পিটানোর ঘটনায় গাড়ির চালক গ্রেফতার।
তৌহিদুর রহমান,নরসিংদীঃ নরসিংদীতে টাকা চুরির দায়ে এক কিশোর কে গাড়ির সাথে বেধে পিটানোর ঘটনায় সুজন (৩৮) নামের এক গাড়ি চালক কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সে সদর উপজেলার কাজিরকান্দি এলকার জাহের আলির ছেলে। গতকাল মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ রফিক হোসেন তাকে গ্রেফতার করেন।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ জুন নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় ৮০০ টাকা চুরির দায়ে একটি ট্রাকের সাথে বেধে পিাটানো হয় কিশোর পারভেজ কে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। সামান্য টাকার জন্য প্রকাশ্যে গাড়ির সাথ বেধে নির্মম ভাবে পিটানো মানুষের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। আহত কিশোর পারভেজ এর মা পারভিন আক্তার গত ১৮ জুলাই বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ। তাকে ধরতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ, এক পর্যায়ে নরসিংদীর পাচদোনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মারধরের ভিডিও টি প্রচার হয়। ভিডিওটি পুলিশ সুপারের নজরে আসলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পুলিশি নিরাপত্তায় কিশোরে মা থানায় অভিযোগ দায়ের করেন। এবং তাকে আমরা দ্রুত গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি।
তৌহিদুর রহমান/20/7/16
No comments:
Post a Comment