নরসিংদীর মাধবদীতে ৮০ টাকার জন্য
এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা।
ঘটনা সূত্রে জানা যায়, এলাকার নাসির মিয়ার মুদির দোকান থেকে ৮০ টাকা বাকী রেখেছিল নিহত খোরশেদ মিয়ার ছোট ভাই বাছেদ মিয়া। গত শুক্রবার ¯^ন্ধায় খোরশেদ নাসির মিয়ার দোকানে
গেলে ছোট ভাইয়ের পাওনা টাকা দেওয়ার জন্য খোরশেদ কে বলে। কিন্তু নাসির মিয়া ৮০ টাকা নয় ১০০ টাকা দাবী করেন। এই কথা কাটা-কাটীর এক পর্যায়ে নাসির মিয়াকে অপমান ও লাঞ্ছিত করে এবং তার মোবাইল ফোনটিও জোড় করে রেখে দেয়।
এর কিছুক্ষন পর খোরশেদ তাঁর লোকজন নিয়ে মোবাইল ফিরিয়ে নিতে আসার পথে দোকানদার নাসির মিয়ার লোকজন হামলা চালায়। হামলাকারীরারা ধারালো অস্ত্র দিয়ে খোরশেদ মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয় আরও ২ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। খোরশেদের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পথে আড়াইহাজারের পুরিন্দা নামক স্থানে তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাঈ জামাল উদ্দিন জানান, সামান্য টাকার জন্য নাসির মিয়ার লোকজন ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। তাঁরা খোরশেদকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। তারা মানুষ নামের অমানুষ । আমার ভাই বিয়ের এক বছরের মাথায় তাঁর স্ত্রীকে বিধবা করে গেল। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, দোকানের পাওনা নিয়ে সামান্য ২০ টাকার পার্থক্যের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতের ব্যাক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আমরা কফিল উদ্দিন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৬/৭/১৬ইং
No comments:
Post a Comment