নরসিংদীর সর্বজন সমাদৃত সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে
স্বার্থান্বেষি সাংবাদিক মহলের মিথ্যা মামলা দায়ের
মামলায় দেয়া ঘটনার বিবরণ সিনেমার কাহিনীকেও হার মানায়
নানা অনিয়মের কারণে নরসিংদী প্রেসক্লাবের অপসারিত সভাপতি মোরশেদ শাহরিয়ার প্রেসক্লাবের আহবায়ক কমিটির ৩ সদস্যসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে রোববার নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এই মিথ্যা মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে নরসিংদীর সাংবাদিক, সূধী ও বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে, সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
মামলার বিবরণে বলা হয়, অভিযুক্তরা অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নরষিংদী প্রেসক্লাবে জোরপূর্বক প্রবেশ করে মোরশেদ শাহরিয়ার ও সফিকুল মোহাম্মদ মানিক এর দিকে পিস্তল তাক করে টাকা ছিনিয়ে নেয়। প্রেসক্লাব ভাঙচুর করে ও আরও টাকা চাঁদা দেয়ার জন্য হুমকি দেয়। আসল ঘটনা হলো নানা অনিয়মের কারণে কার্যকরী সদস্যদের আপত্তিতে মোরশেদ মানিক কমিটি বাতিল করা হয় ও আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক নির্ভাচিত করা হয় নরষিংদরি সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক নিবারণ রায় কে। এই আহবায়ক কমিটি অতি শীঘ্রই নির্বাচনের ব্যবস্থা করবেন। মোরশেদ-মানিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন প্রেসক্লাবের অধিকাংশ সহযোগী। এরফলে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করা হয়। সে মামলার গতি-প্রকৃতি ভিন্ন দিকে প্রবাহিত করতেই বিশিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে। এই মিথ্যা মামলার খবর নরসিংদীর বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে নরসিংদী প্রেসক্লাবের অপসারিত সভাপতি মোরশেদ শাহরিয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুঁসে উঠেছে নরসিংদীর সাংবাদিক মহল ও সামাজিক সংগঠন। এই সাজানো মামলায় সাক্ষী হিসেবে পেশাদার-অপেশাদার কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা আদৌ এই সাজানো মামলার বিষয়ে অবগত রয়েছে কিনা তা সন্দিহান।
#
নরসিংদী
৩/৪/১৮ইং
No comments:
Post a Comment