Monday, May 7, 2018

নরসিংদীতে আবাসিক হোটেল নিরালায় পুলিশের অভিযান অসামাজিক কার্যকালাপের জন্য হোটেল সীলগালা

নরসিংদীতে আবাসিক হোটেল নিরালায় পুলিশের অভিযান
অসামাজিক কার্যকালাপের জন্য হোটেল সীলগালা


তৌহিদুর রহমান: নরসিংদীর শহরের বাজিরমোড়ে অবস্থিত আবাসিক হোটেল নিরালাতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় আসামাজিক কার্যকালাপের অভিযোগে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৩০ নারী পুরুষ কে আটক করা হয়। গত রোববার নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলমের নেতৃত্বে পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান চালায়। পরে পুলিশ সুপার বিষয়টি জেলা প্রশাসক কে অবহিত করেন। জেলা প্রশাসকের নিদের্শে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোটেল এর  মালিক কে ৬০ হাজার টাকা জরিমানা ও হোটেল টি সীলগালা করে দেয়। আটককৃত নারীদের পারিবারিক সম্মান ও নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে  জরিমানা আদায় করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এয়াড়া হোটেলে যুবতীদের দিয়ে পতিতাবৃত্তি করানোর অপরাধে পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করে।  মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যট   
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, বিভিন্ন ভাবে আমরা খবর পেয়েছি যে এই হোটেল টিতে অসামাজিক কাজ হচ্ছে। সেই সূত্রে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে হোটেল থেকে  ৩০ জন নারী পুরুষ কে অসামাজিক কাজের সাথে জড়িত থাকায় আটক করা হয়। হোটেলটির কাগজপত্র ঠিক ছিল না। প্রভাব বিস্তার করেই সে দীর্ঘ দিন ধরে এই অপকর্ম করে আসছিল। জেলা প্রশাসক কে বিষয়টি অবহিত করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট হোটেল এর মালিক কে জরিমানা করেন ও হোটেল সিলগালা করে দেন। অসামাজিক কাজে যারা জড়িত ছিল তাদের অনেকের স্বামী বিদেশে থাকে, কয়েকজন এইচ.এস সি .পরিক্ষার্থী। তাদের কে জরিমানা আদায় ও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। পতিতাবৃত্তির অপরাধে হোটেল মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । সে মামলায় হোটেল মালিক জাহাঙ্গীর ও ম্যানেজার কে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে আজ।

#
নরসিংদী
৭/৫/১৮ইং 

No comments:

Post a Comment