Sunday, August 14, 2016

নরসিংদীতে পুরোহিতের বেশভূষা ও চাপাতি সহ শিবপুর থানা শিবিরের সভাপতি সহ ২ জন গ্রেফতার

নরসিংদীতে পুরোহিতের বেশভূষা ও চাপাতি সহ শিবপুর থানা শিবিরের সভাপতি সহ ২ জন গ্রেফতার
(পুরোহিত সেজে নাশকতার পরিকল্পনা করছিলো ধারণা পুলিশের)

তৌহিদুর রহমান,নরসিংদী : নরসিংদীতে পুরোহিতের বেশভুষা ও চাপাতি সহ শিবিরের ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকা রাতে শহরের ভেলানগর মহল্লার মানিক রোড হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো শিবপুর উপজেলার মো: হেলিম মিয়ার ছেলে ও শিবপুর উপজেলা শিবিরের সভাপতি মো: মাহাবুবুল আলম (২৫) ও মনোহরদী উপজেলার বাদল মিয়ার ছেলে ও মনোহরদী উপজেলা শিবিরের সাথী মিজানুর রহমান (২২)।
আজ রবিবার বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ সুপার আমেনা বেগম। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল রাতে সদর মডেল থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টিম ভেলানগরের মানিক রোডে টহল দিচ্ছিল। রাত ১২ টা সময়
দুইজন লোক মানিক রোড দিয়ে হেটে যাচ্ছিল। এসময় পুলিশ দেখে তারা তাদের হাটার গতি বাড়িয়ে দেয়। হাটার গতি বাড়িয়ে দেয়ায় সন্দেহ হয় পুলিশের। তারপর তাদের কে থামিয়ে তাদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করে। এসময় একজনের হাতে একটি কালো রংয়ের ব্যাগ ও অন্য জনের হাতে একটি হেলমেট ছিল। এসময় তাদের ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর হতে একটি চাপাতি, ১ টি সাদা রংয়ের ধুতি, ১ টি হালকা ঘিয়া রংয়ের লুঙ্গি, সাড়ে পাচ হাত লম্বা জপ মালা, ১ গুচ্ছ কালো গোফ, ৩ টি চশমা ও একটি ডায়েরী পাওয়া যায়। ২৮২ পৃষ্ঠা বিশিষ্ট ডায়েরীতে মাহবুব এর নিজ হাতে লিখা কোরআন শরীফের বিভিন্ন আয়াত, শিবিরের বিভিন্ন নেতা কর্মীদের মোবাইল নম্বর, কারাবাসের ও জিহাদী কথাবার্তা লেখা আছে।
পুলিশ সুপার জানান, গ্রেফতাকৃতরা পুরোহিতদের ছদ্মবেশ ধারন করে হিন্দু সম্প্রদায়ের মন্দির বা স্থাপনালয়ে নাশকতার চেষ্টাসহ পুরোহিত হত্যাকান্ড ঘটানোর পরিকল্পনা করছিল। আটক শিবপুর থানার শিবিরের সভাপতি মাহাবুব আলম ২০১০ সালে নাশকতার মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছিল। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৪/৮/১৬ইং

No comments:

Post a Comment