Wednesday, July 20, 2016

নরসিংদীতে অপহরনের ৩দিন পর বাড়ির পাশের কলা বাগান থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার!

নরসিংদীতে অপহরনের ৩দিন পর বাড়ির পাশের কলা বাগান থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার

তৌহিদুর রহমান, নরসিংদী  নরসিংদীতে অপহরনের  ৩  দিন পর বাড়ির পাশের কলাবাগান থেকে তৃতীয় শ্রেণীর
ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজার্দী গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রের নাম দূর্জয় দাস মরন (১১)। সে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য বিজন কুমার দাসের ছেলে। এই ঘটনায় সুমন নামের এক ব্যাক্তি কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়,
গত ১৮ জুলাই বিকাল ৪ টায় বাড়ি থেকে বের হয় দূর্জয় দাস। এর পর রাতেও সে বাড়ি ফেরেনি । কোথাও তার কোন কোন খবর না পেয়ে থানায় সাধারন ডায়েরী করেন তার বাবা বিজন কুমার দাস। তিনি সুমন নামের এক যুবক  ও সন্দেহভাজন কয়েকজন কে আসামী করে নরসিংদী সদর মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার  সকালে বাড়ির পাশের একটি কলা বাগান থেকে পচা গন্ধ বের হতে থাকে। লোকজন সেখানে গিয়ে দেখতে পায় কলা গাছ দিয়ে ডেকে রাখা হয়েছে মরনের অর্ধ গলিত লাশ। খবর পেয়ে বাবা মা ও গিয়ে দেখে তাদের প্রিয় সন্তান লাশ হয়ে পড়ে আছে । মা-বাবা ও স্বজনদের কান্নায় অাশে পাশের পরিবেশ ভারী হয়ে উঠে। এমন নৃশংস ঘটনা কোনভাবেই মেনে নিতে পারছেনা এলাকার মানুষ। নিহত স্কুল ছাত্রের বাবা বিজন কুমার দাস আহাজারি করে বলেন, আমা্র  নিস্পাপ সন্তান কে যারা নৃশংস ভাবে হত্যা করেছে অামি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই! আর কোন বাবা মা যেন সন্তান না হারা হয়। লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহা, নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) খালেদ ইবনে মালেক, সদর মডেল থানার ও.সি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ। ও.সি তদন্ত সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই নির্মম নৃশংস হত্যাকান্ড টি ঘটতে পারে। আমরা এই ঘটনায় সুমন নামের এক জনকে আটক করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এই হত্যার রহস্য উৎঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২১/৭/১৬ইং

No comments:

Post a Comment