আবারও ধ্বংস যজ্ঞ রায়পুরার নীলক্ষায়
বর্বরতার সব ইতিহাস কে পিছনে ফেলে
এগিয়ে চলছে নীলক্ষার দাঙ্গা
সব জেনেও যেন কিছু করার নেই পুলিশ প্রশাসনের
তৌহিদুর রহমান নরসিংদী: আবারও ধ্বংসের উন্মত্ত খেলায় নেমেছে দেশের সবচেয়ে বড় উপজেলা রায়পুরার নীলক্ষার দস্যুরা। সামান্য ঘটনার জের ধরে প্রায় ৭০ টি বাড়িতে ভাংচুর, লুটপাট চালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বাড়িগুলো। গত কয়কে দিন ধরে ধারাবাহিক ভাবে ঘটছে এই ঘটনা। গত বৃহস্পতিবার রশিদ নামের এক ব্যাক্তিকে মারধরের ঘটনায় তাজুল চেয়ারম্যানের সমর্থকরা ক্ষুব্দ হয়ে ঘটাচ্ছে এই ঘটনা। সারা দেশে যখন ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি চলছে সেখানে নীলক্ষায় নিজেদের জান-মাল আর সম্পদ রক্ষা করার জন্য প্রার্থনা ছাড়া আর যেন কিছু করার নেই তাদের। প্রায় প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে হুমকী দেয়া হচ্ছে টাকা দেও, নাহলে পুড়িয়ে দেয়া হবে বাড়ি ঘর। তাদের নিষ্ঠুর বর্বরতা থেকে রক্ষা পায়নি কুকুর পর্যন্ত। কুকুর কেও টেটা বিদ্ধ করেছে তারা। এলোপাথারি পিটানো হয়েছে বৃদ্ধ মহিলাদের। একটি স্বাধীন কোন দেশে এমন ঘটনা ঘটতে পারে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। অন্য দিকে পুলিশ বলছে যুগ যুগ ধরে চলে আসা এ ঝগড়া ঠেকানো খুব মুশকিল। কিন্তু বাস্তবতা বলছে ঠেকানো নয়, এ দাঙ্গার বীজ বুনন করে রাখা হয়েছে বড় বড় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায়। আর এর ফলে নীলক্ষা থেকেই মোটা অংকের টাকা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রভাবশালী ও দায়িত্বানদের পকেটে । সেই সাথে রয়েছে নিজেকে প্রভু হিসেবে উপস্থাপন করার কাজটিও।
নীলক্ষার দাঙ্গা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে .............................
No comments:
Post a Comment