নরসিংদীতে ২ টি চোরাই মটর সাইকেল সহ ২ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের দেয়া তথ্যে জানা যায়, গতকাল বিকালে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিশেষ অভিযান চালানোর সময় তাদের কে আটক করেন। এসময় তাদের কে মটর সাইকেলের কাগজ-পত্র দেখানোর জন্য বললে তারা বাড়িতে কাগজ রেখে এসেছে বলে জানায়। তাৎক্ষনিক কোন কাগজ দেখাতে না পারায়, মটর সাইকেল সহ তাদের কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও মটর সাইকেল এর মালিকানার কোন কাগজ-পত্র দেখাতে পারেনি আটককৃতরা। প্রাথমিক তদন্তে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয় আটককৃত মটর সাইকেল ২ টি চোরাই। আটকৃত মটরসাইকেল ২ টি হলো ইয়ামাহ কোম্পানীর তৈরী ঋত-ঝ মডেলের সাদা রংয়ের মটর সাইকেল যাহার চেসিস নম্বর ২ঈক৩১৪০৬৩২০, এর নম্বর প্লেটে কুমিল্লা-ল ১১-১১৮৪ লেখা ও হিরো হোন্ডা কোম্পানীর তৈরী ঈইত মডেলের কালো রংয়ের মটর সাইকেল, যাহার চেসিস নং-গইখকঈ১২ঊঊঈএঊ০৩৪৬০। এর নাম্বার প্লেটে ঢাকা মেট্রো ল- ২৩-৬৪৭০ লেখা রয়েছে।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রথমে মটর সাইকেল এর কাগজপত্র চেক করার জন্য আটক করা হয়। কিন্তু আটককৃতরা কাগজপত্র দেথাতে ব্যার্থ হওয়ায় আমরা নিশ্চিত হয় মটর সাইকেল ২ টি চোরাইকৃত। চোরাই মটর সাইকেল এর বিষয়টি নিশ্চত হওয়ার পরই সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৭/৮/১৬ইং
No comments:
Post a Comment