Thursday, August 18, 2016

১ শিশুকে বাচাতে গিয়ে ৪ তরুনের মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া

১ শিশুকে বাচাতে গিয়ে ৪ তরুনের মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া

তৌহিদুর রহমান, নরসিংদী : ১ শিশুকে বাচাতে গিয়ে 4 তরুনের মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া্ নেমে পড়েছে। চার চারটি তাজা পা্রণ জড়ে যাওয়া যেন কোন ভাবেই মেনে নিতে পারছেনা নরসিংদী বাসী। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল ৫ টায় সিলেট মহা সড়কে নরসিংদী সদর উপজেলার কান্দাইল এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে এই ৪ তরুনের মৃত্যু হয়েছে।  নিহতরা হলো নরসিংদী চেম্বার অব কমার্সে র পরিচালক মোমেন মোল্লার ছেলে আশিকুর রহমান পাভেল (২৪), ভগীরথপুর এলাকার আব্দুর রশিদমিয়ার ছেলে লিমন(22) মাধবদীর কাশিপুর মহল্লার আ্দুল বাতেন এর ছেলে শরিফুল ইসলাম তুষার(23) ও অভি মাধবদীর মাছুম চৌধুরীর ছেলে অভি (22)। গতকাল বুধবার বিকাল আড়াইহাজার উপজেলার পুরিন্দা নামক এলকায় ঢাকা সিলেট মহসড়কে এই দূর্ঘটনা ঘটে। ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে আশিকুর রহমান পাভেল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র এবং শরিফুল ইসলাম তুষার ইন্ডিপেন্ডেন্টে ইউনিভার্সিটির ছাত্র ছিল। 
 জানা যায়, মাধবদী থেকে ৪ বন্ধু প্রাইভেট কার যোগে ঢাকা যাচ্ছিলেন। এ সময় এক স্কুল শিক্ষার্থীকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে মাকান্দাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেটকারটি উল্টে গিয়ে রাস্তার পাশের এক ডোবায় পড়ে ডুবে যায়। এসময় নিরুপায় লোকজন রাস্তা পাশে দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে থাকে। খবর পেয়ে মাধবদীর দমকল বাহিনী  ঘটনাস্থলে পৌছে এলাকাবাসির সহযোগীতায় প্রায় আধা ঘন্টা পর প্রাইভেট কারটি পানি থেকে টেনে উপরে তুলে আনেন। এ সময় তুষারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকী ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় মাধবদী ও নরসিংদীকত শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে ৪ জন টগবগে যুবকের মুত্য যেন ভারী পাথর হঢে সবার বুক েচেপে ধরেছে। আজ সকাল 10 টায় মাধবদীর ভগীরথপুরের হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে নিহতদের জানা অনুষ্ঠিত হয়। জানাজায় অংমগ্রহন করেন আড়াইহাজারের( নারায়নগঞ্জ-২) সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) যুগ্ন সচিব কামাল হোসেন ও মাধবদীর মেয়র মোশারফ হোসেন মানিক সহ নরসিংদীর ব্্যবসায়ীক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ । এসময় নিহতদের রুহের আত্নার মাগফেরাত কামনা করে দোয় করা হয়। 
#
তৌহিদুর রহমান,নরসিংদী
18/8/16

No comments:

Post a Comment