Wednesday, October 4, 2017

নরসিংদীর শিবপুরে গনধর্ষনের পর হত্যা দায়ে ৩ জনের ফাসির রায় দিয়েছে আদালত

নরসিংদীর শিবপুরে গনধর্ষনের পর হত্যা
৩ জনের ফাসির রায় দিয়েছে আদালত

তৌহিদুর রহমান: নরসিংদীর শিবপুরে এক নারী কে গণধর্ষনের পর হত্যার দায়ে ৩ জনের ফাসির রায় দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নরসিংদী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো: গোলাম রাব্বানী এই রায় দেন। ২০১৫ সালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কিসমত আহমদাবাদ(চানপুর) এলাকার মৃত বিল্লাল হোসেনের মেয়ে মাহমুদা আক্তার কে গণধর্ষনের পর হত্যা করার অপরাধে এই সাজা দেয়া হয়। এর মধ্যে তিন জনকেই ২০১ ধারায় ৭ বছরে করে সশ্রম কারাদ-, সুলতানকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদ- সহ সকলকে ১০হাজার টাকা অংর্থদ-, অনাদায়ে আরো তিনমাস করে কারাদ-ে দ-িত করা হয়। সাজাপ্রাপ্ত আসামীরা হলো কিশোরগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হোসেনপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে সুলতান মিয়া ওরফে জামাই সুলতান (৩৫), একই উপজেলার মধ্যপানান গ্রামের শফিকুল ইসলাম শরীফ(৩২) ও নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত আ: মোতালিবের ছেলে ওসমান গণি(৩৪)। 
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২রা ফেরুয়ারী নরসিংদীর শিবপুর থানাধীন কলাগাছিয়া নদীর তীর হতে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা শিবপুর থানার এসআই মিজানুর রহমান ওই নারীর পরিচয় উদ্ধার ও হত্যার ঘটনা উদ্ধার করে আদালতে চার্জশীট প্রদান করেন । আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।  

#
তৌহিদুর রহমান, নরসিংদী
৪/১০/১৫ইং

No comments:

Post a Comment