নরসিংদীতে সিলিন্ডার গ্যাসের সংকট
ভোগান্তিতে গ্রাহকরা
তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদী সিলিন্ডার গ্যাসের সংকটে ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। জেলার সব কয়টি উপজেলায় দেখা দিয়েছে এই সংকট। দোকানে গিয়ে সিলিন্ডার না পেয়ে ফিরে যাচ্ছে গ্রাহকরা। সংকটের কথা স¦ীকার করে ডিলাররা জানালেন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় চাহিদা বেড়ে যাওয়ার কারনেই এমন সংকট দেখা দিয়েছে। আর এই সংকটের কারনে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে গ্রাহকদের। এক সিলিন্ডার যেখানে ৯০০ টাকা সেখানে ক্ষেত্র বিশেষে ১১০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে গ্রাহকদের।
নরসিংদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি দোকানে সিলিন্ডার গ্যাসের জন্য ভীড় করছেন গ্রাহকরা। এ নিয়ে অনেক গ্রাহক বিক্রেতাদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন। সদর উপজেলার চিনিশপুর এলাকার নয়ন মিয়া জানান, বাসায় গ্যাস শেষ হয়ে গেছে, দোকানে এসে দেখি গ্যাস নেই । এখন তো খুব সমস্যায় পড়ে গেলাম। এদিকে বিক্রেতারা জানিয়েছেন চাহিদামত সিলিন্ডার না পাওয়ায় সংকটে পড়েছেন তারা। ভেলানগরের খুচরা সিলিন্ডার গ্যাস বিক্রেতা হানিফ এন্টারপ্রাইজ এর মালিক আব্দুল আউয়াল জানান, আশেপাশের বাড়ির অনেক গ্রাহক আসছে গ্যাস নিতে। কিন্তু আমরা তাদের তা দিতে পারছিনা। ডিলারের কাছে গেলে বলে গ্যাস নেই। এ নিয়ে কাষ্টমারদের সাথে বাদানুবাদ হচ্ছে। ইদানিং জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় সিলিন্ডার গ্যাসের চাহিদা ব্যাপক ভাবে বেড়ে গেছে। এ নিয়ে কথা হয় বসুন্ধরা এল.পি গ্যাস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন এর সাথে। তিনি জানান, আমাদের প্লান্টে তরল গ্যাসের কোন অভাব নেই কিন্তু সিলিন্ডারের অভাবে আমরা তা সরবারহ করতে পারছিনা। সিলিন্ডার বিদেশ থেকে আমদানী করতে হয়। কোম্পানীর যত সিলিন্ডার ছিল তার সবই মার্কেটে রয়েছে। জেলার ৫ জন ডিলারের প্রতিদিন ২ হাজার সিলিন্ডারের চাহিদা রয়েছে সেখানে আমরা মাত্র ৫০০ সিলিন্ডার সরবারহ করতে পারছি। সদর উপজেলার ভেলানগর এলাকার ডিলার মেসার্স হামী এন্টার প্রাইজের মালিক শামীম মিয়া জানান, সিলিন্ডারের অভাবে আমরা চাহিদামত গ্রাহকদের গ্যাস দিতে পারছিনা। কোম্পানীর সাথে যোগাযোগ করলে তারা বলে সিলিন্ডার দিতে পারলে আমরা গ্যাস দিতে পারব।
সরকার যেখানে সিলিন্ডার গ্যাস ব্যবহারে জনগনকে উৎসাহীত করছে সেখানে সিলিন্ডার গ্যাসের সংকট ভাবিয়ে তুলছে মানুষকে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩১/৮/১৬ইং
No comments:
Post a Comment