নরসিংদীতে ৭ লাখ জাল টাকা ও টাকা তৈরীর মেশিন সহ
২ জন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ
পুলিশ সুপার আমেনা বেগম জানান, গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে একটি দল মাধবদী থানার মাজার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ জাল টাকাসহ জালনোট চক্রের পটুয়াখালীর কাউছার আহমেদ ও মাদারীপুরের হাফিজুল হাওলাদারকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পাশ্ববর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল নোট তৈরীর সরঞ্জামাদি একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, ১০০ এবং ৫০০ টাকার জল ছাপের কাগজ, এক পৃষ্ঠা ছাপানো ১০০০ টাকার জাল নোটের কাগজ ও টাকা ছাপ দেওয়ার কাঠের ডাউস উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার জানায়, গ্রেপ্তারকৃত কাউছার আহমেদ এর আগেও জাল টাকাসহ রাজধানীর ঢাকার বিভিন্ন থানায় ৪ বার গ্রেপ্তার হয়েছে। সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে পুণরায় সে পুণরায় জাল টাকা তৈরী শুরু করে। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে তারা জাল টাকা তৈরী করে বিভিন্ন ব্যাক্তি ও ব্যাংকের কর্মকর্তার মাধ্যমে বাজারে ছড়িয়ে দিচ্ছে। তারা এক লাখ জাল টাকার বৈধ ২২ হাজার টাকায় বিক্রি করে থাকে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী।
২৬/৮/১৬ইং
No comments:
Post a Comment