Wednesday, September 7, 2016

নরসিংদীতে পুলিশ হেফাজতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু

নরসিংদীতে পুলিশ হেফাজতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু


তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে পুলিশ হেফাজতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে নরসিংদী ডিবি পুলিশের একটি দল বেলাব উপজেলার সংলগ্ন বাগান বাড়ি থেকে ১৩০ পিছ ইয়াবা সহ মোহম্মদ আলী (৩০) ও ফারুক মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করে। মৃত মোহাম্মদ আলী বেলাব মাটিয়াল পাড়া এলাকার  মৃতঃ জহিরুল ইসলামের ছেলে। সে বাংলালিংক টাওয়ারের নাইট গার্ড চাকুরি করত। পাশাপাশি একটি পান সিগারেটের দোকানও চালাত।

ডিবি পুলিশের উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাংলালিংক টাওয়ারের নিচ থেকে তাদেরকে গ্রেফতার করে নরসিংদী ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এসময় পথিমধ্যে মরজাল এলাকায় পৌছালে মোহাম্মদ আলী বুকে প্রচন্ড ব্যথা বলে চিৎকার করতে করতে অসুস্থ হযে পরে। অসুস্থ অবস্থায় তাকে জরুরী ভিত্তিতে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তার তাকে দ্রুত ব্যবস্থাপত্র দিয়ে ইসিজি করার সময় সে মৃত্যর কোলে ঢলে পরে। ।

 মৃত মোহাম্মদ আলীর মাতা হনুফা বেগম জানান, আমার ছেলে বাংলালিংক টাওয়ারের নাইট গার্ডের চাকুরি করত। এর সাথে একটি দোকান দিয়ে পান সিগারেট বিক্রি করে সংসার চালাত। আজ বুধবার দুপুরের দিকে কিছু লোক এসে মারপিট করতে করতে আধমরা করে ফেলে। পরে গাড়িতে তোইল্লা নিয়ে যায়। পরে ভাটিবেলা ফোনে শুনি আমার বুকের ধন আর নাই। আমরা নরসিংদী হাসপাতালের দিকে যাইতাছি।
এই মৃত্যুর ঘটনায় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


#
তৌহিদুর রহমান, নরসিংদী।
০৭/০৯/১৬ ইং।

No comments:

Post a Comment