নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে
ভেজাল ক্যামিকেলসহ একজন গ্রেফতার
তৌহিদুর রহমান: নরসিংদীতে ভেজাল ক্যামিকেল তৈরীর গোপন কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার নরসিংদী শহরের খাটেহারা এলকার জয়নাল আবেদীনের বাড়িতে অবস্থিত ভেজাল কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল কারখানার মালিক নাহিদ হাসান কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ (২৫) নওগা জেলার আত্রাই থানার রসুলপুর গ্রামের মৃত আ: মালেক এর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকারিয়া আলম এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান চালান।
উপ-পরিদর্শক জাকারিয়া আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খাটেহারা এলাকায় এক ব্যাক্তি ভেজাল ক্যামিকেল তৈরী করছে। এই ভেজাল ক্যামিকেল বিভিন্ন শিল্প কারখানায় বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে খাটেহারার জয়নাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল ক্যামিকেল ও তৈরীর সরঞ্জামসহ নাহিদ কে গ্রেফতার করা হয়। সে ক্যামিকেল তৈরীর অনুমোদনের পক্ষে কোন ধরনের প্রমাণ দেখাতে পারেনি। ভৈজাল ক্যামিকেল তৈরী, মজুদ, বিক্রি ও সরবাহের অপরাধে তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
#
নরসিংদী
৭/৪/১৮
No comments:
Post a Comment