Saturday, October 28, 2017

নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউিনিটি পুলিশিং ডে পালিত

নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে
 কমিউিনিটি পুলিশিং ডে পালিত



তৌহিদুর রহমান: নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো কমিউিনিটি পুলিশিং ডে ২০১৭। আজ শনিবার সকালে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে জেলার প্রতিটি থানায় এ দিবসটি উদযাপীত হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ করা হয়। কর্মসূচির প্রথমে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা মিলনায়তন প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রি লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম বীর প্রতিক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: আবু কালাম সিদ্দিক, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী। আলোচনা সভার সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম। এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশের জেলা, থানা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং এ অবদান রাখা ব্যাক্তিদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।









#
২৮/১০/১৭ইং 


No comments:

Post a Comment