Sunday, September 4, 2016

রায়পুরার ত্রাস খুনি বিপ্লব ৩ লক্ষ টাকার ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক।


রায়পুরার ত্রাস খুনি বিপ্লব ৩ লক্ষ টাকার ইয়াবাসহ 
জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক।


তৌহিদুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরার ত্রাস খুনি বিপ্লব কে ৩ লক্ষ টাকার ইয়াবা সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক রুপন কুমার সরকার এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। শনিবার মধ্যরাতে উপজেলার লোচনপুর এলাকা থেকে ইয়াবা বিনিময়ের সময় তাকে ও অপর মাদক ব্যবসায়ী কালিপদ সাহাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব(২৮) লোচনপুর এলাকার সামসু ডাকাতের ছেলে, অপর মাদক ব্যবসায়ী কালিপদ বর্মন(৪০) পাহাড় মরজাল এলাকার মৃত রাখাল চন্দ্র বর্মন এর ছেলে।
বিপ্লব রায়পুরা এলাকার ভয়ংকর ত্রাস, এমন কোন অপকর্ম নেই যে সে করেনি। প্রকাশ্য দিবালোকে লোচনপুর বাজারে হানিফ নামের বিএনপির এক নেতাকে তার নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয়। বাহাদুরপুর এলাকার নবম শ্রেণীর এক মেয়েকে ফিল্মি কায়দায় অপহরন করা হয়। এছাড়া তার নেতৃত্বে বারৈচা ও আশেপাশের এলাকার সকল ছিনতাই ও মাদকের ব্যবসা চলে। তার লোলুপ দৃষ্টির ফলে কত মেয়ে তার ইজ্জত হারিয়েছে তার হিসাব নেই।
তার ভয়ে কেউ মামলা করার সাহস পায়নি। বাহাদুরপুর এলাকায় মায়ের মাথায় পিস্তল ঠেকিয়ে মেয়েকে জোড়পূর্বক ধর্ষন করেছে সে। সে ঘটনারও কোন মামলা হয়নি। উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, তার বিরুদ্ধে প্রকাশ্যে হত্যা, গনধর্ষন, অপহরন  ও মাদকের ৪ টি মামলা রয়েছে। অপর মাদক ব্যবসায়ী কালিপদ মরজাল এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, ইয়াবাসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার কাছ থেকে ইয়াবা ব্যবসার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাই আদালতের কাছে তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৪/৯/১৬ইং

No comments:

Post a Comment