জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসনের জন্য এক হাজার আসন বিশিষ্ট ছাত্র হল নির্মাণ করে দেবে থার্মেক্স গ্রুপ।
তৌহিদুর রহমান, নরসিংদী : সোমবার রাত ১০টার দিকে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থার্মেক্স গ্রæপের চেয়ারম্যান আলহাজ আ. কাদির মোল্লার সঙ্গে তার কাকরাইলস্থ কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হন।
এসময় আলহাজ আ. কাদের মোল্লা তার পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুসারে কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে এক হাজার ছাত্রের জন্য একটি অত্যাধুনিক হল নির্মাণ করে দিচ্ছেন বলে জানান।
পবিত্র ঈদুল-আজহার ছুটি শেষে এ উপলক্ষে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্বারক্ষ সই হবে। হলটির নির্মাণ কাজ আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ শুরু করা হবে এবং নির্মাণের সার্বিক তত্ত্বাবধানের থাকবে থার্মেক্স গ্রুপ।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শি¶ক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো
. ওহিদুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) সুকুমার চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি অত্যাধুনিক বাস প্রদান করেছিলেন এবং তিনি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি হল নির্মাণে সহযোগিতার কথা ব্যক্ত করেছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন জাগো নিউজকে বলেন, থার্মেক্স গ্রুপ জবিকে এক হাজার আসন বিশিষ্ট হল নির্মাণ করে দেবে। যার নকশা জবি করে দেবে। আসা করি ঈদের পর এ প্রক্রিয়া শুরু হবে।
তৌহিদুর রহমান, নরসিংদী :
Subscribe to:
Post Comments (Atom)
-
ডিপ্লোমা প্রকৌশলী আল আমিন হত্যায় জড়িত আরও ৩ ডাকাত গ্রেফতার এক জনের আদালতে স্বীকারোক্তি তৌহিদুর রহমান: নরসিংদীর চাঞ্চল্যকর ডিপ...
-
নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি দায় স্বীকার করলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তৌহিদুর রহমান: নরসিংদী সরকারী কলেজের বি...
-
নরসিংদীতে দুর্বৃত্তের ছুড়ির আঘাতে মেধাবী ছাত্র তানভীর নিহত ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে...
No comments:
Post a Comment