নরসিংদীতে বিলাসবহুল গাড়ি থেকে
৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইলিয়াস জানান, একটি জীপ গাড়ি পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়া ভাবে ঢাকার দিকে যাচ্ছিল। পুলিশ গাড়িটিকে আটকের চেষ্টা করার একপর্যায়ে ট্রাফিক পুলিশের সহায়তায় পাচদোনা গোলচত্বরে গাড়িটিকে আটক করা হয়। এসময় গাড়ির চালক পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি তল্লাশী করে কষ্টেপ দিয়ে মোড়ানো ১৫ টি কার্টন হতে ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম। তিনি সাংবাদিকদের জানান, বেপরোয়া ভাবে চলতে থাকা গাড়িটি তল্লাশী করে ৩ হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়। ঢাকা ডিবি পুলিশের একটি দল পিছন থেকে গাড়িটিকে ধাওয়া করছিল। তাদের কাছ থেকে পালানোর জন্য গাড়ির চালক বেপরোয়াভাবে গাড়িটি চালাচ্ছিল। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
তৌহিদুর রহমান, নরসিংদী
২৬/১০/১৭ইং
No comments:
Post a Comment