নরসিংদীতে ৩৮ কেজী গাজাসহ ৪ জন কে
আটক করেছে বেলাব থানা পুলিশ
তৌহিদুর রহমান: নরসিংদীর বেলাব থেকে ৩ কেজী গাজাসহ চার জন কে আটক করেছে থানা পুলিশ। রোববার দুপুরে ও বিকেলে বেলাব -ডোমরাকান্দি ব্রীজ ও দুই দফায় বেলাব বাজার থেকে এই গাজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো ভৈরব থানার কালপুর এলাকার মজিবর রহমানের ছেলে শরিফুল আলম (২০) একই এলাকার মৃত তোয়াব আলির ছেলে জামাল উদ্দিন (৩৫) একই থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার ছেলে রমজান ও সিএনজির চালক বাবু (২৫)। সার্কেল এএসপি বেলাল হোসাইন, ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ ও উপ-পরিদর্শক ফরিদ আহমেদ এই অভিযান চালায়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুলিয়ারচর থেকে সিএনজি অটো রিকশায় কওে কয়েকজন মাদক ব্যবসায়ী বেশি পরিমাণে গাজা আসছে। এমন সংবাদের ভিত্তিতে মাটিয়াল পাড়ায় অবস্থান নেয় পুলিশ। সন্দেহভাজন ওই সিএনজিকে আটক করলে তার ভিতরে থাকা ২ জন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সিএনজি তল্লাশী করে ৩০ কেজি গাজা উদ্ধার করে ও ৪ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে জামালের দেয়া তথ্য অনুযায়ী এএসপি সার্কেল বেলাল হোসাইনের উপস্থিথিতে বেলাব বাজাওে জামলে ভাড়া গোডাউন থেকে আরও ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
#
নরসিংদী।
১/৪/১৮ ইং
No comments:
Post a Comment