Tuesday, September 27, 2016

নরসিংদীর চাঞ্চল্যকর সেলিম হত্যা ঘটনার মাস্টার মাইন্ড আপেল গ্রেফতার। আদালতে স্বীকারোক্তি


নরসিংদীর চাঞ্চল্যকর সেলিম হত্যা ঘটনার
মাস্টার মাইন্ড আপেল গ্রেফতার।
আদালতে স্বীকারোক্তি

তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীর চাঞ্চল্যকর হাজী সেলিম হত্যাকান্ডের মাস্টার মাইন্ড রফিকুল ইসলাম আপেল(২৮) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাকে নরসিংদীর পুরাতন লঞ্চঘাট এলাকা হতে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার। সে সদর উপজেলার পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার হোসেন আলীর ছেলে। নরসিংদীর ড্রাগিষ্ট ও কেমিস্ট সমিতির সভাপতি হাজী সেলিম হত্যার মাস্টার মাইন্ড বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে। হাজী সেলিম হত্যার সাথে জড়িত রয়েছে বলে সে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওয়ায়েজ আল করনীর খাস কামরায় এই জবানবন্দি রেকর্ড করা হয়।
এ অবস্থায় ২০১৫ সালের ৩ আগস্ট সন্ধ্যা রাতে ঘাতকরা তার ব্রাহ্মন্দীস্থ বাড়ির সামনে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রসীরা। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। মামলাটির জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে। হত্যার সাথে জড়িত থাকায় গ্রেফতার হন তার পুত্রবধূ রেখা বেগমসহ আরো ৪ জন। তারা এই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে বলে আদালতে স্বীকারোক্তি প্রদান করে। পুত্রবধূ রেখা মাত্র তিন লাখ টাকা চুক্তির ভিত্তিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।
নিহত হাজী সেলিম মিয়া নরসিংদী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ছিলেন। পারিবারিক কলহের কারণে ডা. সেলিমের সঙ্গে তার প্রথম স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। ডা. সেলিম দ্বিতীয় বিয়ে করে ঘর সংসার করতে থাকেন। দ্বিতীয় সংসারে তার একটি পুত্র সন্তানের জন্ম হয়। এতে প্রথম সংসারের পুত্ররা তার প্রতি মারাত্মকভাবে অসন্তুষ্ট হয়। হাজি সেলিমের বিশাল সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে এই মানসিক যন্ত্রনায় হাজি সেলিমের দ্বিতীয় পুত্র আশরাফ অতিরিক্ত সেডিটিভ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় আশরাফের স্ত্রী রেখা বেগম শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। খলিল নামে রেখার এক মামাও হাজি সেলিমের বিরুদ্ধে মামলা করেন। সবশেষে তার বড় ছেলে ডা. ইফতেখার আলমও পিতার বিরুদ্ধে মামলা করেন। এ ব্যাপারে হাজি সেলিমকে দীর্ঘ দিন জেল খাটতে হয়। এসব ব্যাপারে হাজী সেলিমও তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধেও মামলা করেন। জেল থেকে বের হবার পর তাকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়। এ ব্যাপারে তিনি নরসিংদী সদর মডেল থানায় কয়েকটি জিডিও দাখিল করেন। এ অবস্থায় ২০১৫ সালের ৩ আগস্ট সন্ধ্যা রাতে ঘাতকরা  তার ব্রাহ্মন্দীস্থ বাড়ির সামনে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
২৭/৯/১৬ইং

Sunday, September 25, 2016

নরসিংদীতে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান প্রায় ১০ হাজার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে তিতাসের অবৈধ  সংযোগ বিচ্ছিন্ন অভিযান 
প্রায় ১০ হাজার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন

তৌহিদুর রহমান, নরসিংদী : নরসিংদী তে তিতাস গ্যাসের অভিযানে প্রায় ১০ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার শেখেরচর ও ফুলতলা এলাকায়  অভিযান চালিয়ে সংযোগ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবিরল ইসলাম খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে এই অভিযান চালানো হয়। এসময় প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য পুরো এলাকা ঘিরে রাখে।

নরসিংদী তিতাস গ্যাস এর অঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ মহা-ব্যাবস্থাপক তওহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিতাসের উচ্চ চাপের সরবারহ লাইন থেকে অবৈধ ভাবে সংযোগ দিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজ¯^ ফাকি দিয়ে নিজেদের পকেট ভারী করে আসছিল কতিপয় আওয়ামিলীগ ও যুবলীগ নেতারা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবিরুল ইসলাম খান জানান, গ্যাস একটি মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদের অপব্যবহার রোধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ধারাবাহিক ভাবে বিভিন্ন এলাকায় অভিযান চলবে। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আগামী এক মাসের মধ্যে নরসিংদীর সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। উপ মহা-ব্যাবস্থাপক তওহিদুল ইসলাম জানান, অবৈধ সংযোগ নেয়া ও সরকারী সম্পদের ক্ষতিসাধনের
জন্য মামলা করার প্রস্তুতি চলছে।


তৌহিদুর রহমান, নরসিংদী
২৫/৯/১৬ইং

Friday, September 23, 2016

৩ লাখ টাকার জাল নোটসহ নরসিংদীর শিবপুর থেকে একজন আটক


৩ লাখ টাকার জাল নোটসহ নরসিংদীর শিবপুর থেকে একজন আটক


তৌহিদুর রহমান, নরসিংদী:
নরসিংদীর শিবপুর থেকে ৩ লাখ ২ হাজার টাকার জাল নোটসহ মনির হোসেন (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিতবার সন্ধ্যায় উপজেলার চরসুজাপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার তাঁকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ২৩৪ টি ও ৫০০ টাকার ১৩৬ টি নোট জব্দ করা হয়। এসময় আরও ২ ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাল নোট ব্যবসায়ী মনির কে গ্রেফতার  করা হয়। গ্রেফতারকৃত মনির নরসিংদীর বিভিন্ন এলাকায় জাল নোট সরবারহ করে আসছিল। মনিরের সঙ্গে আরও দুজন ছিলেন। এর আগেও মনির জাল নোটসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী।
২৩.০৯.১৬ইং


Tuesday, September 20, 2016

অভিনব এক প্রতারক কে
গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ

তৌহিদুর রহমান, নরসিংদী: দেলোয়ার হাসেন (৪০) নামের অভিনব এক  প্রতারক কে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গায়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রাতে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার সামসুদ্দিন মিয়ার ছেলে। তার প্রতারনার স্বীকার জসিম উদ্দিনের করা একটি অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। গত ৮ আগষ্ট নরসিংদী পুলিশ সুপার বরাবর এই অভিযোগ করেন তিনি। 
অভিযোগ ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগষ্ট নরসিংদীর

Monday, September 12, 2016

আবারও ধ্বংস যজ্ঞ রায়পুরার নীলক্ষায় বর্বরতার সব ইতিহাস কে পিছনে ফেলে এগিয়ে চলছে নীলক্ষার দাঙ্গা সব জেনেও যেন কিছু করার নেই পুলিশ প্রশাসনের



আবারও ধ্বংস যজ্ঞ রায়পুরার নীলক্ষায়
বর্বরতার সব ইতিহাস কে পিছনে ফেলে
এগিয়ে চলছে নীলক্ষার দাঙ্গা
সব জেনেও যেন কিছু করার নেই পুলিশ  প্রশাসনের

তৌহিদুর রহমান নরসিংদী: আবারও ধ্বংসের উন্মত্ত খেলায় নেমেছে দেশের সবচেয়ে বড় উপজেলা রায়পুরার নীলক্ষার দস্যুরা। সামান্য ঘটনার জের ধরে  প্রায় ৭০ টি বাড়িতে ভাংচুর, লুটপাট চালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বাড়িগুলো। গত কয়কে দিন ধরে ধারাবাহিক ভাবে ঘটছে এই ঘটনা। গত বৃহস্পতিবার রশিদ নামের এক ব্যাক্তিকে মারধরের ঘটনায় তাজুল চেয়ারম্যানের সমর্থকরা ক্ষুব্দ হয়ে ঘটাচ্ছে এই ঘটনা। সারা দেশে যখন ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি চলছে সেখানে নীলক্ষায় নিজেদের জান-মাল আর সম্পদ রক্ষা করার জন্য প্রার্থনা ছাড়া আর যেন কিছু করার নেই তাদের।  প্রায় প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে হুমকী দেয়া হচ্ছে টাকা দেও, নাহলে পুড়িয়ে দেয়া হবে বাড়ি ঘর। তাদের নিষ্ঠুর বর্বরতা থেকে রক্ষা পায়নি কুকুর পর্যন্ত। কুকুর কেও টেটা বিদ্ধ করেছে তারা। এলোপাথারি পিটানো হয়েছে বৃদ্ধ মহিলাদের। একটি স্বাধীন কোন দেশে এমন ঘটনা ঘটতে পারে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। অন্য দিকে পুলিশ বলছে যুগ যুগ ধরে চলে আসা এ ঝগড়া ঠেকানো খুব মুশকিল। কিন্তু বাস্তবতা বলছে ঠেকানো নয়, এ দাঙ্গার বীজ বুনন করে রাখা হয়েছে বড় বড় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায়। আর এর ফলে নীলক্ষা থেকেই মোটা অংকের টাকা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রভাবশালী ও দায়িত্বানদের পকেটে ।  সেই সাথে রয়েছে নিজেকে প্রভু হিসেবে উপস্থাপন করার কাজটিও।

নীলক্ষার দাঙ্গা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে .............................

Saturday, September 10, 2016

নরসিংদীতে ছিনতাইকারীর গুলিতে গ্রামীণ ফোনের বিক্রয় কর্মী নিহত ২ লাখ টাকা লুট

নরসিংদীতে ছিনতাইকারীর গুলিতে
 গ্রামীণ ফোনের বিক্রয় কর্মী নিহত
২ লাখ টাকা লুট

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে ছিনতাইকারীদের গুলিতে গ্রামীণ ফোনের বিক্রয় কর্মী রাসেল সরকার (২৬) নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে এগারটায় জেলার শিবপুর উপজেলার খৈনকুট এলাকায় ছিনতাইকারীদের গুলিতে সে আহত হয়। ওই সময় তার কাছ থেকে নগদ প্রায় দুই লাখ টাকা ও মোবাইল সেট লুট করে নেয় দুবৃর্ত্তরা। নিহত রাসেল সরকার নরসিংদী শহরের বীরপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, গ্রামীণ ফোনের বিক্রয় কর্মী রাসেল সরকার প্রতিদিনের মতো শিবপুর উপজেলার চাঁদপাশা বাজারের বিভিন্ন মুঠোফোন দোকানদারের নিকট ফেক্সিলোড ও সিম বিক্রয় করে। সে আনুমানিক প্রায় ২ লাখ টাকা নিয়ে শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুটির বাজার পৌছার আগে খৈনকুট নামক স্থানে ছিনতাইকারীর গুলিতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। ওই সময় ৩ জনের ছিনতাইকারী দলটি তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর আশপাশের লোকজন গুলিবিদ্ধ রাসেল সরকারকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
এই দিকে রাসেল সরকারের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে বীরপুরের বাড়িতে। নিহতের বাবা হানিফ মিয়া বলেন, রাসেল বিবাহিত। তার সাড়ে ৩ বছরের একটি মেয়ে আছে। ছিনতাইকারীরা রাসেলকে হত্যা করেনি সেই সঙ্গে তার বউ-সন্তানকে হত্যা করেছে। এখন তাঁর বউ-সন্তানের ভবিষ্যত কি হবে ?
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাসেল সরকার তলপেটে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাটি ছিনতাই না পূর্ব শত্রুতার জের তা তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা। তবে যাতায়াতের পথ বিশ্লেষণে আমরা নিশ্চিত দুর্বৃত্তরা সকলে নরসিংদী শহরের। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী


১০ সেপ্টেম্বর ২০১৬

শহিদ জিয়ার মাজারে হাত দেয়া হলে শেখ হাসিনার হাত পুড়ে ছাড়খার হয়ে যাবে

শহীদ জিয়ার মাজারে হাত দেয়া হলে
 শেখ হাসিনার হাত পুড়ে ছাড়খার হয়ে যাবে

-                                                                        বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন। 

তৌহিদুর রহমান,নরসিংদী: শহীদ জিয়ার মাজারে হাত দেয়া হলে শেখ হাসিনার হাত পুড়ে ছাড়খার হয়ে যাবে বলে হুশিয়ার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন। আজ শনিবার জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত বিক্ষাভ সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কারও দয়ায়, কারও করুনায় দেয়া হয় নাই, তিনি তা জনগনের ভালবাসায় তা অর্জন করেছেন। এখনও সময় আছে পদকটি জাতীয় যাদুঘরে স্থাপন করুন।  তা না হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবেনা।
জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবীর কামাল, যুগ্ম সাধারন সম্পাদক আকবর হোসেন, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভুইয়া। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


#
তৌহিদুর রহমান,নরসিংদী
১০/৯/১৬ইং

Thursday, September 8, 2016

নরসিংদীর বাসাইলে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি ৪ সশস্ত্র ডাকাত কে গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নরসিংদীর বাসাইলে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি
৪ সশস্ত্র ডাকাত কে গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৩০ মিনিট গোলাগুলি পর রুদ্ধশাষ অভিযান শেষে ৪ ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।  শেষে  ৪ সশস্ত্র ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে পৌর শহরের বাসাইল এলাকার আহসান মঞ্জিলে এ গোলাগুলির ঘটনা ঘটে। আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 
বাড়ীর মালিক জানায়, সন্ধার কিছু পর পর বাসা ভাড়া নিতে যায় দুই যুবক। এসময় তাদের পেছনে অস্ত্রধারী আরো দুই যুবক ঘরে ভেতরে প্রবেশ করে বাসার লোকজনদের জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমিরা ভেঙ্গে ¯^র্ন ও নগট টাকা লুট করে। এতে বাধা দিলে ডাকাতরা তাদের উপর মারধোর শুরু করেন। এসময় জিম্মিরা  চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন খবর পেয়ে মেইন গেইটে তালা লাগিয়ে দেয়। এসময় ডাকাতরা গুলি করে ও ককটেল এর বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থি হয়। এসময় পুলিশ কে লক্ষ করে গুলি ছুড়ে ডাকাতরা। পরে পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) নেতৃুত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। এসময় হ্যান্ড মাইকে পুৃলিশ সুপার ডাকাতদের আত্মসমর্থন করতে বললেন। ডাকাতরা পুলিশকে লক্ষ করে ককটেল ও গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছুড়েন। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর ৪ ডাকাত কে গ্রেফতার করতে সক্ষম হয় পুুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টা বিদেশী পিস্তল একটা চাপাতি গোলাবারুদ উদ্ধার করেন।
অভিযান শেষে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গনে সাংবাদিকদের অভিযান সমন্ধে ব্রীফ করেন পুলিশ সুপার। তিনি জানান, বাসাইলে একটি বাড়িতে সশস্ত্র ডাকাতির বার্তা পাওয়ার পর পর পুলিশ সেখানে অবস্থান নেয়। এবং কোন ধরনের হতাহতের ঘটনা ছাড়াই সশস্ত্র ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা ১০ জনের একটি সংঘবদ্ধদল বাড়িটিতে ঢুকেছিল। পুলিশের অভিযানের ঠিক আগ মূহুর্তে তারা পালিয়ে যায়। তাদের সাথে অস্ত্র-শস্ত্র রয়েছে বলেও জানায় তারা। অস্ত্র উদ্ধার ও বাকি ডাকাতদের ধরার  স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করেননি তিনি।   

#
তৌহিদুর রহমান,নরসিংদী।
৮.৯.১৬

Wednesday, September 7, 2016

নরসিংদীতে পুলিশ হেফাজতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু

নরসিংদীতে পুলিশ হেফাজতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু


তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে পুলিশ হেফাজতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে নরসিংদী ডিবি পুলিশের একটি দল বেলাব উপজেলার সংলগ্ন বাগান বাড়ি থেকে ১৩০ পিছ ইয়াবা সহ মোহম্মদ আলী (৩০) ও ফারুক মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করে। মৃত মোহাম্মদ আলী বেলাব মাটিয়াল পাড়া এলাকার  মৃতঃ জহিরুল ইসলামের ছেলে। সে বাংলালিংক টাওয়ারের নাইট গার্ড চাকুরি করত। পাশাপাশি একটি পান সিগারেটের দোকানও চালাত।

ডিবি পুলিশের উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাংলালিংক টাওয়ারের নিচ থেকে তাদেরকে গ্রেফতার করে নরসিংদী ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এসময় পথিমধ্যে মরজাল এলাকায় পৌছালে মোহাম্মদ আলী বুকে প্রচন্ড ব্যথা বলে চিৎকার করতে করতে অসুস্থ হযে পরে। অসুস্থ অবস্থায় তাকে জরুরী ভিত্তিতে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তার তাকে দ্রুত ব্যবস্থাপত্র দিয়ে ইসিজি করার সময় সে মৃত্যর কোলে ঢলে পরে। ।

 মৃত মোহাম্মদ আলীর মাতা হনুফা বেগম জানান, আমার ছেলে বাংলালিংক টাওয়ারের নাইট গার্ডের চাকুরি করত। এর সাথে একটি দোকান দিয়ে পান সিগারেট বিক্রি করে সংসার চালাত। আজ বুধবার দুপুরের দিকে কিছু লোক এসে মারপিট করতে করতে আধমরা করে ফেলে। পরে গাড়িতে তোইল্লা নিয়ে যায়। পরে ভাটিবেলা ফোনে শুনি আমার বুকের ধন আর নাই। আমরা নরসিংদী হাসপাতালের দিকে যাইতাছি।
এই মৃত্যুর ঘটনায় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


#
তৌহিদুর রহমান, নরসিংদী।
০৭/০৯/১৬ ইং।

Tuesday, September 6, 2016

নরসিংদীর মাধবদীতে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোমেন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

নরসিংদীর মাধবদীতে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোমেন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 


তৌহিদুর রহমান,নরসিংদী : নরসিংদীর মাধবদী থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ মোমেন নামে  ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার এর নেতৃত্বে গতকাল বিকেলে তাকে মাধবদী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোমেন (৫২) মাধবদী উপজেলার গদাইরচর গ্রামের সামসুল হকের ছেলে।
গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে যানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী পৌরসভা সংলগ্ন রাধুনী হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার হাতে থাকা হলুদ রংয়ের ব্যাগের মধ্যে ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৬/৯/১৬ইং 

Sunday, September 4, 2016

রায়পুরার ত্রাস খুনি বিপ্লব ৩ লক্ষ টাকার ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক।


রায়পুরার ত্রাস খুনি বিপ্লব ৩ লক্ষ টাকার ইয়াবাসহ 
জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক।


তৌহিদুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরার ত্রাস খুনি বিপ্লব কে ৩ লক্ষ টাকার ইয়াবা সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক রুপন কুমার সরকার এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। শনিবার মধ্যরাতে উপজেলার লোচনপুর এলাকা থেকে ইয়াবা বিনিময়ের সময় তাকে ও অপর মাদক ব্যবসায়ী কালিপদ সাহাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব(২৮) লোচনপুর এলাকার সামসু ডাকাতের ছেলে, অপর মাদক ব্যবসায়ী কালিপদ বর্মন(৪০) পাহাড় মরজাল এলাকার মৃত রাখাল চন্দ্র বর্মন এর ছেলে।
বিপ্লব রায়পুরা এলাকার ভয়ংকর ত্রাস, এমন কোন অপকর্ম নেই যে সে করেনি। প্রকাশ্য দিবালোকে লোচনপুর বাজারে হানিফ নামের বিএনপির এক নেতাকে তার নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয়। বাহাদুরপুর এলাকার নবম শ্রেণীর এক মেয়েকে ফিল্মি কায়দায় অপহরন করা হয়। এছাড়া তার নেতৃত্বে বারৈচা ও আশেপাশের এলাকার সকল ছিনতাই ও মাদকের ব্যবসা চলে। তার লোলুপ দৃষ্টির ফলে কত মেয়ে তার ইজ্জত হারিয়েছে তার হিসাব নেই।

Friday, September 2, 2016

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের বাঁধা ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি, আহত ১৫, আটক ২

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের বাঁধা
ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি, আহত ১৫, আটক ২


তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসা মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে। এতে বিএনপির কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে  সংক্ষিপ্ত আলোচনা সভা  অনুষ্ঠান হয়।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আশরাফ বকুল, সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালহে চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারন সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদুৎ,

Thursday, September 1, 2016

শিবপুরে নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

শিবপুরে নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীর শিবপুরে নিখোঁজের দুই দিন পর ২য় শ্রেনীর স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার শিবপুর উপজেলার পূবেরগাঁও গ্রামের বড়বাড়ীর সামনে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাপ্পি ভ‚ইয়া (১১) পূর্বেগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। সে গিদ্দাপাড়া গ্রামের পত্রিকার হকার কাউসার ভ‚ইয়া ছেলে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, বাপ্পী লেখাপাড়ার ফাঁকে বাড়ির পাশ্ববর্তী একটি মুরগীর খামারে কাজ করতো। মঙ্গলবার রাত ৯টার দিকে মুরগীর খামারের মালিক ফেরদৌসি বেগম  গাড়ীতে মুরগী তোলে দেয়ার জন্য বাপ্পিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এর পর থেকে সে নিখোঁজ হয়। ছেলেকে না পেয়ে নিহতের পিতা কাউসার ভ‚ঞা এলাকায় মাইকিং করেন। পরে বৃহস্পতিবার দুপুর ১২টা দিকে পূবেরগাঁও বড়বাড়ীর সামনে একটি পুকুরে বস্তাবন্ধি অবস্থায় নিহত বাপ্পির লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমায়।ছেলেকে হারিয়ে কান্নার রোল পড়ে নিহতের পরিবারে। মুর্চা যায় বাবা কাউসার ভ‚ঞা। খবর পেয়ে ঘটনাস্থলে যান শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। তিনি বলেন, শিশুটিকে মারার কোন কারণ নেই, আক্রোশেরও কারণ নেই। গোপন কিছু দেখার ফেলায় তাকে হত্যা করা হতে পারে বলে আমাদের ধারণা।শিবপুর থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হযেছে। এ ঘটনায় মুরগীর খামারের মালিক ফেরদৌসি বেগম ও তার মা সাফিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তৌহিদুর রহমান,নরসিংদী।১/৯/১৬ইং