Tuesday, August 2, 2016

নরসিংদীতে ৬ বছরের ছেলেকে বলাৎকার এক পাষন্ডের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

নরসিংদীতে ৬ বছরের ছেলেকে বলাৎকার এক পাষন্ডের
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

তৌহিদুর রহমান,নরসিংদীঃ নরসিংদীর রায়পুরায়  ৬ বছরের শিশু ছেলে কে মুখের ভিতর কাপড় গুজে বলাৎকার করেছে এক পাষন্ড। এতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি। এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামে। আহত অবস্থায় প্রথমে রায়পুরা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশূটির অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে শিশুটি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটির নাম মারুফ মিয়া(৬) সে লোচনপুর এলাকার আশরাফুল ইসলামের ছেলে। শিশুটির উপর নির্যাতন করেছে পাশের বাড়ির মালেক মিয়ার ছেলে আফসার উদ্দিন (১৮)। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিশুটির পিতা। আজ ¯^ন্ধা ৭ টায় শিশুটির পিতা সাংবাদিকদের কাছে এসে ছেলের নির্যাতনের তথ্য জানিয়ে ন্যায় বিচারের দাবী জানান।

শিশুটির বাবার দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, সোমবার দুপুরে নিজ হাতে গোসল করিয়ে নিজে গোসল করতে যান। এসময় পাশের বাড়ির আফসার উদ্দিন দোকানে পাঠানোর কথা বলে ঘরের ভিতর ঢেকে নেয় মারুফ কে। তারপর ঘরের দরজা বন্ধ করে মুখের ভিতর কাপড় গুজে শিশূটিকে বলাৎকার কর্ েআফসার। তারপর দোকান থেকে মজা কেনার জন্য ১০ টাকা দেয় শিশুটিকে।  নির্যাতনের ফলে  শিশুটির ব্যাপক রক্তক্ষরণ হয়। রক্তক্ষরন ও শিশুটির কান্নার কারনে বিষয়টি আশেপাশের মানুষ ও তার পিতার দৃষ্টিগোচর হয়। তারপর জিজ্ঞাসা করলে সে ঘটনা খুলে বলে।  এসময় মারুফ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আাল মামুন জানান, শিশুটিকে খুব গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তার পায়ু পথ দিয়ে বেশ রক্তক্ষরন হচ্ছিল। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত হলেও তার শরীরের অভ্যন্তরে বেশ ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তার চিকিৎসা চলছে।
এই ঘটনার পর থেকে পাষন্ড আফসার উদ্দিন পলাতক রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে ইতিপূর্বেও সে এই ধরনরে ঘটনা ঘটিয়েছে। এমনকি তার পিতা মালেক মিয়াও এই ধরনের ঘটনা ঘটানোর ইতিহাস রয়েছে। মারুফের উপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তী দাবী করেছে এলাকাবাসী ও সচেতন ব্যাক্তিরা।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাজহারুল ইসলাম জানিয়েছেন, শিশুটির উপর নির্যাতনেরে ঘটনা আমরা শুনেছি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করিব।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩/৮/১৬ইং


No comments:

Post a Comment