Sunday, July 31, 2016

নরসিংদীর বিনোদন কেন্দ্রে মোবাইল চুরির সাথে জড়িত 
গ্রেফতার ৩ জন ২ দিনের রিমান্ডে!

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে অবস্থিত বিনোদন কেন্দ্র ড্রীম হলিডে পার্কে মোবাইল চুরির সাথে জড়িত চোর চক্রের গ্রেফতার ৩ সদস্য কে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা রুপন কুমার সরকারের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন ব্যাক্তির চুরি হওয়া মোবাইল উদ্ধারের জন্যও নির্দেশ দেয় আদালত। ইতিমধ্যে তাদের কাছ থেকে ৭ টি দামী মোবাইল সেট ও ১ টি ট্যাব উদ্ধার করা হয়েছে। এবং প্রকৃত মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য,
নরসিংদীতে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।


তৌহিদুর রহমানঃ নরসিংদীতে একটি বিদেশি পিস্তলসহ ইমাম মাহাদী ওরফে শাওন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শাওন নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা গ্রামের আমির হোসেনের ছেলে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আঃ সালাম। 
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সাঈদুর রহমান সাঈদ জানান, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল  মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অবস্থান করছিল। এসময় শাওনকে আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীর ৫ দিনে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরন করা হয়েছে। 
#
তৌহিদুর রহমান, নরসিংদী
৩১/৭/১৬ ইং

Thursday, July 28, 2016

আজ ২৮ জুলাই নরসিংদীর কিংবদন্তি নেতা বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী!

আজ ২৮ জুলাই নরসিংদীর কিংবদন্তি নেতা বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী!

 তৌহিদুর রহমান, নরসিংদীঃ আজ ২৮ জুলাই নরসিংদীর কিংবদন্তি নেতা বিএনপির সাবেক মহাসচিব ও মণ্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী! এ উপলক্ষে তার জন্মস্থান শিবপুরের ধানুয়া গ্রামে কবরে পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা,স্মরণসভা ও দোয়া মাহফিলের অঅয়োজন করা হয়েছে।




আব্দুল মান্নান ভুঁইয়া ২০১০ সালের ২৮ জুলাই ঢাকার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।   ্ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি) থেকে ১৯৮০ সালে বিএনপিতে যোগ দেন। পরবর্তি সময়ে তিনি কৃষক দলের আহবায়ক, কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও বিএনপির যুগ্ন মহাসচিবের দায়িত্ব পালন করেন। এরপর পান পূর্ণ মহাসচিবের দায়িত্ব পান। দীর্ঘ ১১ বছর তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। মান্নান ভুইয়া নরসিংদী -৩ (শিবপুর) আসন থেকে চার চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মান্নান ভুঁইয়ার জন্ম ১৯৪৩ সালের ১ মার্চে । নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের আসাদনগর গ্রামে নানা সৈয়দ আলী পন্ডিতের বাড়িতে তার জন্ম।  
 পৈতৃক বাড়ি শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামে।   

Wednesday, July 27, 2016

নরসিংদীতে স্কুল ছাত্র শিশু অয়নকে অপহরনে পর হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদন্ড!

নরসিংদীতে স্কুল ছাত্র শিশু অয়নকে অপহরনে পর হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদন্ড!

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে চাঞ্চলকর শিশু অয়ন হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি’র আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেকে আসামীকে আরো এক লক্ষ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।  আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শামীম আহাম্মেদ এ আদেশ প্রদান করেন। নিহত স্কুল ছাত্র মো: হাসিবুল হাসান অয়ন (৬) ভেলানগর এলাকার সোহরাব হোসেনের ছেলে। সে নরসিংদী ব্রাক্ষন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র।
সাজা প্রাপ্ত আসামীরা হলো-ইয়াসিন খানের ছেলে সজিব  খাঁন (২২), খোরশেদ আলমের ছেলে শাকীল মিয়া (১৮) হযরত আলীম এর  ছেলে ইমরান (২০), আফতাব উদ্দিন ভ‚ইয়ার ছেলে শাশীম ওসমান (১৯),রুহুল আমিন মিয়ার ছেলে রুমেল মিয়া (১৮)। আসামীরা সবাই সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে ইমরান (২০) পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত।
আদালত সূত্র জানাযায়, ব্রাক্ষন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র অয়ন ২০১৩ সালের ২৬ মে বিকেলে বাসার সামনে খেলতে বের হয়। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঘটনার একদিন পর রুবেল নাম এক ব্যাক্তি ফোন করে অয়নকে অপহরন করা হয়েছে বলে জানায়। অপহরন কারীরা  মুক্তিপন হিসেবে তার পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা দাবী করেন। অন্যথায় তাকে হত্য করা হবে বলেও হুমকি দেয় দুবৃত্তরা । পরে বিষয়টি পুলিশকে জানিয়ে সদর মডেল থানায় অপহরন মামলা দায়ের করেন অপহৃত শিশুর পিতা সোহরাব হোসেন। এরই মধ্যে অপহরনের ৪দিন পর ঘোড়াশাল

নরসিংদীতে শিশু সজিব হোসেন অনয় হত্যার দায়ে ৫ জনের ফাসির আদেশ দিয়েছে আদালত!!

নরসিংদীতে শিশু সজিব হোসেন অনয় হত্যার দায়ে ৫ জনের ফাসির আদেশ দিয়েছে আদালত!!

তৌহিদুর রহমান,নরসিংদীঃ নরসিংদীতে শিশু সজিব হোসের অনয় হত্যার দায়ে ৫ জনের ফাসিঁর রায় দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেক কে আলাদা আলাদা ভাবে ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। আজ বুধবার দুপুর ১ ঘটিকায় নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক শামিম আহাম্মদ এই রায় প্রদান করেন। এসময় আদালতে ৪ আসামি উপস্থিত ছিল। অপর ১ আসামী ঘটনাপর পর থেকে পলাতক রয়েছে। সাজা প্রাপ্ত আসামীরা হলো নরসিংদী সদর উপজেলার বদর পুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে সজিব খান(২২),  একই এলাকার খোরশেদ আলম স্বপন এর ছেলে  শাকিল মিয়া (১৮), হযরত আলির ছেলে ইমরান(২০), আফতাব উদ্দিনের ছেলে শামীম ওসমান(১৯) এবং রুহুল আমিনের ছেলে রুবেল মিয়া (১৮)। ঘটনার পর থেকেই ইমরান  মিয়া পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা খুনের সাথে জড়িত ছিল বলে আদালতে ১৬৪ ধারায় জবা
ন বন্দি দিয়েছে। রায় শেষে তাদের কে নরসিংদী জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

Tuesday, July 26, 2016

একই পরিবারের ৩ বোনের সাথে দৈহিক সম্পর্ক! (অশ্লীল ছবি ও ভিডিও তুলে ব্লাকমেইল করার চেষ্টা)

একই পরিবারের ৩ বোনের সাথে দৈহিক সম্পর্ক!
(অশ্লীল ছবি ও ভিডিও তুলে ব্লাকমেইল করার চেষ্টা)
অভিনব এই লম্পট নরসিংদী গোয়েন্দা পুলিশের হাতে আটক!

তৌহিদুর রহমান, নরসিংদীঃ নরসিংদী গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে বহু নারীর সর্বনাশ কারী এক ভয়ংকর লম্পট। ফেসবুক ও ফোনের মাধ্যমে মেয়েদের সাথে পরিচিত হয় সে। তারপর নান ছলনায়  দৈহিক সম্পর্ক স্থাপন করে তার ছবি ও ভিডিও সংরক্ষন করে রাখে। সেই ভিডিও ছবি প্রকাশ করার হুমকি দিয়ে বিভিন্ন ভাবে ব্লাকমেইল করে আসছিল সে। অবশেষে, নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা খেল এই লম্পট। গত রোববার সকালে নরসিংদীর ড্রীম হলিডে পার্কের সামনে থেকে তাকে আটক করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আঃ গাফফার। এসময় সে এক মেয়েকে অশ্লীল ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে তার সাথে পার্কে দেখা করার জন্য এসেছিল। আটককৃত লম্পটের নাম কাইয়ুম (২৬), সে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার খাইলশা গ্রামের আব্দুল মজিদের ছেলে। আটক হওয়ার পর তার ব্যাবহৃত মোবাইল ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বহু নারীর সাথে তার অবৈধ সম্পর্কের প্রমান পেয়েছে পুলিশ। প্রেম-ভালবাসার অভিনয় করে প্রতারনা করায় ও দৈহিক সম্পর্ক স্থাপন করায় তার বিরুদ্ধে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন রানী(ছদœনাম) নামের নরসিংদীর এক মেয়ে। 

মামলা ও গোয়েন্দা পুলিশ দেওয়া তথ্যমতে জানা গেছে, লম্পট কাইয়ূম ২০০৭ সাল থেকে মালয়েশিয়ায় চাকুরী করতো। সেখানে থাকা অবস্থায় সে রানীর(মামলার বাদী) কলেজ পড়–য়া ছোট বোন সামসুন নাহার (ছদœনাম) এর সাথে ফোনে পরিচিত হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম ভালবাসার সম্পর্ক গড়িয়া উঠে। এর ২ বছর পর ২০০৯ সালে সে বাংলাদেশে আসে সে। আসার পর তাকে বিয়ের প্রলোভনে ঢাকা ও বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। লম্পট কাইয়ূম কৌশলে সেই সময়ের অন্তরঙ্গ মূহুর্তের ছবি ও ভিডিও মোবাইল ফোনে সংরক্ষন করে। ছোট বোনর সাথে সম্পর্ক চলাকালীন সে তার বড় বোন মামলার বাদী রানীর সাথেও ফোনে কথা বলা শুরু করে। ফোনে কথাবার্তা চলার এক পর্যায়ে কাইয়ুমের সাথে ঘনিষ্ঠ হয় রানী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক স্থাপন তৈরী হয়। তারপর তারা এক অপরের ঘনিষ্ট হয়। সেই সময়ের অন্তরঙ্গ ছবি ও ভিডিও কৌশলে তুলে নেয় লম্পট কাইয়ূম। এবং তার সাথে সম্পর্ক না রাখলে তার ও তার ছোট বোনের ছবি ফেসবুকে প্রকাশ করার হুমকী দেয়। এর কিছু দিন পর সে মালয়েশিয়া চলে যায়। সেখানে থাকাকালীন সে রানীকে ফোনে নানা ভাবে বিরক্ত করে মানষিক যন্ত্রণা দিতো বলে মামলায় উল্লেখ করা হয়। গত ৫ জুলাই সে পুনরায় বাংলাদেশে আসে এবং রানীকে তার সাথে মিলিত হবার জন্য বারবার ফোন দিতে থাকে। তা নাহলে সে বিভিন্ন প্রচার মাধ্যমে তার ও তার ছোট বোনের অশ্লীল ভিডিও প্রকাশ করার হুমকি দেয়। এক পর্যায়ে সে ফেসবুকে ২ টি ফেক আইডি খুলে কয়েকটি আপত্তিকর ছবি প্রকাশ করে। তার হুমকিতে ভীত হয়ে তার সাথে দেখা করার জন্য রাজী হয় রানী। স্থান নির্ধারন করা হয় নরসিংদীর পাচদোনায় অবস্থিত ড্রীম হলিডে পার্ক। নওমুসলীম স্বামীর সাথে আলোচনা করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আঃ গাফফারের সাথে সব বিষয় তুলে ধরে সাহায্য চায় রানী।  কথামত ২৪ জুলাই সকালে পার্কের সামনে দেখা করে রানী ও লম্পট কাইয়ূম। সেখানে দেখার করার পর রানীকে পার্কের ভিতর যাওয়ার জন্য জোর করতে থাকে কাইয়ূম। এসময় আগে থেকেই উৎ পেতে থাকা গোয়েন্দা পুলিশের দল তাকে আটক করে। তাকে াটক করার পর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তার ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তার ব্যবহৃত ২ মোবাইল ফোনটিতে বিভিন্ন বয়সী মেয়েদের নগ্ন ও অর্ধনগ্ন ছবি পাওয়া যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শুধু রানী ও সামসুন নাহার নয় তাদের আরেক ছোট বোন যে ভৈরবের একটি কলেজে পড়ে তার সাথেও অনুরুপভাবে দৈহিক সম্পর্ক স্থাপন করে। এছাড়া তার ফেসবুক ও ম্যাসেঞ্জার পর্যালোচনা করে বিভিন্ন মেয়ে ও মহিলা এমনকি তার বাড়ির আশেপাশের ভাবিদের সাথেও তার অবৈধ সম্পর্ক রয়েছে। গোয়েন্দা পুলিশ ধারনা করছে, সে একজন ভয়ংকর নারী লোভী, প্রেম ভালবাসার অভিনয় করে সে বহু নারীর সাথে প্রতারনা করে আসছে। 
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের  উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ, তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পাওয়া অশ্লীল ছবি, ভিডিও তার ফেসবুক থেকে পাওয়া বিভিন্ন ছবি বার্তা থেকে বুজা গেছে, সে একজন সিরিয়াল ধর্ষক ও নারী লোভী লম্পট। তবে সে বিভিন্ন ছল-চাতুরী করে এই কাজ করে আসছিল যার ফলে সে এতদিন পার পেয়ে গেছে। এবার এক মেয়ে নিরুপায় হয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে বলেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন্ করেছি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে বহু মেয়ের আপত্তিকর ছবি, ভিডিও এবং কত গুলি মেয়ের সাথে প্রতারনা করেছে তা জানা সম্ভব হতে পারে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৬/৭/১৬ইং   

Monday, July 25, 2016

নরসিংদীর পলাশে ইয়াবাসহ দীপ্ংকর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

নরসিংদীর পলাশে ইয়াবাসহ দীপ্ংকর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  থানা পুলিশ।
নরসিংদীর পলাশে  ইয়াবা ট্যাবলেটসহ দীপ্ংকর  দাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ। সোমবার সকালে পলাশ থানার উপ-পরিদর্শক মাহাবুব ইসলাম জিনারদী ইউনিয়নের কোড়াইতলী নামক স্থান থেকে তাকে আটক করে।এসময় তার কাছ থেকে 6 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
আটককৃত দীপংকর দাস জিনারদী ইউনিয়নের কোড়া্লাইতলী গ্রামের ইন্দ্র দাসের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত দীপ্ংকর দাস দীর্ঘদিন যাবৎ পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবার ব্যবসা করে আসছে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এসআই মাহাবুব তাকে ৬ পিস ইয়াবাসহ আটক করে।
পলঅশ থানা্র উপ-পরিদর্শক মাহাবুব ইসলাম জানান, দীপংকর উয়াবা বেচা কেনার সাথে জড়িত। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে।  এব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত দীপ্ংকরের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হবে।
তৌহিদুর রহমান,নরসিংদী

Sunday, July 24, 2016

নরসিংদীর বেলাবতে ২য় শ্রেণীর ছাত্রী কে ধর্ষণ!


তৌহিদুর রহমান,নরসিংদী
: নরসিংদীর বেলাবতে দ্বিতীয় শ্রেণীর এক শিশু ছাত্রীকে (৮) ধর্ষণের ঘটনা ঘটেছে। মেয়েটি আহত অবস্থায় প্রথমে বেলাব উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার চরবেলাব গ্রামের একটি পাটক্ষেতে এই ঘটনা ঘটে।
নির্যাতিত শিশুটি স্থানীয় চর লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এবং একই এলাকার এক প্রবাসীর মেয়ে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ আমিরুল হক শামীম বলেন, নির্যাতনের ঘটনায় বাচ্চা মেয়েটি খুবই আতংকিত। এর ফলে সে মানুষ দেখলেই

নরসিংদীতে ট্রলারডুবির ঘটনায় থানায় মামলা!

নরসিংদীতে ট্রলারডুবির ঘটনায় থানায়  মামলা!

তৌহিদুর রহমান  ঃ নরসিংদীর জঙ্গি শিবপুরে ট্রলারডুবিতে ৫ শিশু সহ ৯জনের মৃত্যুর ঘটনায় রায়পুরা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে রায়পুরা উত্তর বাখননগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
শনিবার সকালে ১১টার দিকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার ঘাটে হতে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গণি শাহের মাজারের যাচ্ছিল। নৌকাটির ইঞ্জিন চালু করার সাথে সাথে নদীর ঘাটের কিনারায় একটি গাছের ডালের সাথে ধাক্কা লাগে। এসময় নৌকার লোকজন নড়াচাড়া শুরু করলে নৌকাটি ঘাটের কিনারাই উল্টে ডুবে যায়। এসময় বেশকিছু লোকজন সাতরিয়ে তীরে উঠতে পারলেও ৪ শিশু সহ ৫ জন পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে একে একে আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজারুল ইসলাম জানিয়েছেন, হতাহতের ঘটনায় উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।

#
তৌহিদুর রহমান, নরসিংদী।
২৪-৭-১৬ইং

Saturday, July 23, 2016

নরসিংদীর রায়পুরায় আঁড়িয়াল-খা নদীতে ট্রলার ডুবি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ে প্রান গেল ৫ শিশু সহ ৯জনের

নরসিংদীর রায়পুরায় আঁড়িয়াল-খা নদীতে ট্রলার ডুবি
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ে প্রান গেল ৫ শিশু সহ ৯জনের

তৌহিদুর রহমান, নরসিংদী :  অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নরসিংদীর রায়পুরায়  আঁড়িয়াল-খা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ শিশু সহ ৯জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার জংলী শিবপুর বাজার ঘাটে এই দূর্ঘটনা ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত হয়। নিহত হওয়ার খবরে কান্নার রোল পড়ে ¯^জনদের। শোকে মুহমান হয়ে পড়ে  গোটা এলাকা। ¯^জনদের আত্মনাদে ভাড়ী হয়ে উঠে এলাকার পরিবেশ।
নিহতরা হলেন বারৈচা গ্রামের মিলন মিয়ার মেয়ে মার্জিয়া (৩),একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব (১৩), আক্তার হোসেনের ছেলে স¤্রাট (৪), রবিউল আক্তারের মেয়ে সুমাইয়া (৫), সুন্দর আলী মেয়ে জেরিন (৮) ও রবিউল্লার স্ত্রী মালা বেগম (৭০),চর মরজাল গ্রামের মৃত মিয়া বক্সের মেয়ে ফুলেসা বেগম (৫০), দেওয়ানের চর গ্রামের মৃত: ফজর আলীর মেয়ে বিবি মালদারের নেছা (৮০), একই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ১১টার দিকে রায়পুরা উপজেলার বারৈচা,দেওয়ানেরচর সহ আশপাশ এলাকার নারী, পুরুষ ও শিশু সহ প্রায় শতাধিক লোক জংলী শিবপুর বাজার ঘাট থেকে  নৌকা যোগে
 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা গণিশাহর মাজারে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেয়। নৌকাটির ইঞ্জিন চালু করার সাথে সাথে নদীর ঘাটের কিনারায় একটি গাছের ডালের সাথে ধাক্কা লাকে। এসময় নৌকার লোকজন নড়াচাড়া শুরু করলে নৌকাটি ঘাটের কিনারায়ই উল্টে ডুবে যায়। এসময় বেশকিছু লোকজন সাতরিয়ে তীরে উঠতে পারলেও তাৎক্ষনিক ৪ শিশু সহ ৫ জন মারা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে একে একে আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।  উদ্ধার করা হয় ডুবে যাওয়া নৌকাটিও। বেলা সাড়ে ১২টার দিকে দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা ভীড় জমায় নদী পাড়ে। বেলা ৩টার দিকে ঢাকা থেকে ডুবরীর একটি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে অংশ নেয়।
বারৈচা,দেওয়ানের চর ও চর বেলাবো সহ তিনটি গ্রামের ৯ জনের মধ্যে বারৈচা গ্রামের ৬জন নিহত হয়।  এক সাথে এক গ্রামে এত মৃতের ঘটনায় শোকে বিহব্বল হয়ে পড়ে পুরো এলাকাবাসী। ¯^জনদের আত্মনাদে পুরো গ্রামের বাতাস ভাড়ী হয়ে উঠে।
এদিকে খবর পেয়ে  অতিনিক্ত জেলা প্রশাসক সার্বিক জেনারেল খন্দকার নূরুল হক,রায়পুরা,উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল মতিন, বেলাবো উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে হাবিবা,রায়পুরা থানার ওসি আজাহারুল ইসলাম,ওসি তদন্ত মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
 ঘটনার প্রত্যক্ষদর্শী অলি মিয়া জানিয়েছেন,ধারন ক্ষমতার প্রায় ৩ গুন যাত্রী নিয়ে নৌকাটি গণি শাহ্র মাজারে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেয়। নৌকাটির ইঞ্জিন চালুর সাথে সাথে নৌকাটি হেলে পড়েন। লোকজন নড়াচড়া করতে থাকলে এক পর্যায়ে নৌকাটি নদীতে উল্টে ডুবে যায়।
নিহত জেরিনের পিতা ও দূর্ঘটনায় কবলিত ট্রলারের যাত্রী সুন্দর আলী বলেন,  অতিরিক্ত যাত্রী উঠার কারনেই আমি আমার সোনা মানিককে বাচাতে পারিনি। নৌকাটি উল্টে যাওয়ার পর হৈচৈ আর ধাক্কা-ধাক্কিতে শিশু ও বৃদ্ধারা নদীতে তলীয়ে যায়। জীবন বাচানোর তাগিতে কারো খোজ কেউ নিতে পারেনি। পরে নদীর তল থেকে আমার মানিকরে তুলে আনি।
অপর প্রত্যক্ষদ্যর্শী রফিক মিয়া বলেন,প্রতিবছরই বারৈচা,দেওয়ানেরচর সহ আশপাশ গ্রামের লোক জন গনিশাহ্র মাজার জিয়ারতের উদ্যেশে নবীনগর যায়। এবারও যাচ্ছিল। এরই মধ্যে দূঘটনা।
নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন,ঘটনাটি অত্যন্ত কষ্ট দায়ক  এবং দু:খ জনক। কারন এক সাথে এত মানুষের মৃত্যু মেনে নেয়া যায় না। ঘটনার পর পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কর্মকান্ডের সকল ব্যাবস্থা নেয়া হয়। একই সাথে দাফনের জন্য তাৎক্ষনিক ভাবে নিহত ৯ পরিবারের প্রত্যেকে  পাচ হাজার টাকা ও ২০ কেজি চাল দেয়া হয়েছে। এবং বিনা ময়না তদন্তে  পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী।
২৩-৭-১৬ইং

নরসিংদী থেকে জঙ্গি সন্দেহে আটক রুমা মানসিক ভারসাম্যহীন!!

নরসিংদী থেকে জঙ্গি সন্দেহে আটক রুমা মানসিক ভারসাম্যহীন!!

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট হামলার ঘটনায় জড়িত সন্দেহে রুমা আক্তার (৩২) নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার গভীর রাতে নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরখুপি গ্রাম থেকে রুমাকে আটক করা হয়। তবে রুমার স্বজনরা জানিয়েছেন, রুমা জঙ্গি নয়, মানসিক ভারসাম্যহীন
পুলিশ জানিয়েছে, গত জুলাই জঙ্গি হামলার সময় গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানের সামনে থেকে সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে যে নারীকে দেখা যায়, তিনিই রুমা
গত বুধবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরখুপি গ্রামে তাঁর বোন সাবিনা আক্তারের বাড়ি থেকে রুমাকে আটক করে। রুমা একই জেলার পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। রুমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তাঁর নাম শাহাবুদ্দিন বুদু মিয়া
চরখুপি গ্রামে গিয়ে জানা যায়, রুমা আক্তার ঢাকায় বাড্ডা বা নতুন বাজার এলাকায় থাকতেন। স্বজনসহ গ্রামের অধিকাংশ মানুষ দাবি করেন, রুমার মানসিক অবস্থা ঠিক নেই। নয় বছর আগে রুমার স্বামী তাঁকে ছেড়ে চলে যান। এর পর থেকেই রুমা আর স্বাভাবিক নেই। রুমার এর আগেও একটি বিয়ে হয়েছিল। শ্রাবণ খান নামে একটি ছেলে আছে রুমার। শ্রাবণ তার বাবার কাছে থাকে
স্বজনরা জানান, ঢাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন রুমা। তবে নিয়মিত না। ইচ্ছে না হলে বেরিয়ে যান। গত বছরের ১৬ ডিসেম্বর গৃহপরিচারিকার কাজ নিয়ে দুবাই যান। তবে তিন মাস পর ফিরে আসেন
আমার বোন মানসিক প্রতিবন্ধী
রুমার বোন সাবিনা আক্তার জানালেন, রুমা একজন মানসিক প্রতিবন্ধী। নয় বছর আগে রুমার দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু পরে জানা যায়, ওই স্বামীর আরেকটি স্ত্রী আছে। ওই স্ত্রী পরে এসে রুমার স্বামীকে নিয়ে যায়। সংসারের ওই ভাঙনের পর থেকেই রুমা অস্বাভাবিক আচরণ করতে থাকেন
ঘটনার দিন হোটেল আর্টিজানের সামনে রুমার চলে আসার ব্যাপারে সাবিনা বলেন, ‘ওই দিকে ছিল। ওই দিকে ঘুরাফেরা করে। অমুক-তমুকের কাছে ১০ টাকা নেয়। ওর কিছু বখাটে বন্ধুবান্ধবও আছে। কিন্তু একদম রাস্তার পাগলের মতো। কুড়িয়ে খাবারও খায়। আমাদের মাঝে মাঝে ফোন দেয়, বলে আমি অমুক এলাকায়, মোবাইলে টাকা লাগবে, আমাকে একটু খাবার লাগবে।

সাবিনা বলেন, ‘এটা তো আবাসিক এলাকা। ভিআইপিদের এলাকা। প্রায় সব বাড়িতে সিসিটিভি আছে। আমার ধারণা, ওই ক্যামেরায় আংশিকভাবে রুমাকে দেখা যায়। এমনও হতে পারে ওই এলাকায় দাঁড়িয়ে অন্যদের সঙ্গে ফোনে বলছিল। ঘটনা এটাই।সাবিনা বলেন, ‘ওই দিন ঘটনার পর আমি রুমাকে ফোন দেই। আমি শুনেছি রুমা নতুন বাজার বা বাড্ডায় থাকে। ফোনে বললাম গুলশানে ঝামেলা হচ্ছে, ওদিকে যাইস না। রুমা আমাকে বলে, আপা আমি তো ওখানেই ছিলাম। যে জায়গায় ঘটনা হয়েছে, ওইদিকে কিছুক্ষণ আগে বসে চা খেয়েছি। চা শেষ করে যাওয়ার সময় বুঝতে পারি, ব্যাপারটা অনেক বড়। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ও এ রকম একটা মানুষ রাত-বিরাতে বের হয়ে যায়। নিজের প্রতি কোনো যত্নই নেয় না।’  

সাবিনা জানান, গত নয় বছর ধরে তাঁর এ অবস্থা। একবার কেরোসিন তেল ঢেলে নিজের শরীরে আগুন লাগিয়ে দেন। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়।
সাবিনা বলেন, ‘বোনটা ওদিকে ঘুরাঘুরি করছিল। তাই ধরা পড়েছে ফুটেজ ক্যামেরায়। এর ওপর ভিত্তি করে সবাই ওকে ধরছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত হোক। আমার বোনটা মুক্তি পাক, এটাই চাই।’
রুমার বাবা শাহাবুদ্দিন বুদু মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, ‘তদন্ত হোক। যদি জড়িত থাকে, তবে তার শাস্তি  হোক।’
গ্রামের বাসিন্দারাও দাবি করেন, রুমার মানসিক অবস্থা ঠিক নেই। একাধিক বাসিন্দা বলেন, মেয়েটা ভালো। কেবল মাথায় একটু সমস্যা আছে। এই ভালো, আবার এই খারাপ ব্যবহার করা শুরু করে। মানসিকভাবে অসুস্থ ছিল বলেই রুমা ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল।
গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এ ছাড়া জঙ্গিদের গ্রেনেডে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হন পাঁচ হামলাকারী ও রেস্তোরাঁর এক কর্মী।
গুলশানে ওই রেস্তোরাঁয় হামলায় জড়িত সন্দেহভাজন চার ব্যক্তির ছবি গত ১৯ জুলাই প্রকাশ করে র‍্যাব। ঘটনার দিন হলি আর্টিজানের আশপাশের এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে চারজনের ছবি প্রকাশ করা হয়।

নরসিংদীর রায়পুরা উপজেলার জংলি শিবপুরে আড়িয়াল খাঁ নদীতে নৌকা ডুবিতে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোজ রয়েছে আরও ৭ জন।

নরসিংদীর রায়পুরা উপজেলার জংলি শিবপুরে আড়িয়াল খাঁ  নদীতে নৌকা ডুবিতে এখন পর্যন্ত ৯  জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোজ রয়েছে আরও ৭ জন। 

নরসিংদীর রায়পুরা উপজেলার জংলি শিবপুরে আড়িয়াল খাঁ নদীতে নৌকা ডুবিতে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোজ রয়েছে আরও ৭ জন।

নরসিংদীর রায়পুরা উপজেলার জংলি শিবপুরে আড়িয়াল খাঁ  নদীতে নৌকা ডুবিতে এখন পর্যন্ত  ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোজ রয়েছে আরও ৭ জন। 

Thursday, July 21, 2016

নরসিংদীতে পাচারের সময় ৫০ বোতল ফেনসিডিল সহ দুই নারী কে গ্রেফতার করেছে পুলিশ

নরসিংদী  ঃ নরসিংদীতে অভিনব উপায়ে পাচারের সময় ৫০ বোতল ফেনসিডিলসহ ২ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের পৌর শিশু পার্কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নরসিংদীর রায়পুরা উপজেলার চম্পকনগর গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩০)ও বি-বাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে মমতাজ বেগম (৩৫)।


পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী পৌর শিশু পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেনসিডি
সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, কোন মাদক ব্যবসায়ীর কাছে পৌছে দেওয়ার জন্যই তারা এই ফেনসিডিল গুলো নিয়ে অবস্থান করছিল । তাদের কে ফেনসিডিলসহ গ্রেফতার করে থানা হাজতে আটক রাখা হয়েছে । তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
ল পাচার হতে পারে বলে জানতে পায় পুলিশ। এমন খবরের ভিত্তিত্বে সদর মডেল থানার উপ-পরিদর্শক তাপস কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখানে দাড়িয়ে থাকা ওই মহিলাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় একজনের হাতে থাকা একটি ব্যাগে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তারপর তাদের আটক করে থানায় নেওয়া হয় এবং সেখানে নারী কনস্টেবল দিয়ে অপর মহিলার দেহ তল্লাশী করে অভিনব উপায়ে শরীরে সাথে বাধা আরও ৩০ বোতল ফেনসিডিল পাওযা যায়।

রাজাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র দূর্জয় হত্যায় সহপাঠীদের মানববন্ধন।

রাজাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  ৩য় শ্রেনীর ছাত্র দূর্জয় হত্যায় সহপাঠীদের মানববন্ধন


রাজাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  ৩য় শ্রেনীর ছাত্র দূর্জয় হত্যাকান্ডের খবরে বিক্ষোভে ফুসে উঠেছে নিহতের সহপাঠী শিক্ষক-শিক্ষকা সহ স্কুলের শিক্ষার্থীরা। বিচারের দাবীতে তৎক্ষনিক রাস্তায় নেমে আসেন তারা। খুনিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় খুনিদের গ্রেপ্তারের দাবী জানানো হয়। এসময় বক্তব্য রাখেন রাজাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দীপক সাহা।
রাজাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি সাহা বলেন,নির্মম এ হত্যাকান্ড মেনে নেয়া যায়না। তাই খুনিদের এমন শাস্তি দেয়া হউক যা দেখে অপরাধীরা ভয় পাবে।

Wednesday, July 20, 2016

নরসিংদীতে অপহরনের ৩দিন পর বাড়ির পাশের কলা বাগান থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার!

নরসিংদীতে অপহরনের ৩দিন পর বাড়ির পাশের কলা বাগান থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার

তৌহিদুর রহমান, নরসিংদী  নরসিংদীতে অপহরনের  ৩  দিন পর বাড়ির পাশের কলাবাগান থেকে তৃতীয় শ্রেণীর
ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজার্দী গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রের নাম দূর্জয় দাস মরন (১১)। সে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য বিজন কুমার দাসের ছেলে। এই ঘটনায় সুমন নামের এক ব্যাক্তি কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়,

নরসিংদীতে জঙ্গি হামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৫ কিঃমিঃ মানববন্ধন

নরসিংদীতে জঙ্গি হামলা, সন্ত্রাস  ও নৈরাজ্যের প্রতিবাদে ৫ কিঃমিঃ  মানববন্ধন

তৌহিদুর রহমান, নরসিংদী ঃ নরসিংদীতে দেশব্যাপী জঙ্গি হামলা সন্ত্রাস  ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগ,জেলা যুবলীগ ও জেলা শ্রমিকলীগ এর উদ্যেগে পৌর শহরের আরশীনগর হইতে ঢাকা-সিলেট মহাসড়কের  সাহেপ্রতাপ পযর্ন্ত দীঘ ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই মানববন্ধ কমসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন
নরসিংদীতে পুকুরে পড়ে এক শিশুর মুত্য।

তৌহিদুর রহমান নরসিংদী ঃ নরসিংদীতে বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৬ বছর বয়সী এক ছেলে শিশুর। তার নাম মো. ইসমাইল হোসেন, সে নরসিংদীর শিবপুর উপজেলার বংশীরদিয়া এলাকার মো.অমানউল্লাহর ছেলে। আজ সকাল ১১ টায এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও ¯^জনদের সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই অন্য ছেলে-মেয়েদের সাথে খেলাধুলা করছিল ইসমাইল। এসময় পাশের একটি পুকুরে পড়ে যায় সে। ছোটরা তাকে উদ্ধার করতে না পেরে চিৎকার দেয়। পরে আশেপাশের লোকজন তাকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ৬ বছর বয়সী শিশুর মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন তার ¯^জনরা । এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

#
২০/৭/১৬ ইং

নরসিংদীতে টাকা চুরির দায়ে শিশুকে গাড়ির সাথে বেধে
পিটানোর ঘটনায় গাড়ির চালক গ্রেফতার।


তৌহিদুর রহমান,নরসিংদীঃ  নরসিংদীতে টাকা চুরির দায়ে এক কিশোর কে গাড়ির সাথে বেধে পিটানোর ঘটনায় সুজন (৩৮) নামের এক  গাড়ি চালক কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সে সদর উপজেলার কাজিরকান্দি এলকার জাহের আলির ছেলে। গতকাল মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ রফিক হোসেন তাকে গ্রেফতার করেন।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ জুন নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় ৮০০ টাকা চুরির দায়ে একটি ট্রাকের সাথে বেধে পিাটানো হয় কিশোর পারভেজ কে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। সামান্য টাকার জন্য প্রকাশ্যে গাড়ির সাথ বেধে নির্মম ভাবে পিটানো মানুষের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। আহত কিশোর পারভেজ এর মা পারভিন আক্তার গত ১৮ জুলাই বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ। তাকে ধরতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ, এক পর্যায়ে নরসিংদীর পাচদোনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদী  জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মারধরের ভিডিও টি প্রচার হয়। ভিডিওটি পুলিশ সুপারের নজরে আসলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পুলিশি নিরাপত্তায় কিশোরে মা থানায় অভিযোগ দায়ের করেন। এবং তাকে আমরা দ্রুত গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি।
তৌহিদুর রহমান/20/7/16

Monday, July 18, 2016

সন্ত্রাসী হামলায় মনোহরদীতে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টায় এলাকাবাসীর প্রতিবাদসভা ও মানববন্ধন।

সন্ত্রাসী হামলায় মনোহরদীতে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টায় এলাকাবাসীর  প্রতিবাদসভা ও মানববন্ধন।

তৌহিদুর রহমান, নরসিংদী ঃ পূর্ব শত্রæতার জের ধরে নরসিংদীর মনোহরদীতে গত ১২ জুলাই শফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষককে নির্মম ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। কৃষক শফিকুলের বাড়ি  মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বীরমাইজদিয়া গ্রামে। শফিকুল ইসলাম মনোহরদী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই  ঘটনায় শফিকুলের স্ত্রী মোছা:সোনিয়া আক্তার বাদি হয়ে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করে।
 মামলার বিবরণী, পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত ১০ জুলাই চাচাত ভাই

গাজীপুরে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি !

গাজীপুরে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি !

তৌহিদুর রহমান ঃ গাজীপুরে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাই মো. রায়হান উদ্দিনকে (২৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের আদালত এ রায় দেন।

একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্য একটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।  

দণ্ডপ্রাপ্ত আসামি মো. রায়হান উদ্দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান

Saturday, July 16, 2016

নরসিংদীর মাধবদীতে ৮০ টাকার জন্য 
এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা।

তৌহিদুর রহমান, নরসিংদী ঃ নরসিংদীর মাধবদীতে দোকান বাকির ৮০ টাকার জন্য খোরশেদ মিয়া (২৫) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে ও হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় মাধবদীর নওপাড়ায় ঘটে এই নৃশংস ঘটনা। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৫ জন। নিহত খোরশেদ সদর উপজেলার নওপাড়ার মঠ বাড়ীর শামসুল আলমের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, এলাকার নাসির মিয়ার মুদির দোকান থেকে ৮০ টাকা বাকী রেখেছিল নিহত খোরশেদ মিয়ার ছোট ভাই বাছেদ মিয়া। গত শুক্রবার ¯^ন্ধায় খোরশেদ নাসির মিয়ার দোকানে

Thursday, July 14, 2016

নরসিংদীতে বিদেশী মদ ও বিয়ার সহ সাবেক পৌর চেয়ারম্যনের ছেলে সহ গ্রেপ্তার ২


নরসিংদীতে বিদেশী মদ ও বিয়ার সহ সাবেক পৌর চেয়ারম্যনের ছেলে  সহ গ্রেপ্তার ২

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে ৩৩৬ ক্যান বিদেশী বিয়ার ও মদ সহ সাবেক পৌর চেয়াম্যনের ছেলে  সহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে শহরের দত্তপাড়া এলাকায় মেসার্স সরকার ট্রেডার্সে অভিযান চালিয়ে মদ ও বিয়ার সহ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছেন, মাদকের একটি বড় চালান নরসিংদী শহরে আসছে এমন একটি তথ্য পায় পুলিশ। এমন খবরের ভিত্তিত্বে সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল শহরের দত্তপাড়া মহল্লায় অবস্থিত সরকার ট্রেডার্সে অভিযান চালায়। এসময় সেখানে থাকা ৩৩৬ ক্যান বিদেশী বিয়ার ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় নরসিংদী পৌর সভার  সাবেক চেয়ারম্যান মৃত আবুল হায়াত সরকারের ছেলে, সাদেকুর রহমান অপু (৩০) ও দীপ মিয়া (২৮) নামে দুই জনকে গ্রেপ্তার করে।
সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা  বলেন, বিভিন্ন স্থানে বিক্রর উদ্যেশে তারা এই মাদক মজুদ করেছিল। তারা মাদকসেবী এবং মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।


তৌহিদুর রহমান,নরসিংদী।
১৪-৭-১৬ ইং

দুই একজন পুলিশ মারা গেলেও জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ থেকে পুলিশ বাহিনীকে দমানো যাবেনা।

-পুলিশ সুপার নরসিংদী

জঙ্গিবাদ বিষয়ে সবাইকে সচেতন করতে নরসিংদী পুলিশের ক্যাম্পেইন শুরু।

নরসিংদীতে বাসের হেলপারের পিটুনিতে স্কুল ছাত্র নিহত।

নরসিংদীতে বাসের হেলপারের পিটুনিতে স্কুল ছাত্র নিহত।
তৌহিদুর রহমান, নরসিংদী ঃ নরসিংদীর মনোহরদীতে নয় দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে  না ফেরার দেশে চলে গেলেন অষ্টম শ্রেনীর স্কুল ছাত্র জিহান (১৪)। আজ বৃহস্প্রতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে জিহানের লাশ বাড়ীতে এনে দাফন করা হয়েছে। জিহান মনোহরদী উপজেলার শুকুন্দী গাছুয়ারকান্দা গ্রামের প্রবাসী মোস্তফা কামাল ও সাবেক ইউপি সদস্যা সেলিনা বেগমের ছোট ছেলে। সে শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমীর অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। তার এ করুণ মৃত্যুতে সহপাঠী, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  ঈদের দিন আনন্দ উপভোগ করতে বন্ধুদের সাথে ভৈরব ব্রিজ ও আশপাশের এলাকায় বেড়াতে যায় জিসান। বেড়ানো শেষে সেখান থেকে বাসে করে

Sunday, July 3, 2016

নরসিংদীতে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নরসিংদীতে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

তৌহিদুর রহমান,নরসিংদীঃ- নরসিংদীতে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম তৈয়বুর(৪৫)। সে নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানাধীন টাংগাই এলাকার