মাধবদীতে পুলিশের এসআই সহ ৫ পুলিশ সদস্যকে
আহত করে হাতকড়াসহ আসামী ছিনতাই, আটক ৪

পুলিশ জানায়, আড়াইহাজার থানার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মো: বাবুল মিয়ার বিরুদ্ধে নারায়নগঞ্চ, নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে। ঘটনার রাতে ওয়ারেন্টভুক্ত ওই আসামীকে মাধবদী থানা
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার সহযোগীরা পুলিশের উপর চড়াও হয়ে ডাকাত পড়েছে বলে চিৎকার দিতে থাকে। এসময় পার্শ্ববর্তী মাঠে নৈশ ফুটবল খেলা চলছিল। ডাকাত পড়ার খবর শুনে খেলার মাঠ থেকে কয়েকশ লোক লাঠিসোটা নিয়ে পুলিশের উপর চড়াও হয়ে বাবুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। এসময় এলাকাবাসির পিটুনীতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহতরা হলেন মাধবদী থানার এসআই ইউসুফ, এএসআই আসাদ, এএসআই সাঈদ, কনস্টেবল হুমায়ুন ও সুরুজ মিয়া। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে আটক করে। এব্যপারে মাধবদী থানায় ৩২ জনের নাম উল্যেখ করে আরো অজ্ঞাত নামা ১৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় পুরুষশূণ্য হয়ে পড়েছে বাহাদুরপুর গ্রাম।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান আসামী বাবুলকে আটকের জোড় চেষ্টা চলছে। তিনি আরো জানান, আহত পুলিশ সদস্যদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তৌহিদুর রহমান, নরসিংদী
২২/২/১৭ইং
No comments:
Post a Comment