Sunday, February 12, 2017

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ১১ আহত ১০

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে 
একই পরিবারের ৪ জনসহ নিহত ১১ আহত ১০

তৌহিদুর রহমান, নরসিংদী :- ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দী এলাকায় বাস ও মাইক্রো বাসের মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। নিহতররা হলো সাধনা, হিরা মিয়া, ইশান, শহিদ মিয়া, হেলাল মিয়া, নাজমুল, হালেমা আক্তার, হাসান, উমা আক্তার, মানিক মিয়া, মাফিয়া। নিহতদের সবার বাড়ী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার হরিহরদী গ্রামে। ভৈরব হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম মিজানুল হক জানান, সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় এই
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ও কিশোরগঞ্জের নিকলি একালার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের নরসিংদী ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত নামে দ্রুতগতির যাত্রীবাহীটি উল্লেখিত স্থানে পৌছলে ঢাকা থেকে নিকলিগামী মাইক্রোবাসটির সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য ৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হককে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী।
১২.০২.১৭ইং 


No comments:

Post a Comment