Monday, February 27, 2017

নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ- নির্বাচন মনোয়ন পত্র জমা দিতে বাধা ও ছিনিয়ে নেয়ার অভিযোগ


নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ- নির্বাচন
 মনোয়ন পত্র জমা দিতে বাধা ও ছিনিয়ে নেয়ার অভিযোগ




তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোয়ন পত্র জমা দিতে বাধা ও ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন দুই প্রার্থী। তারা হলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল ও রায়পুরা শহর আওয়ামিলীগের সভাপতি মোঃ মাহবুব আলম শাহীন। পরে রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও পুলিশ সুপারের সহযোগীতায় মনোয়ন পত্র জমা দেন মাহবুব আলম শাহীন। আওয়ামিলীগের দলীয় মনোয়ন পাওয়া জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন ভুইয়া ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এর সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছন ওই দুই প্রার্থী। তবে এই বিষয়ে এখনো কোন ধরনের লিখিত অভিযোগ করেননি তারা। শেষ মূহুর্তে মাহবুব আলম শাহীন মনোয়ন জমা দিতে না পারলে আব্দুল মতিন ভুইয়া বিনা প্রতিদ্বন্ধিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবার সম্ভাবনা ছিল।
জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি

Wednesday, February 22, 2017

মাধবদীতে পুলিশের এসআই সহ ৫ পুলিশ সদস্যকে আহত করে হাতকড়াসহ আসামী ছিনতাই, আটক ৪


মাধবদীতে পুলিশের এসআই সহ ৫ পুলিশ সদস্যকে 
আহত করে হাতকড়াসহ আসামী ছিনতাই, আটক ৪

তৌহিদুর রহমান, নরসিংদী:- মাধবদীতে পুলিশের ১ এসআই, ২ এএসআই ও ২ কনস্টেবলসহ ৫ সদস্যকে মারধর করে হাতকড়াসহ ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গত ২১ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে মাধবদী ও আড়াইহাজার থানার সীমান্তবর্তী এলাকা সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর (বিলপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আড়াইহাজার থানার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মো: বাবুল মিয়ার বিরুদ্ধে নারায়নগঞ্চ, নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ  প্রায় অর্ধশত মামলা রয়েছে। ঘটনার রাতে ওয়ারেন্টভুক্ত ওই আসামীকে মাধবদী থানা

নরসিংদীতে ৩ ভাই বোনের খুনি রুবেল আটক

নরসিংদীতে ৩ ভাই বোনের খুনি রুবেল আটক

তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদীর আলোকবালীতে ৩ ভাই বোন কে কুপিয়ে হত্যাকারী খুনি রুবেল(২২) আটক হয়েছে। আজ বুধবার সকালে গ্রামের একটি নির্জন স্থান থেকে তাকে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সেখান থেকে তাকে নরসিংদী সদর মডেল থানার হাজতে বন্দি রাখা হয়েছে। মামলার ভিত্তিতে তাকে আদালতে প্রেরন করা হবে। খুনি রুবেল গ্রেফতার হওয়ার জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার নিজের ৩ ভাই বোন কে কুপিয়ে হত্যা করে এই রুবেল।   মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার

Sunday, February 12, 2017

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ১১ আহত ১০

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে 
একই পরিবারের ৪ জনসহ নিহত ১১ আহত ১০

তৌহিদুর রহমান, নরসিংদী :- ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দী এলাকায় বাস ও মাইক্রো বাসের মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। নিহতররা হলো সাধনা, হিরা মিয়া, ইশান, শহিদ মিয়া, হেলাল মিয়া, নাজমুল, হালেমা আক্তার, হাসান, উমা আক্তার, মানিক মিয়া, মাফিয়া। নিহতদের সবার বাড়ী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার হরিহরদী গ্রামে। ভৈরব হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম মিজানুল হক জানান, সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় এই
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ও কিশোরগঞ্জের নিকলি একালার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের নরসিংদী ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত নামে দ্রুতগতির যাত্রীবাহীটি উল্লেখিত স্থানে পৌছলে ঢাকা থেকে নিকলিগামী মাইক্রোবাসটির সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য ৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হককে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী।
১২.০২.১৭ইং 


Saturday, February 11, 2017

নরসিংদীতে পাওনা বেতনের দাবীতে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদীতে পাওনা বেতনের দাবীতে 
শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদীর ভগিরথপুরে পাওনা বেতন এর দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে হাজেরা টেক্সটাইল এন্ড গার্মেন্টস এর শ্রমিকরা। আজ শনিবার সকাল ১১ টা থেকে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় ঢাকা-সিলেটে মহাসড়কের প্রায়  ২ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়্ পরে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত চার মাস ধরে কারখানার শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করছেনা মালিক। এ নিয়ে তারা মিল মালিকের কাছে পাওনা বেতনের জন্য বারবার গেলেও তিনি আজ কাল করে সময়ক্ষেপন করছেন। বেতন না পেয়ে শ্রমিকরা অভাবে দিন কাটাচ্ছেন। কোন

Saturday, February 4, 2017

নরসিংদী ডেন্টাল এন্ড জেনারেল হাসপাতালে ভুল চিকিতসায় রোগির মৃত্যুর ঘটনায় ১ দিনেই আপোষ মিমাংসা

নরসিংদী ডেন্টাল এন্ড জেনারেল হাসপাতালে 
ভুল চিকিতসায় রোগির মৃত্যুর ঘটনায় ১ দিনেই আপোষ মিমাংসা

তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদী ডেন্টাল এন্ড জেনারেল হাসপাতালে ভুল চিকিতসায় এক রোগির মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনার মাত্র ১ দিনেই সঠিক কারন উদঘাটন ছাড়াই প্রভাবশালীদের সহযোগীতায় আপোষ মিমাংসা করা হয়েছে। নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এই আপোষ মিমাংসা করা হয়। রোগীর মৃত্যুর পর তাদের তিন স্বজনকে হাসপাতালের একটি কক্ষে আটকে রাখে ও মারধর করা হয়। মারধরে নিহত রোগীর ছোট ভাই গুরুতর আহত হয়। এই ঘটনায় ক্ষুব্দ হয়ে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙ্গচুর চালায়। খবর পেয়ে সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকেলে পৌর শহরের ভেলানগরস্থ নরসিংদী জেনারেল ও ডেন্টাল হাসপাতালে এ ঘটনা ঘটে। আর এই ঘটনার এক দিনেই আপোষ মিমাংসা করা হয়েছে। নিহতের লাশ সুরতাহাল করা হলেও পওে আর ময়না তদন্ত করা হয়নি। নিহত রোগীর নাম আছমা বেগম(২০) সে গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী ও রায়পুরা উপজেলার হাটুভাংঙ্গার আ: রহমানের কন্যা । এ ঘটনায় হাসপাতালের পরিচালক রহমুতল্লাহসহ দুইজন কে আটক করলেও পওে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১ ফেব্র“য়ারী বুধবার বিকেলে ডা: কাজী নাজমার

নরসিংদীর ভেলানগরে পিকআপ ভ্যান চাপায় এক শিশুর মৃত্যু

নরসিংদীর ভেলানগরে পিকআপ ভ্যান চাপায় এক শিশুর মৃত্যু

তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদীর ভেলানগরে পিকআপ ভ্যান চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ঢাকা- সিলেট মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। লোকজন শিশুটিকে তাৎক্ষনিক নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শিশুর নাম জোবায়ের সে ভেলানগরের বাসিন্দা রশিদ মিয়ার ছেলে। দূর্র্ঘটনার পর পিকআপ ভ্যানটিকে আটক করেছে সাধারন জনতা।

৪/২/১৭ইং 

Friday, February 3, 2017

নরসিংদী ডেন্টাল এন্ড জেনারেল হাসপাতালে ভুল চিকিতসায় রোগির মৃত্যু হাসপাতালের পরিচালক আটক

নরসিংদী ডেন্টাল এন্ড জেনারেল হাসপাতালে 
ভুল চিকিতসায় রোগির মৃত্যু
হাসপাতালের পরিচালক আটক

তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদী ডেন্টাল এন্ড জেনারেল হাসপাতালে ভুল চিকিতসায় এক রোগির মৃত্যুর ঘটনা ঘটেছে। রোগীর মৃত্যুর পর তাদের তিন স্বজনকে হাসপাতালের একটি কক্ষে আটকে রাখে ও মারধর করা হয়। মারধরে নিহত রোগীর ছোট ভাই গুরুতর আহত হয়। এই ঘটনায় ক্ষুব্দ হয়ে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙ্গচুর চালায়। শুক্রবার বিকেলে পৌর শহরের ভেলানগরস্থ নরসিংদী জেনারেল ও ডেন্টাল হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ সুরতাহাল করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত রোগীর নাম আছমা বেগম(২০) সে গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী ও রায়পুরা উপজেলার হাটুভাংঙ্গার আ: রহমানের কন্যা । এ ঘটনায় হাসপাতালের পরিচালক রহমুতল্লাহসহ দুইজন কে আটক করেছে পুলিশ। 

নিহতের স্বামী ও ঘটনা সূত্রে জানা যায়,

Wednesday, February 1, 2017

জেলা পরিষদের চেয়ারম্যান ও বর্ষীয়ান নেতা এডভোকেট আসাদুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন নেতা-কর্মী ও সাধারন মানুষের শ্রদ্ধা নিবেদন


জেলা পরিষদের চেয়ারম্যান ও বর্ষীয়ান নেতা এডভোকেট 
আসাদুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন
নেতা-কর্মী ও সাধারন মানুষের শ্রদ্ধা নিবেদন


তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি  এডভোকেট আসাদুজ্জামান এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর নরসিংদী মোছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবিগন ও হাজারো জনতা অংশগ্রহন করেন। জানাজার পূর্বে বর্ষীয়ান এই নেতার প্রতি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহিবুল হাসান চৌদুরী নফেল, আহাম্মাদুল আহমেদ, নরসিংদী জেলা আওয়ামিলীগের সভাপতি ও পানি সম্পদ প্রতি মন্ত্রি নজরুল ইসলাম হীরু, সাবেক মন্ত্রি ও রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রি আব্দুল মইন খান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবীর খোকন, মনোহরদীর  সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হূমায়ন, শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, এডভোকেট আসাদুজ্জামানের জামাতা আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, জেলা পুলিশ সুপার আমেনা বেগম, জেলা পরিষদের সচিব সিদ্দিকুর রহমান নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, আমেরিকা প্রবাসী ফ্লোরিডা আওয়ামী লীগের সভঅপতি আইয়ুব খান মন্টু, নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা মোন্তাজ উদ্দিন ভূইয়া, হাবিবুর রহমান সহ অসংখ্য জনপ্রতিনিধি ও রাজনীতিকগন। 
আজ বুধবার ভোর ৫ টায় শ্বাসকষ্ট ও হৃদরোগ জনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৪৫ সালের ৭ মার্চ নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম নওয়াব আলী গাজী এবং মাতা মোসাম্মৎ হায়াতুন্নেছা। 
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর রাত সাড়ে ৪ টায় তিনি বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা এ্যাপলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা নরসিংদীতে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষ তার বাড়ীতে তাকে এক নজর দেখার  জন্য ভীড় জমায়। 
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শোক জানিয়েছেন। 
এড. আসাদোজ্জামানের মৃত্যুতে নরসিংদীর আইনজীবী সমিতির সদস্যরা তার প্রতি সম্মান প্রদর্শন করে কর্মবিরতি পালন করে। আইনজীবী সহ দলীয় নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে। 
এর আগে মরহুমের লাশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে রাখা হলে সেখানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে লাশ নিয়ে যায় তার কর্মস্থল নরসিংদী জেলা পরিষদ ভবনে। সেখানে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সেখান থেকে জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে। সেখানে আইনজীবিগন তাকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিকেলে বাদ আছর তার লাশ নিয়ে যাওয়া হয় নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে। জানাজা শেষে আসাদোজ্জামানের লাশ নরসিংদী শহরের রাঙ্গামাটিস্থ ঈদগাহ গোরস্থানে  দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয়। 
এডভোকেট আসাদোজ্জামান তার কর্মজীবনের শুরুতে সোনারগাঁও কলেজে অধ্যাপনায় যোগদান করেছিলেন। পরবর্তী পর্যায়ে নিজ গ্রামে মুতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ১৯৭৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর থেকে তিনি আইন পেশা শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৮৫ সালে  নরসিংদী বার কাউন্সিলের প্রথম সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি নরসিংদী বার কাউন্সিলের ২ বার সভাপতি পদে নির্বাচিত হন। ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৩ বছর যাবৎ মানবাধিকার সংস্থা, নরসিংদী জেলার সভাপতি পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন থেকে রাজনীতির সংগে যুক্ত হয়ে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩সাল থেকে নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলেহ উদ্দিন ভূইয়ার মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতি ও পরে সভাপতি নির্বাচিত হন এবং দীর্ঘ ২০ বছর যাবৎ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 
২০১১ সালের ২০ ডিসেম্বর নরসিংদী জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে  ৫ বছর আন্তরিকতা, নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। গত ২৮ ডিসেম্বর ২০১৬ প্রথম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১/২/১৭ ইং