Saturday, February 11, 2017

নরসিংদীতে পাওনা বেতনের দাবীতে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদীতে পাওনা বেতনের দাবীতে 
শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদীর ভগিরথপুরে পাওনা বেতন এর দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে হাজেরা টেক্সটাইল এন্ড গার্মেন্টস এর শ্রমিকরা। আজ শনিবার সকাল ১১ টা থেকে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় ঢাকা-সিলেটে মহাসড়কের প্রায়  ২ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়্ পরে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত চার মাস ধরে কারখানার শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করছেনা মালিক। এ নিয়ে তারা মিল মালিকের কাছে পাওনা বেতনের জন্য বারবার গেলেও তিনি আজ কাল করে সময়ক্ষেপন করছেন। বেতন না পেয়ে শ্রমিকরা অভাবে দিন কাটাচ্ছেন। কোন
উপায় না দেখ তারা আন্দোলনে পথ বেছে নিয়েছেন। শ্রমিক তামান্না বেগম ক্ষোভ নিয়ে বলেন, গত চার মাস ধরে টাকার অভাবে খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছি। বাড়ি ভাড়া ও দোকানের পাওনার জন্য বেশ চাপে আছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আমরা আন্দোলন করতে পথে নেমেছি। শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে মধাবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এর নেতৃত্বে পুলিশের একটি দল শ্রমিকদের কে বুঝিয়ে সড়ক ছেড়ে দেবার জন্য অনুরোধ করেন। আগামী বৃহস্পতিবার মিল মালিকদের সাথে শ্রমিকদের পাওনা নিয়ে আলোচনায় বসা হবে। এ বিষয়ে মালিক পক্ষেও কারও সাথে কথা বলা সম্ভব হয়নি।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১১/২/১৭ইং 

No comments:

Post a Comment