নরসিংদীতে ৩ ভাই বোনের খুনি রুবেল আটক
তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদীর আলোকবালীতে ৩ ভাই বোন কে কুপিয়ে হত্যাকারী খুনি রুবেল(২২) আটক হয়েছে। আজ বুধবার সকালে গ্রামের একটি নির্জন স্থান থেকে তাকে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সেখান থেকে তাকে নরসিংদী সদর মডেল থানার হাজতে বন্দি রাখা হয়েছে। মামলার ভিত্তিতে তাকে আদালতে প্রেরন করা হবে। খুনি রুবেল গ্রেফতার হওয়ার জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার নিজের ৩ ভাই বোন কে কুপিয়ে হত্যা করে এই রুবেল। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জের ধরে আলোকবালীর পূর্বপাড়া গ্রামের আবু কালাম মিয়ার মেজ ছেলে রুবেল মিয়া (২২) তার ছোট ভাই ইয়াসিন, ছোট বোন মরিয়ম (৭) ও মাহিয়াকে (৫) শ্বাষরুদ্ধ করে হত্যা করেন। পরে বড় ভাই মাদরাসায় শিক্ষক আতিকুর রহমানকে মাদরাসা থেকে বাড়ি ডেকে আনেন। বাড়ির অদূরে পৌঁছালে রুবেল তাকে পেছন থেকে এলো-পাথারি কোপাতে থাকেন। পরে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাতেই সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর পরই গা ঢাকা দেন ঘাতক রুবেল। পরে বুধবার সকালে গ্রামের একটি নির্জনস্থান থেকে গ্রামবাসী তাকে আটক করে বেঁধে রাখে। পরে পুলিশ রুবেলকে বাঁধা অবস্থায় আটক করে নরসিংদী সদর মডেল থানায় নিয়ে আসে। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সালাউদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছুই বলছেনা। এই নৃশংস হত্যাকান্ড টি কি কারণে ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। রুবেল কে নিবড় জিজ্ঞাসাবাদেও মাধ্যমেই মূল ঘটনা বের হতে পারে। আমাদের তদন্ত চলছে।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
২২/২/১৭
No comments:
Post a Comment