নরসিংদীর বিনোদন কেন্দ্রে মোবাইল চুরির সাথে জড়িত
গ্রেফতার ৩ জন ২ দিনের রিমান্ডে!
তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে অবস্থিত বিনোদন কেন্দ্র ড্রীম হলিডে পার্কে মোবাইল চুরির সাথে জড়িত চোর চক্রের গ্রেফতার ৩ সদস্য কে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা রুপন কুমার সরকারের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন ব্যাক্তির চুরি হওয়া মোবাইল উদ্ধারের জন্যও নির্দেশ দেয় আদালত। ইতিমধ্যে তাদের কাছ থেকে ৭ টি দামী মোবাইল সেট ও ১ টি ট্যাব উদ্ধার করা হয়েছে। এবং প্রকৃত মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য,
নরসিংদীতে অবস্থিত বিনোদন কেন্দ্র ড্রীম হলিডে পার্কে আগত দর্শনার্থীদের দামী মোবাইল ও মানিব্যাগ চুরি করে আসছিল একটি চক্র। এবার রোজার ঈদে ব্যাপক ভীড়ের সুযোগে অনেক ব্যাক্তির মোবাইল ও ব্যাগ খোয়া যায়। এ বিষয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার। তদন্তভার পাওয়ার পরপরই পার্কের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষন করে ৩ যুবককে শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। তারপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ও তাদের কাছ থেকে ৭ টি দামী মোবাইল ও ১ টি ট্যাব উদ্ধার করা হয়। আটককৃতরা হলো সদর উপজেলার মাধবদী থানাধীন কল্যানপুর এলাকার তারা মিয়ার ছেলে আবু বকর (২২), আঃ গণি মিয়ার ছেলে সুজন (২৫) ও আঃ আজিজ এর ছেলে আরিফুর ইসলাম (১৮)।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩১/৭/১৬ ইং
No comments:
Post a Comment