নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে
পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩
তৌহিদুর রহমানঃ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে পৃথক সড়ক দূর্ঘটনা ১ মটর সাইকেল চালক নিহত ৩ রিকশাযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ভেলানগর জেলা পরিষদের সামনে মহাসড়কে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক মাথায় গুরুতর আঘাত পায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের নাম রাসেল (২৫), সে রায়পুরা উপজেলার বাখরনগর গ্রামের আমজাদ হোসেন এর ছেলে। রাসেল নরসিংদী জেলখানার মোড়ে একটি মটর সাইকেলের শো-রুমে চাকুরী করতো। ঘটনা সূত্রে জানা যায়, খরিদদারের কেনা নতুন মটর সাইকেল এর নিয়ম-মাফিক চেক করতে মহাসড়কে যায় সে। ভেলানগর জেলা পরিষদ এর সামনে একটি রিকশা কে সাইড দিতে গেলে ট্রাকের সাথে ধাক্কা লাগে তার। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালক কে আটক করেছে পুলিশ।
অপর এক দূর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসাইলের আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে এক অটো রিকশাকে ধাক্কা দেয় একটি বাস। এসময় রিকশা চালক ও দুই যাত্রী মারাতœক আহত হয়। তাদের কে উদ্ধার করে জেলাহাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। আহতরা হলো, মনোহরদী উপজেলার সুবল সাহা, ভাবনা সাহা ও রিকশা চালক বেলাব দুলালকান্দি গ্রামের মতি মিয়া। এর মধ্যে সুবল ও ভাবনা সাহা কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল করে হাসপাতালে রেফার্ড করা হয়।
#
নরসিংদী
২৯/৫/১৮ইং
No comments:
Post a Comment