নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের বাঁধা
ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি, আহত ১৫, আটক ২
তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসা মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে। এতে বিএনপির কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠান হয়।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আশরাফ বকুল, সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালহে চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারন সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদুৎ,
জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক ওসমান মোল্লা, জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ বিএনপির অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে আলোচনা সভায় অংশ নেয়।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির বলেন, নেতাকমীরা মিছিল নিয়ে আলোচনা সভায় আসতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এবং এলোপাথারী গুলি বর্ষন করে। এতে আমার কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে কোন গুলি বর্ষন করা হয়নি।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
২/৯/১৬ইং
No comments:
Post a Comment