সিরাজ চেয়ারম্যান হত্যার ঘটনাস্থলে পুলিশ সুপার
পুলিশি অভিযানে সন্দেহভাজন দুই জন আটক
তৌহিদুর রহমান: রায়পুরার বাশগাড়ির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হকের হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার স্বন্ধার পর তিনি রায়পুরায় যান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হোসেন ও (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান। জেলা গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযানে এখন পর্যন্ত ২ জন কে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, স্বন্ধার পর পর পুলিশ সুপার রায়পুরায় আসেন। তিনি থানায় অবস্থান করে হত্যার সাথে জড়িতদের আটক করার জন্য বিভিন্ন দিক নিদের্শনা দিয়েছেন ও মনিটরিং করছেন।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, বাশগাড়ির ইউনিয়ন চেয়ারম্যান হত্যার মূল কারণ জানা গেছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে বেশ কয়েকটি টিম কাজ করছে। ইতিমধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ২ জন কে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মূহুর্তে আটককৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না।এই হত্যাকান্ড নিয়ে যেন কোণ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সজাগ নজর রাখা হচ্ছে।
#
নরসিংদী
৩/৫/১৮ইং
No comments:
Post a Comment