Thursday, July 14, 2016

দুই একজন পুলিশ মারা গেলেও জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ থেকে পুলিশ বাহিনীকে দমানো যাবেনা।

-পুলিশ সুপার নরসিংদী

জঙ্গিবাদ বিষয়ে সবাইকে সচেতন করতে নরসিংদী পুলিশের ক্যাম্পেইন শুরু।


তৌহিদুর রহমান, নরসিংদী ঃ দুই একজন পুলিশ মারা গেলেও জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ থেকে পুলিশ পিছিয়ে যাবেনা বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিজ আমেনা বেগম। আজ নরসিংদী সদর মডেল থানার উদ্যেগে সন্ত্রাস নির্মূল ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইনের বক্তব্যে তিনি এই কথা বলেন।  তিনি আরও বলেন, দুই এক জন পুলিশ মারা গেলে আমারা পিছ পা হবো না। এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রান দেয়ার জন্য আমরা সর্বদায় নিবেদিত আছি। মুক্তিযোদ্ধের সময়ও রাজাবাগ পুলিশ লাইনে প্রথম আক্রমনের শিকার হয়েছিল। পুলিশ বাহিনী তা প্রতিরোধ করেছিল। জঙ্গি আক্রমন দিয়ে পুলিশ বাহিনীকে দমানো যাবেনা। জঙ্গি মোকাবেলা প্রসঙ্গে পুলিশ সুপার আমেনা বেগম আরও বলেন, আপনার আমার সন্তান কি করছে তা আমাদের জানতে হবে। টাকা আর  চাকুরীর পিছনে দিন ব্যায় করবেন, অন্যদিকে  সন্তান কি করলো ? কোথায় যাচ্ছে?  তার খবরও আপনাদের রাখতে হবে।  তাই আপনাদের আশপাশ নজর রাখুন ইসলামের নামে কেউ মগজ ধোলাই করছে কিনা। তাহলে সাথে সাথে আমাদের  জানান।
এসময় অন্যান্য বক্তারা বলেন, বর্তমানে শিক্ষতি সমাজের ছেলে মেয়েদর টার্গেট করে  জঙ্গিরা মাঠে নেমেছে। তাই আপনার সন্তানের প্রতিটি কর্মকান্ডে সঠিক তদারকি করুন।
পর্যায় ক্রমে জেলা সদর সহ সকল উপজেলার প্রতিটি ইউনিয়ন গ্রাম ,ওয়ার্ড এবং পাড়া মহল্লায় এ ক্যম্পেইন করা হবে। এ উপলক্ষে জেলা পুলিশের উদ্যেগে সদর মডেল থানা প্রাঙ্গনে মত বিনিময় সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুুপার আমেনা বেগম (বিপিএম) এর সভাপতিত্তে আলোচনা সভায় অংশ নেয় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোতাকাব্বির আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ (অপরাধ) সুপার হাসিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জাকির হোসেন মজুমদার, সহকারী অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) খালেদ বিন মালেক, মাধবদী থানা আওয়ামীলীগের সভাপতি সফর আলী ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহা, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মসজিদ মাদ্রাসার ঈমাম সহ বিভিন্ন শ্রেনী পেশার  মানুষ অংশ নেয়। আলোচনা সভা শেষে পুুিলশের পক্ষ হতে উপস্থিত লোকজনের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।


# তৌহিদুর রহমান,নরসিংদী।
১৪-৭-১৬ইং



No comments:

Post a Comment