Sunday, September 25, 2016

নরসিংদীতে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান প্রায় ১০ হাজার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে তিতাসের অবৈধ  সংযোগ বিচ্ছিন্ন অভিযান 
প্রায় ১০ হাজার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন

তৌহিদুর রহমান, নরসিংদী : নরসিংদী তে তিতাস গ্যাসের অভিযানে প্রায় ১০ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার শেখেরচর ও ফুলতলা এলাকায়  অভিযান চালিয়ে সংযোগ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবিরল ইসলাম খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে এই অভিযান চালানো হয়। এসময় প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য পুরো এলাকা ঘিরে রাখে।

নরসিংদী তিতাস গ্যাস এর অঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ মহা-ব্যাবস্থাপক তওহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিতাসের উচ্চ চাপের সরবারহ লাইন থেকে অবৈধ ভাবে সংযোগ দিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজ¯^ ফাকি দিয়ে নিজেদের পকেট ভারী করে আসছিল কতিপয় আওয়ামিলীগ ও যুবলীগ নেতারা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবিরুল ইসলাম খান জানান, গ্যাস একটি মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদের অপব্যবহার রোধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ধারাবাহিক ভাবে বিভিন্ন এলাকায় অভিযান চলবে। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আগামী এক মাসের মধ্যে নরসিংদীর সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। উপ মহা-ব্যাবস্থাপক তওহিদুল ইসলাম জানান, অবৈধ সংযোগ নেয়া ও সরকারী সম্পদের ক্ষতিসাধনের
জন্য মামলা করার প্রস্তুতি চলছে।


তৌহিদুর রহমান, নরসিংদী
২৫/৯/১৬ইং

No comments:

Post a Comment