নরসিংদীতে বহিস্কৃত শ্রমিকের ইটের আঘাতে প্রাণ গেল
জবা টেক্সটাইল মিল ম্যানেজারের
তৌহিদুর রহমান: নরসিংদীর জবা টেক্সটাইল মিলের বহিস্কৃত শ্রমিকের ইটের আঘাতে প্রাণ গেল উতপাদন ম্যানেজার তৌহিদুল ইসলাম ফারুক (৪২) এর। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত সোমবার রাতে বহিস্কৃত শ্রমিক নয়ন ও তার কয়েকজন সহযোগীরা মিল গেটের সামনে ম্যানেজার ফেরদৌস ও তার সাথে থাকা আরও দুই জনের উপর হামলা করে। ম্যানেজার তৌহিদুল ইসলাম ঢাকা জেলার সাভার উপজেলার রেডিও কলোনীর বাসিন্দা। মারামারির ঘটনায় জবা টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেন বাদী হয়ে নয়ন ও তার সহযোগীদেও আসামী করে। সদর মডেল থানায় একটি মারামারির মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩ মাস পূর্বে তাদের কে মিল থেকে বহিস্কার করায় ক্ষুব্দ হয়ে তার উপর হামলা করা হয়। মারামারীর এক পর্যায়ে একজন তার মাথায় ইট দিয়ে আঘাত করে। আঘাতে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সদও হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকি’সা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সোমবার রাতেই এ ঘটনায় মারামারির মামলা রুজু হয়। ডেথ সার্টিফিকেট পাওয়ার পর হত্যা মামলা রুজু করা হবে।
#
নরসিংদী
৮/৫/১৮ইং
No comments:
Post a Comment