর রহমান, নরসিংদী:  নরসিংদীতে নিখোজের পাচ দিন পর ৪ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় শিবপুর উপজেলার ইটাখোলা থেকে উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। তারা মনোহরদী উপজেলার চালাকচরের বাঘবের জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। উদ্ধারকৃতরা হলো রিদওয়ান রবিন (১৩), মোঃ আশরাফু ইসলাম (১২), জুয়েল (১২), রাকিব (১১)। তারা গত ৭ জুলাই থেকে নিখোজ ছিল। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর, মনোহরদী সার্কেল) রেজওয়ান আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৭ জুলাই চালাকচরের বাঘবের জামিয়া ইসলাময়িা নুরিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪ ছাত্র মাদ্রাসার কাউকে কিছু না বলে বেলা ১১ টার দিকে বের হয়ে যায়। তারপর থেকে তাদের আর কোন খোজ পাওয়া যাচ্ছিলনা। এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ গত ৯ জুলাই  মনোহরদী থানায় একটি সাধারন ডায়েরী করেন। তারপর তাদের খোজে নামে পুলিশ। ৩ দিনের চেষ্টায় শিবপুর মডেল থানা পুলিশ ইটাখোলা থেতে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের কে মনোহরদী থানায় হস্তান্তর করনা সেখান থেকে তাদের কে অভিভাবকদের কাছে দেওয়া হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান আহমেদ জানান, চার মাদ্রাসা ছাত্রের নিখোজের বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। তাদের কে খুজে বের করার জন্য নানা জায়গায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে শিবপুরের ইটাখোলা থেকে তাদের কে উদ্ধার করা হয়। মাদ্রাসার কঠিন পড়াশোনার চাপেই তারা বের হয়ে যায় বলে জানা গেছে। তাদের কে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।  


#
তৌহিদুর রহমান, নরসিংদী
১১/৭/১৭ইং

No comments:

Post a Comment