Saturday, September 10, 2016

নরসিংদীতে ছিনতাইকারীর গুলিতে গ্রামীণ ফোনের বিক্রয় কর্মী নিহত ২ লাখ টাকা লুট

নরসিংদীতে ছিনতাইকারীর গুলিতে
 গ্রামীণ ফোনের বিক্রয় কর্মী নিহত
২ লাখ টাকা লুট

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে ছিনতাইকারীদের গুলিতে গ্রামীণ ফোনের বিক্রয় কর্মী রাসেল সরকার (২৬) নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে এগারটায় জেলার শিবপুর উপজেলার খৈনকুট এলাকায় ছিনতাইকারীদের গুলিতে সে আহত হয়। ওই সময় তার কাছ থেকে নগদ প্রায় দুই লাখ টাকা ও মোবাইল সেট লুট করে নেয় দুবৃর্ত্তরা। নিহত রাসেল সরকার নরসিংদী শহরের বীরপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, গ্রামীণ ফোনের বিক্রয় কর্মী রাসেল সরকার প্রতিদিনের মতো শিবপুর উপজেলার চাঁদপাশা বাজারের বিভিন্ন মুঠোফোন দোকানদারের নিকট ফেক্সিলোড ও সিম বিক্রয় করে। সে আনুমানিক প্রায় ২ লাখ টাকা নিয়ে শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুটির বাজার পৌছার আগে খৈনকুট নামক স্থানে ছিনতাইকারীর গুলিতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। ওই সময় ৩ জনের ছিনতাইকারী দলটি তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর আশপাশের লোকজন গুলিবিদ্ধ রাসেল সরকারকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
এই দিকে রাসেল সরকারের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে বীরপুরের বাড়িতে। নিহতের বাবা হানিফ মিয়া বলেন, রাসেল বিবাহিত। তার সাড়ে ৩ বছরের একটি মেয়ে আছে। ছিনতাইকারীরা রাসেলকে হত্যা করেনি সেই সঙ্গে তার বউ-সন্তানকে হত্যা করেছে। এখন তাঁর বউ-সন্তানের ভবিষ্যত কি হবে ?
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাসেল সরকার তলপেটে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাটি ছিনতাই না পূর্ব শত্রুতার জের তা তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা। তবে যাতায়াতের পথ বিশ্লেষণে আমরা নিশ্চিত দুর্বৃত্তরা সকলে নরসিংদী শহরের। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী


১০ সেপ্টেম্বর ২০১৬

No comments:

Post a Comment