নরসিংদী বাসাইল হতে ২৮০ বোতল ফেন্সিডিলসহ
স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ
তৌহিদুর রহমান: নরসিংদীর শহরের বাসাইল মহল্লা হতে ২৮০ বোতল ফেন্সিডিল সহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তারা বাসা ভাড়া নিয়ে খুব গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের কান্দাপাড়া এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে মো: শাহজালাল (৩৯) ও তার স্ত্রী অরুণা বেগম (৩০)। গতকাল শনিবার স্বন্ধায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার বিশেষ অভিযান চালিয় তাদের গ্রেফতার করেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী শহরের বাসাইল মধ্যপাড়া এলাকার দেলোয়ার হোসেন এর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতো গ্রেফতারকৃতরা। সেখানে থেকে তারা বড় ধরনের ফেন্সিডিল এর চালান মজুদ করে বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করেন।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মাদক নির্মূল করতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ এক দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা পারিবারিক জীবনের আড়ালে খুব গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। ২৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারে ঘটনায় সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
৮/১০/১৭ইং
No comments:
Post a Comment