৭ বছর অনুপস্থিত থেকে জোড়পূর্বক প্রধান শিক্ষক হওয়ার চেষ্টা
প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ
তৌহিদুর রহমান: দীর্ঘ ৭ বছর অনুপস্থিত থেকে জোড়পূর্বক প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বেলাব ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আজ শনিবার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মানববন্ধন শুরু করে। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়কের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ছাত্ররা পুলিশ কে তাদের দাবীর কথা জানায় ও বিক্ষোভ প্রদর্শন করে। পরে রায়পুরা সার্কেল এএসপি বেলাল হোসাইন ও বেলাব ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্র-ছাত্রীদের কে বিদ্যালয়ে ফিরে যেতে অনুরোধ করে।
বিদ্যালয় ও ছাত্র-ছাত্রী সূত্রে জানা যায়, নরসিংদীর বেলাব ভাটের চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার জেবা ৭ বছর ধরে অনুপস্থিত। কোন অনুমতি কিংবা বিনা নোটিশেই তিনি দীর্ঘ ৭ বছর ধরে অনুপস্থিত ছিলেন। এই প্রেক্ষিতে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাচ্চু। ৭ বছর পর নাজমুন নাহার জেবা পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার জন্য বিদ্যালয়ে আসেন। এতে বাধ সাধে ছাত্র-ছাত্রীরা। উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিরা এ জটিলতা নিরসনের চেষ্টা করে। কিন্তু গত ২৫ এপ্রিল বুধবার নাজমুন নাহার জেবার সমর্থকরা বিদ্যালয়ের ত্রাসের সৃস্টি করে জোড়পূর্বক প্রধান শিক্ষকের আসন দখল করে। এর ফলে বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র-ছাত্রীরা। এ ব্যাপারে বেলাব থানায় একটি সাধারন ডায়েরী করে
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনিত জটিলতায় ছাত্র-ছাত্রীরা ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করবে এমন সংবাদ পাই। ব্যাস্ততম ঢাকা-সিলেট মাহসড়কের পামে এসব অল্প বয়সীদের অবস্থান বেশ ঝুকিপূর্ন। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমারা তাদের কে মহাসড়কে না যেতে অনুরোধ করেছি।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৮/৪/১৮ইং
No comments:
Post a Comment