Tuesday, October 17, 2017

মূল্যবান সুতার গুপ্ত ডাকাত গ্রেফতার নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ সাফল্য


মূল্যবান সুতার গুপ্ত ডাকাত গ্রেফতার
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ সাফল্য


তৌহিদুর রহমান: বস্ত্র খাতের মূল্যবান সুতা ডাকাতীর সাথে জড়িত আতœগোপনে থাকা একদল গুপ্ত ডাকাত কে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এই ডাকাতদল মূল্যবান সুতাবাহী কাভার্ড ভ্যান ডাকাতি করতো। তারপর তা বিভিন্ন ধাপে পৌছে যেত বিভিন্ন সাইজিং মিলে। সে সিন্ডিকেট এর অবিচ্ছেদ্য জাল ছিন্ন করা বেশ জটিল। গত ১৭ জুন মাওনা আউটপাস স্পিনিং মিল হতে সুতা বর্তি একটি কাভার্ড ভ্যান মাওনা চৌরাস্তার অদুরে ডাকাতি হয়। এর প্রেক্ষিতে গত ১৮ জুন  জেলা পুলিশ সুপার বরারর সুতা ডাকাতির অভিযোগ ও নরসিংদী সদর মডেল থানার মামলা দায়ের করেন ভুক্তভোগী মিল মালিক । জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশে এর তদন্তভার দেওয়া হয়, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার কে। মামলার তদন্তভার পাওয়ার পর দীর্ঘ ৩ মাস শেষে এই সুতা ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার, সুতার ক্রেতা ও বিক্রেতার সন্ধান বের করেন। এ ঘটনার সাথে জড়িত ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনার সাতে জড়িত চালক রুবেল, সুতা ক্রয় বিক্রযের সাথে জড়িত আ: মান্নান ও ডাকাত রনি।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান,
রোড ডাকাতি রোধে আমি ও আমার টিম দীর্ঘ দির ধরে কাজ করছি। আমাদের বেশ কয়েকটি রোড ডাকাত চক্র গ্রেফতার হওয়ায় এই ডাকাতির প্রবণতা কম ছিল। তাই এই ডাকাত দল বিভিন্ন স্থানের লোকদের সমন্বয়ে সুতা ডাকাতি করতো। তারা খুব গুপ্ত অবস্থায় থাকায় তাদের আইনের আওতায় আনা রীতিমতো চ্যালেঞ্জ। জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলার তদন্তভার পাওয়ার পর দীর্ঘ দিনের পরিশ্রমের ফলেই মূল হোতা ও এই চক্রের সাথে জড়িতদের সনাক্ত করা  হয়েছে।
 এ মামলায় গ্রেফতারকৃতরা হলো: ডাকাত সোলমান, রুবেল, আলতাফ, দুলাল, রনি ও আইবুর। আরও গ্রেফতার হয়েছে, সুতা ক্রয়-বিক্রয় সাথের জড়িত আ: মান্নান,  চালক জাইদুল। এই গুপ্ত ডাকাতদের ডাকাতি ও সর্বশেষ তাদের গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া গোয়ন্দা কাহিনীর সিনেমার মতোই। আগামীকাল থাকছে এই বিষয়ে বিস্তারিত। 

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৭/১০/১৭ইং

No comments:

Post a Comment