Saturday, April 28, 2018

৭ বছর অনুপস্থিত থেকে জোড়পূর্বক প্রধান শিক্ষক হওয়ার চেষ্টা প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ

৭ বছর অনুপস্থিত থেকে জোড়পূর্বক প্রধান শিক্ষক হওয়ার চেষ্টা
প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ


তৌহিদুর রহমান: দীর্ঘ ৭ বছর অনুপস্থিত থেকে জোড়পূর্বক প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বেলাব ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আজ শনিবার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মানববন্ধন শুরু করে। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়কের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ছাত্ররা পুলিশ কে তাদের দাবীর কথা জানায় ও বিক্ষোভ প্রদর্শন করে। পরে রায়পুরা সার্কেল এএসপি বেলাল হোসাইন ও বেলাব ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্র-ছাত্রীদের কে বিদ্যালয়ে ফিরে যেতে অনুরোধ করে।
বিদ্যালয় ও ছাত্র-ছাত্রী সূত্রে জানা যায়, নরসিংদীর বেলাব ভাটের চর উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা নাজমুন নাহার জেবা ৭ বছর ধরে অনুপস্থিত। কোন অনুমতি কিংবা বিনা নোটিশেই তিনি দীর্ঘ ৭ বছর ধরে অনুপস্থিত ছিলেন। এই প্রেক্ষিতে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাচ্চু। ৭ বছর পর নাজমুন নাহার জেবা পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার জন্য বিদ্যালয়ে আসেন। এতে বাধ সাধে ছাত্র-ছাত্রীরা। উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিরা এ জটিলতা নিরসনের চেষ্টা করে। কিন্তু গত ২৫ এপ্রিল বুধবার নাজমুন নাহার জেবার সমর্থকরা বিদ্যালয়ের ত্রাসের সৃস্টি করে জোড়পূর্বক প্রধান শিক্ষকের আসন দখল করে। এর ফলে বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র-ছাত্রীরা। এ ব্যাপারে বেলাব থানায় একটি সাধারন ডায়েরী করে

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনিত জটিলতায় ছাত্র-ছাত্রীরা ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করবে এমন সংবাদ পাই। ব্যাস্ততম ঢাকা-সিলেট মাহসড়কের পামে এসব অল্প বয়সীদের অবস্থান বেশ ঝুকিপূর্ন। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমারা তাদের কে মহাসড়কে না যেতে অনুরোধ করেছি।


#
তৌহিদুর রহমান, নরসিংদী

২৮/৪/১৮ইং

Thursday, April 26, 2018

সরকারী অনুমোদনের পূর্বেই শিবপুর জাল্লারা বাজারে স্থায়ী দোকানপাট নির্মান

সরকারী অনুমোদনের পূর্বেই
শিবপুর জাল্লারা বাজারে স্থায়ী দোকানপাট নির্মান



তৌহিদুর রহমান: জেলা প্রশাসনের কাছ থেকে ভিট বরাদ্দ পাওয়ার পূর্বেই অবৈধ পাকা স্থাপনা নির্মান করা হয়েছে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী জাল্লারা বাজারে। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই লাভের অংক দ্রুত পকেটস্থ করার জন্যই এমন কান্ড ঘটেছে বলে জানা যায়। দোকান প্রতি ২০ হাজার থেকে ১ লক্ষ টাকা লেনদেন হয়েছে বলে গোপন সূত্রে জানা গেছে। তবে এসব দোকানীরা প্রকাশ্যে ২০ হাজার টাকা জমা দেয়ার কথা বলেছে। জয়নগর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এমন কান্ড ঘটলেও তা বন্ধে  চোখে পড়ার মতো কোন প্রক্রিয়া দেখা যায়নি।  পুরনো এই বাজার কে নতুন করে গড়ে তুলতে জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান নাদিম সরকার ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসারুল আশরাফ বাজারের একটি প্রস্তাবিত নকশা তৈরী করেন। যে নকশায় প্রাথমিকভাবে ১০৫ টি দোকান রাখা হয় ও দোকানগুলির নাম্বারিং করা হয়। নাম্বার অনুসারে লটারির মাধ্যমে দোকান ভিটের অবস্থান পান লটারিতে অংশগ্রহণকারী ব্যাক্তি। সে অনুসারে লাটারিতে ভিট পাওয়া ব্যাক্তিরা সরকারীভাবে বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করে। ইউনিয়ন ভ’মি অফিসও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘুড়ে সে ফাইল এখন জেলা প্রশাসকের কার্যালয়ে। যা এখনো অনুমোদন দেননি জেলা প্রশাসক। অথচ বাজের সকল ভিট গুলোতে স্থায়ী পাকা স্থাপনা নির্মান করা হয়েছে। 
বিভিন্ন সূত্রে জানা যায়, জালারা বাজারে প্রায় শতাধিক দোকান নির্মান করে টাকার বিনিময়ে বরাদ্দ দিচ্ছে। গড়প্রতি দোকান থেকে ১ লক্ষ টাকা করে নেয়া হচ্ছে।   এ দোকানগুলি বরাদ্দ দিয়ে চেয়ারম্যান নাদিম সরকারসহ বেশ কয়েক ব্যাক্তি মোটা অংকের টাকা পকেটস্থ করে নেয়। 
এ ব্যাপানে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বাজারটিকে আধুনিকরূপে ফিরিয়ে আনার জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নকশা তৈরী করা হয়। সে নকশা অনুসারে ভিট বরাদ্দ পাওয়ার জন্য বিভিন্ন ব্যাক্তিরা আবেদন করেছেন। সে আবেদন এখন জেলা প্রশাসকের অনুমোদনের অপক্ষোয়। ব্যাবসায়ীরা তাদের আবেদনের প্রেক্ষিতে দোকান নির্মাণ করেছেন। এখন জেলা প্রশাসন অনুমোদন দেন বা না দেন সেটা তাদের ব্যাপার। যদি স্থাপনা অবৈধ হয় তবে প্রশাসন তা উচ্ছেদ করুক। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব বলেন,  আামার আসার পূর্বেই বাজারে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা ভ’মি কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। উর্ধত্বন কর্তপক্ষ আমাকে যে নির্দেশনা দিবে আমি তা কার্যকর করব।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বাজারের আধুনিকতা আনয়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানের উদ্যোগে নকশা প্রণোয়ন করা হয়। বিট বরাদ্দ দেয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনকারীদের আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দের আগে পাকা স্থাপনা নির্মিত হওয়ায় বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদ পাঠিয়েছেন উপজেলা সহকারী ভ’মি কর্মকর্তা।  
এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস শিলু রায় বলেন, পূর্ববতী উপজেলা নির্বাহী অফিসার এ বাজার আধুনিক সম্প্রাসরণ এর জন্য নকশা তৈরী করে। তৎকালীন জেলা প্রশাসক সে নকশা অনুমোদন করেন। নকশায় থাকা দোকান এর বরাদ্দ পেতে স্থানীয় ব্যাক্তিগণ জেলা প্রশাসক বরাবর  আবেদন  করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের তা অনুমোদনের জন্য প্রক্রিয়াধীণ। সরকারীভাবে ভিট বরাদ্দ দেয়া না হলেও সেখানে স্থাপনা নির্মান করা হয়েছে। যেহেতু বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্রিয়াধীন সে কারনে এখনই কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। যদি অনুমোদিত না হয় তবে তা নিয়ম-মাফিক উচ্ছেদ করা হবে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী

Friday, April 20, 2018

নরসিংদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার



তৌহিদুর রহমান: নরসিংদীতে ১ টি বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী ইমাম হোসেন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহম্পতিবার সন্ধায় নরসিংদী সদর থানার বাদুয়ারচর এলাকার মান্নান ভুইয়া কলেজ মোড় থেকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে গোয়ন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমান (৩০) বদরপুর পশ্চিমপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। 

উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বদরপুর এলাকায় ইমান সশস্ত্র অবস্থায় ঘুড়াঘুড়ি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে তাকে আটক করা হয়। সে তার প্রতিপক্ষ ব্যাক্তিদের ভয় দেখাতে পিস্তল টি বহন করছিল। ইহা জার্মানের তৈরী .৬৫ বোরের অত্যাধুনিক পিস্তলট। এর সাথে ৫ টি তাজা গুলি, ১টি মিস ফায়ার গুলি ও একটি গুলির খোসা পাওয়া যায়। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



#
তৌহিদুর রহমান, নরসিংদী
২০/৪/১৮ইং

Monday, April 16, 2018

স্পোশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার হাসিবুল আল

স্পোশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ 
সুপার হাসিবুল আলম



তৌহিদুর রহমান: পুলিশের বিশেষ শাখা স্পোশাল ব্রাঞ্চে বিশেষ পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম।গত রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে ধনঞ্জয় কুমার পাল স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হন তিনি।

Saturday, April 7, 2018

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ভেজাল ক্যামিকেলসহ একজন গ্রেফতার

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে
ভেজাল ক্যামিকেলসহ একজন গ্রেফতার


তৌহিদুর রহমান: নরসিংদীতে ভেজাল ক্যামিকেল তৈরীর গোপন কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার নরসিংদী শহরের খাটেহারা এলকার জয়নাল আবেদীনের বাড়িতে অবস্থিত ভেজাল কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল কারখানার মালিক নাহিদ হাসান কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ (২৫) নওগা জেলার আত্রাই থানার রসুলপুর গ্রামের মৃত আ: মালেক এর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকারিয়া আলম এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান চালান। 
উপ-পরিদর্শক জাকারিয়া আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খাটেহারা এলাকায় এক ব্যাক্তি ভেজাল ক্যামিকেল তৈরী করছে। এই ভেজাল ক্যামিকেল বিভিন্ন শিল্প কারখানায় বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে খাটেহারার জয়নাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল ক্যামিকেল ও তৈরীর সরঞ্জামসহ নাহিদ কে গ্রেফতার করা হয়। সে ক্যামিকেল তৈরীর অনুমোদনের পক্ষে কোন    ধরনের প্রমাণ দেখাতে পারেনি। ভৈজাল ক্যামিকেল তৈরী, মজুদ, বিক্রি ও সরবাহের অপরাধে তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


#
নরসিংদী
৭/৪/১৮ 



Thursday, April 5, 2018

নরসিংদীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রফাস চক্রের সাথে জড়িত যুবক গ্রেফতার


নরসিংদীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রফাস চক্রের
সাথে জড়িত যুবক গ্রেফতার 



তৌহিদুর রহমান: নরসিংদীর শিবপুর থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাস চক্রের সাথে সাথে জড়িত থাকার সন্দেহে সাহেদ পারভেজ রিমন নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল  বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শিবপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত পারভেজ মিবপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র,দ্বিতীয় পত্র ও ইংরেজী ১ম পত্র পরীক্ষায়র প্রশ্নপত্র ফাঁস করে আসছিল পারভেজ। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে অনুসরণ করা হচ্ছিল। প্রশ্নপত্র ফাঁসের সাথে পারভেজের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর তাকে আটকের অভিযানে নামে ডিবি পুলিশ। পরে তার মোবাইল ট্র্যাকিং করে শিবপুরের জাঙ্গালিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাস সংক্রান্ত চক্রের সাথে জড়িত যুবক কে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।  এ সংক্রান্তে তথ্য প্রমাণ পুলিশের হাতে আছে। শুক্রবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



#
ইরসিংদী
৬/৪/১৮ইং



Tuesday, April 3, 2018

নরসিংদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার



তৌহিদুর রহমান: নরসিংদীতে ১ টি বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী বায়োজীদ  কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার বিকেলে শিবপুর থানার চন্দনদিয়া  হতে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফারে নেতৃত্বে গোয়ন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বায়োজীদ (১৮) চন্দনদীয়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে।


উপ পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম)  জানান, কিছুদিন পূর্বে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় অবৈধ অস্ত্র দিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন মারাতœক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে অস্ত্রধারীদের ধরতে গোয়েন্দা তৎপড়তা চালানো হয়। এক পর্যায়ে সোমবার বিকেলে নিজ বাড়ির সামনে থেকে বায়োজিদ কে বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হই। অস্ত্র উদ্ধারের ঘটনায় শিবপুর মডেল থানায় অস্ত্র আইনে মামালা দায়ের করা হয়েছে। এই অস্ত্রবাজ সন্ত্রাসী চক্রের সাতে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 




#
তৌহিদুর রহমান, নরসিংদী
৩/৪/১৮ইং

নরসিংদীর সর্বজন সমাদৃত সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে স্বার্থান্বেষি সাংবাদিক মহলের মিথ্যা মামলা দায়ের

নরসিংদীর সর্বজন সমাদৃত সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে
স্বার্থান্বেষি সাংবাদিক মহলের মিথ্যা মামলা দায়ের
মামলায় দেয়া ঘটনার বিবরণ সিনেমার কাহিনীকেও হার মানায়


তৌহিদুর রহমান: নরসিংদী প্রেসক্লাবের দায়িত্বে থাকাকালীন সময়ে অর্থ আত্নসাত করায় মামলা দায়ের করা হয় সাবেক সভাপতি মোরশেদ শাহরিয়ার ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মানিকের বিরুদ্ধে।এই মামলা থেকে নিজেদের রক্ষা করতে ন্যাক্কারজন এক ইতিহাসের সৃষ্টি করেছেন এই দুইজন। নরসিংদীর সর্বজন সমাদৃত প্রথিতযশা সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে অস্ত্র-শস্ত্র নিয়ে লুটপাট ও চাঁদাবাজী করার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছে এই দুইজন। এ যেন বাংলা অ্যাকশন সিনেমার কল্পকাহিনী। তবে এ ঘটনা কল্প-কাহিনীকেও হার মানিয়েছে। সিনেমায় মারামারির দৃশ্যে মানানসই বয়সের লোজনরাই থাকেন। তবে মোরশেদ শাহরিয়ার তার দায়ের করা মামলায় বার্ধ্যক্যে উপনিত সাংবাদিকরা পিস্তল নিয়ে গুলির ভয় দেখিয়ে মারামারির করে লুটতরাজের যে বিবরণ দিয়েছেন তা কল্পনাকেও হার মানায়। প্রেসক্লাবের বর্তমান আহবায়ক, সাবেক সভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, নরসিংদী জেলার অন্যতম দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি কাজী আনোয়ার কামাল ও সাপ্তাহিক নরসিংদী সমাচার পত্রিকার প্রকাশক-সম্পাদক এ কে ফজলুল হক নরসিংদীর সাংবাদিক মহলে সর্বজন শ্রদ্ধেয়। তাদের বিরুদ্ধে এমন সন্ত্রাসী কার্যকালাপের যে অভিযোগ আনা হয়েছে তা নীচু ও নোংরা মানসিকতার প্রকাশ। মামলায় প্রধান অভিযুক্ত করা হয় নরসিংদীর স্বনামধন্য সাংবাদিক বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্টি ও সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম কে।
নানা অনিয়মের কারণে নরসিংদী প্রেসক্লাবের অপসারিত সভাপতি মোরশেদ শাহরিয়ার প্রেসক্লাবের আহবায়ক কমিটির ৩ সদস্যসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে রোববার নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এই মিথ্যা মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে নরসিংদীর সাংবাদিক, সূধী ও বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে, সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
মামলার বিবরণে বলা হয়, অভিযুক্তরা অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নরষিংদী প্রেসক্লাবে জোরপূর্বক প্রবেশ করে মোরশেদ শাহরিয়ার ও সফিকুল মোহাম্মদ মানিক এর দিকে পিস্তল তাক করে টাকা ছিনিয়ে নেয়। প্রেসক্লাব ভাঙচুর করে ও আরও টাকা চাঁদা দেয়ার জন্য হুমকি দেয়। আসল ঘটনা হলো নানা অনিয়মের কারণে কার্যকরী সদস্যদের আপত্তিতে মোরশেদ মানিক কমিটি বাতিল করা হয় ও আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক নির্ভাচিত করা হয় নরষিংদরি সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক নিবারণ রায় কে। এই আহবায়ক কমিটি অতি শীঘ্রই নির্বাচনের ব্যবস্থা করবেন। মোরশেদ-মানিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন প্রেসক্লাবের অধিকাংশ সহযোগী। এরফলে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করা হয়। সে মামলার গতি-প্রকৃতি ভিন্ন দিকে প্রবাহিত করতেই বিশিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে। এই মিথ্যা মামলার খবর নরসিংদীর বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে নরসিংদী প্রেসক্লাবের অপসারিত সভাপতি মোরশেদ শাহরিয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুঁসে উঠেছে নরসিংদীর সাংবাদিক মহল ও সামাজিক সংগঠন। এই সাজানো মামলায় সাক্ষী হিসেবে পেশাদার-অপেশাদার কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা আদৌ এই সাজানো মামলার বিষয়ে অবগত রয়েছে কিনা তা সন্দিহান।

#
নরসিংদী
৩/৪/১৮ইং


Monday, April 2, 2018

নরসিংদী সিটি সেন্টারের ছাদে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা সৈকত কে

আদালতে জড়িত সোবহানের জবানবন্দি
নরসিংদী সিটি সেন্টারের ছাদে নির্মমভাবে পিটিয়ে
হত্যা করা হয় যুবলীগ নেতা সৈকত কে


তৌহিদুর রহমান: নরসিংদী পৌরসভা সংলগ্ন সিটি সেন্টারের ১৬ তলা ছাদে দড়ি দিয়ে বেধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শীলমান্দীর যুবলীগ নেতা সৈকত কে। এই খুনের সাথে জড়িত সোবহান আদালতে এই খুনের ঘটনায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার বিকেলে নরসিংদী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর খাস কামরায় এই জবানবন্দি রেকর্ড করা হয়। জড়িত সোবহান (৩০) নরসিংদী শহরের পশিচম দত্তপাড়া এলাকার রহিম মুন্সির ছেলে। সোবহানসহ এই ঘটনায় আরও ৯ জন জড়িত ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারনে সৈকতের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহযোগীরা তার উপর ক্ষুব্ধ হয়। এই রোষানলে নরসিংদী পৌরসভা সংলগ্ন সিটি সেন্টারের ১৩ তলা ছাদে ২৬ মার্চ সোমবার দুপরে শুরু হয় তার উপর নির্মম নির্যাতন। এভাবে রাত পর্যন্ত চলে নির্মম পিটুনি। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সৈকত। পড়ে তার মরদেহ শিবপুরের পুড়ান্দিয়া এলাকায় ফেলে রেখে আসে তারা। আদালতে ম্যাজিস্ট্রেট এর খাসকামরায় এ নির্মম ঘটনার লোমহর্ষক বর্ননা দেয় সোবহান। 
রুপন কুমার সরকার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় দোষীদের চিহ্নিত করে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয় সোবহান কে। গতকাল রোববার বিকেলে নরসিংদী সিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে সকল তথ্য প্রমাণ তার সামনে উপস্থাপিত করলে সে ঘটনার সব খুলে বলে। এরপর সে আদালতে জবানবন্দি দিতে রাজী হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে শুরু থেকেই কাজ করছি আমরা। উপযুক্ত তথ্য প্রমানের ভিত্তিতে খুনের সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। খুনের ঘটনার সাথে জড়িত সোবহান আদালতে জবানবন্দি দিয়েছে। এই মূহুর্তে মামলার তদন্তের স্বার্থে সোবহানের জবানবন্দী ও আমাদেও কাছে থাকা তথ্য প্রকাশ করা যাচ্ছে না। মূলহোতাদের গ্রেফতার করতে পারলেই এ খুনের সব জানা যেতে পারে।







#
২/৪/১৮ইং 

Sunday, April 1, 2018

নরসিংদীতে ৩৮ কেজী গাজাসহ ৪ জন কে আটক করেছে বেলাব থানা পুলিশ

নরসিংদীতে ৩৮ কেজী গাজাসহ ৪ জন কে 
আটক করেছে বেলাব থানা পুলিশ

তৌহিদুর রহমান: নরসিংদীর বেলাব থেকে ৩ কেজী গাজাসহ চার জন কে আটক করেছে থানা পুলিশ। রোববার দুপুরে ও বিকেলে বেলাব -ডোমরাকান্দি ব্রীজ ও দুই দফায় বেলাব বাজার থেকে এই গাজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো ভৈরব থানার কালপুর এলাকার মজিবর রহমানের ছেলে শরিফুল আলম (২০) একই এলাকার মৃত তোয়াব আলির ছেলে জামাল উদ্দিন (৩৫) একই থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার ছেলে রমজান ও সিএনজির চালক বাবু (২৫)। সার্কেল এএসপি বেলাল হোসাইন, ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ ও উপ-পরিদর্শক ফরিদ আহমেদ এই অভিযান চালায়।


বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুলিয়ারচর থেকে সিএনজি অটো রিকশায় কওে কয়েকজন মাদক ব্যবসায়ী বেশি পরিমাণে গাজা আসছে। এমন সংবাদের ভিত্তিতে মাটিয়াল পাড়ায় অবস্থান নেয় পুলিশ। সন্দেহভাজন ওই সিএনজিকে আটক করলে তার ভিতরে থাকা ২ জন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সিএনজি তল্লাশী করে ৩০ কেজি গাজা উদ্ধার করে ও ৪ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে জামালের দেয়া তথ্য অনুযায়ী  এএসপি সার্কেল বেলাল হোসাইনের উপস্থিথিতে বেলাব বাজাওে জামলে ভাড়া গোডাউন থেকে আরও ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


#
নরসিংদী।
১/৪/১৮ ইং

নরসিংদীতে পুলিশের চুরি যাওয়া অস্ত্র উদ্ধার, আটক ১

নরসিংদীতে পুলিশের চুরি যাওয়া অস্ত্র উদ্ধার, আটক ১

তৌহিদুর রহমান: নরসিংদীতে পুলিশ অফিসারের বাসা থেকে চুরি যাওয়া অস্ত্র উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। আজ রোববার সকালে নরসিংদী শহরের বানিয়াছল থেকে অস্ত্রটি উদ্ধার করেন মডেল থানার অপারেশন অফিসার মোজফফর হোসেন। অস্ত্র চুরির সাথে জড়িত উজ্জল মিয়াকে (২০) গ্রেফতার করা হয়েছে। সে নরসিংদী শহরের রাঙ্গামাটি মহল্লার মৃত হারুন মিয়ার ছেলে।
অপারেশন অফিসার মোজাফফর হোসেন জানান, অস্ত্রটি চুরি যাওয়ার পর থেকেই তা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছিল। তারই ধারাবাহিকতায় বিশ্বস্ত সূত্রে জানতে পারি উজ্জল মিয়া তালঅ ভেঙ্গে বিভিন্ন বাসা বাড়িতে চুরির সাথে জড়িত থাকতে পারে। তারপর তাকে সন্দেহজনকভাবে আটক কর হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র চুরির ঘটনা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক মোজাফফর হোসেন এর সহযোগীতায় অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র চুরির ঘটনায় উপ-পরিদর্শক আলমগীর হোসেনের দায়েরকৃত মামলায় উজ্জল মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।







#
নরসিংদী
১/৪/১৮