অভিনব এক প্রতারক কে
গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ
তৌহিদুর রহমান, নরসিংদী: দেলোয়ার হাসেন (৪০) নামের অভিনব এক প্রতারক কে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গায়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রাতে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার সামসুদ্দিন মিয়ার ছেলে। তার প্রতারনার স্বীকার জসিম উদ্দিনের করা একটি অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। গত ৮ আগষ্ট নরসিংদী পুলিশ সুপার বরাবর এই অভিযোগ করেন তিনি।
অভিযোগ ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগষ্ট নরসিংদীর
বাজরের ইসলামী ব্যাংকের শাখা থেকে ছেলের বিদেশ থেকে পাঠানো ২৪ হাজার ৫ শত টাকা উত্তোলন করেন জসিম উদ্দিন। তিনি শিবপুর উপজেলার উত্তর সাধারচর এলাকার বাসিন্দা। টাকা তোলার একটু পর তার মোবাইলে তার ছেলে ফোন দিয়ে জানায়, তার এক বন্ধুর সমস্যা তার জরুরী টাকা লাগবে। একজন লোক আসবে তাকে যেন টাকাটা দিয়ে দেয়া। হয় সন্ধার পর সে আবার টাকা ফেরত দিয়ে যাবে। এর একটু পরই প্রতারক দেলোয়ার এসে টাকাটা নিয়ে যায়। রাতে ছেলে ফোন দিলে প্রতারনার বিষয়টি বুজতে পারেন তিনি। এর পরদিন নরসিংদীর পুলিশ সুপার এর কাছে ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেন তিনি। পুলিশ সুপার বিষয়টিকে গুরুত্বের সাথে নেন এবং জেলা গোয়েন্দা পুলিশ কে এই প্রতারক চিহ্নিত করার নির্দেশ দেন। মোবাইল কলের সূত্র ধরে ও বিভিন্ন প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে একজন চিহ্নিত প্রতারক বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রতারনা করে নেয়া নগদ টাকার উদ্ধার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া টাকা পুলিশ সুপার আমেনা বেগম প্রতারনার স্বীকার হওয়ার জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত দেলোয়ার একজন চিহ্নিত প্রতারক। সে অভিনব উপায়ে প্রতারনা করে টাকা উপার্জন করে আসছিল। প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে তারা একটি চক্র হয়ে এই প্রতারনা গুলি করে আসছিল। আদালতে তার রিমান্ড চাওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক প্রতারনার তথ্য পাওয়া যেতে পারে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
২০/৯/১৬ইং
No comments:
Post a Comment