Monday, October 31, 2016

নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে পৌরসভার প্রয়াত মেয়র লোকমান হোসেন এর ৫ম মুত্যুবার্ষিকী

নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে
পৌরসভার প্রয়াত মেয়র লোকমান হোসেন এর ৫ম মুত্যুবার্ষিকী


তৌহিদুর রহমান,নরসিংদী : নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেন এর ৫ম মুত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন। কবর জিয়ারত, দোয়া মাহফিল, গনভোজ, বিনামূল্যে রক্তদান, বিনামূলে চক্ষু চিকিৎসা সেবা, খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন, আলোচনা সভা ও স্বরণ সভার আয়োজ করা হয়েছে। জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন, শহর, থানা ও জেলা আওয়ামিলীগ এই কর্মসূটি পালন করবে। আজ কর্মসূচির প্রথম দিনে প্রয়াত মেয়র লোকমান হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতৃবৃন্দসহ পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ। নরসিংদীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল ও গনভোজের। 
২০১১ সালের ১ নভেম্বর শহরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে প্রকাশ্যে গুলি কওে হত্যা করা হয় লোকমান হোসেন কে। লোকমান হোসেনের মৃত্যুতে শোকে স্তব্দ হয়ে যায় নরসিংদীবাসী। এই হত্যাকন্ডে আলোড়ন উঠে সারা দেশে। শোক সহ্য করতে না পেরে রেলে আগুন, সার্কিট হাউস ও রেল স্টেশনে ভাংচুর করে লোকমান হোসেনের ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ করতে হয়। লাখ লাখ মানুষ অংশ নেয় লোকমান হোসেনের জানাজায়। বিচারের দাবিতে ফুসে উঠে নরসিংদীবাসী। ৭ কিলোমিটার লম্বা মানববন্ধন করা হয়। খুনের সাথে জড়িত থাকার অভিযোগ উঠে তৎকালিন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রি ও রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু ও তার ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে। হত্যাকান্ডের দুই দিন পর লোকমান হোসেনের ছোট ভাই বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বাদী হয়ে রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। বিদেশে পলাতক মামলার অন্যতম আসামি মোবারক হোসেন মোবা ছাড়া গ্রেফতার হয় এজাহারভুক্ত সব আসামী। তারা এখন জামিনে মুক্ত রয়েছেন। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া কিলার শরীফ অস্ত্রসহ গ্রেফতার হয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হত্যাকন্ডের ৮ মাস পর নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন, তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল। এজাহারভুক্ত ১৪ জন আসামির মধ্যে প্রধান আসামিসহ ১১ আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়। এজাহারভুক্ত আসামিদের বাদ দেওয়ায় অভিযোগপত্রের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারাজি আবেদন করেন বাদী। শুনানী শেষে আদালত উক্ত নারাজি আবেদন খারিজ করে দেন। পরে বাদী জেলা জজ আদালতে রিভিউ পিটিশন দাখিল করলে তাও খারিজ করে দেয়া হয়। পওে উচ্চ আদালতে স্টে-পিটিশন দায়ের করেন মামলার বাদী মেয়র কামরুজ্জামান কামরুল। উচ্চ আদালতের স্থগিতাদেশ এর ফলে থমকে আছে চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলার বিচারকাজ। লোকমান হত্যা মামলার বিষয়ে নরসিংদী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মো. ফজলুর রহমান জানান, পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষ থেকে উচ্চ আদালতে নারাজি আবেদন জানানো হয়েছে। বাদীপক্ষের সহযোগিতা ও বিজ্ঞ আদালতের নির্দেশনা পেলে দ্রুত এই হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন করা যাবে বলে জানান তিনি।


তৌহিদুর রহমান,নরসিংদী।
১ নবেম্বর ২০১৬ 

নরসিংদীর শিবপুরে নিজ বাড়ির মাটি খুড়ে কলেজ ছাত্রির লাশ উদ্ধার মা-বাবাসহ পরিবারের সদস্যরা পলাতক


নরসিংদীর শিবপুরে নিজ বাড়ির মাটি খুড়ে
 কলেজ ছাত্রির লাশ উদ্ধার
মা-বাবাসহ পরিবারের সদস্যরা পলাতক


তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীর শিবপুরে নিজ বাড়ির মাটি খুড়ে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগা মেয়েটির নাম মুনিরা আক্তার(১৭)। সে নরসিংদী ইমপেরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শেরপুর গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলম। ঘটনার পর পর আতœগোপনে আছে ওই পরিবারের সকল সদস্য। নিহত ওই কলেজছাত্রী ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল রোববার সন্ধ্যা রাতে পুলিশ উপজেলার শেরপুর গ্রাম থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর পরিবারের লোকজন লাশ মাটিতে পুঁতে রাখে।

এলাকাবাসী ও ঘটনা সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সোমবার থেকে মুনিরা নিখোঁজ ছিল। এ বিষয়ে পরিবারের লোকজন থানায় কোন ধরনের অভিযোগ বা সাধারন ডায়েরী করেনি। এ নিয়ে এলাকার মানুষের মনে নানা প্রশ্নের তৈরী হয়। রোববার বিকেলে নিহতের বড় বোন নাদিরা বেগম কথার ছলে পাশের বাড়ির খাদিজা বেগম কে মুনিরার নিখোজ থাকার রহস্য ফাস করে দেয়। খাদিজা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আমির চাঁন মিয়াকে জানান। পরে ইউপি সদস্য সন্ধ্যায় শিবপুর থানাকে অবহিত করেন। এই খবর পেয়ে থানা পুলিশ মুনিরার বাড়ির মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। 
মুনিরার নিখোজের রহস্য মানুষ জেনে যাওয়ার পর থেকেই কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় ওই পরিবারের সব সদস্যরা। স্থানীয়রা আরো জানায়, নোবেল নামের স্থানীয় এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল নিহত মুনিরার। এই সম্পর্ক মেনে নেয়নি মা-বাবা। এ নিয়ে মেয়েটিকে মারধর করতো তার বাবা-মা। 
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তার পরিবারের লোকজন তাঁকে হত্যার পর লাশ মাটিতে পুতে রাখে। ঘটনা জানাজানির পর পরই মুনিরার বাবা-মা সহ পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বিভিন্ন বিষয় সামনে রেখে পুলিশ তদন্ত করে দেখছে। এলাকার মানুষের সাথে কথা বলে এই হত্যার কিছু ক্লু পাওয়া গেছে। নোবেল নামের এক ছেলে সাথে মেয়েটির প্রেম ছিল। সম্পর্ক টি মেনে নেয়নি পরিবার। এ নিয়ে মেয়েকে মারধরের ফলে তার মৃত্যু হয় অথবা সে আতœহত্যা করে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যবে। মুনিরার বাবা-মা ও পরিবারের লোকজন কে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। মুনিরার নিহতের ঘটনায় কেউ যদি মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
৩১/১০/১৬ইং

Saturday, October 29, 2016

নরসিংদীর মনোহরদীতে ১১ বছরের শিশু কে গনধর্ষন ১ ধর্ষক কে গ্রেফতার করেছে পুলিশ

নরসিংদীর মনোহরদীতে ১১ বছরের শিশু কে গনধর্ষন
১ ধর্ষক কে গ্রেফতার করেছে পুলিশ

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে এগারো বছরের এক কিশোরী গনধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাত নয়টায় উপজেলার লেবুতলা ইউনিয়নে ঘটনাটি ঘটে। ধর্ষিতা স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ঘটনায় জড়িত থাকায় একই গ্রামের রাজু মিয়ার ছেলে সজিব মিয়াকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষিতার পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার রাত নয়টায় প্রতিবেশী এক চাচার বাড়ীতে টেলিভিশনে ভারতীয় সিরিয়াল ‘কিরণ মালা’ দেখে বাড়ী ফিরছিল কিশোরীটি। দুই বাড়ীর মাঝে ফাঁকা জায়গায় আসলে, লেবুতলা গ্রামের রাজু মিয়ার ছেলে সজিব মিয়া ও মিয়াজ উদ্দিনের ছেলে হাবিবুল্লাহ কাপড় দিয়ে কিশোরীর মুখ বেঁধে ফেলে।পরে হাত-পা বেঁধে পার্শ্ববর্তী নির্জন কলা বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে ধর্ষকরা তাকে ফেলে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে রক্তাক্ত অবস্থায় বাড়ীতে এসে বাবা-মাকে ঘটনা খুলে বলে।
ঘটনা শুনে পরিবারের লোকজন তাকে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঘটনা সম্পর্কে মনোহরদী থানায় সংবাদ দিলে এসআই আব্দুল কাদির শাহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই সজিব মিয়াকে তার বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসেন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খন্দকার আনিছুর রহমান বলেন, ধর্ষিতার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সে দুর্বল হয়ে পড়ে। আজ (শনিবার) সকালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেয়া হয়। মনোহরদী থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, ধর্ষণের ঘটনা শোনার পরপরই পুলিশ পাঠিয়ে সজিব মিয়া নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর ধর্ষক হাবিবুল্লাহকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
২৮/১০/১৬ইং

Wednesday, October 26, 2016

নরসিংদীর রায়পুরায় রেল লাইনের পাশ থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় রেল লাইনের পাশ থেকে
এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার
তৌহিদুর রমান,নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকায় রেল লাইনে পাশ থেকে এক অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১১ টায় তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ি। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বলে ধারনা করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মাজহারুল ইসলাম। 
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সকালে আমিরঞ্জ ও খানাবাড়ি স্টেশনের মাঝামাঝি রেল লাইনের পাশে একটি মরদেহ পড়ে রয়েছে বলে সংবাদ পাই। এই সংবাদেও ভিত্তিতে ১১ টার দিকে গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য মর্গে প্রেরন করা হয়েছে। হত্যাকারিরা অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।



#
তৌহিদুর রমান,নরসিংদী
২৬/১০/১৬ইং 

Tuesday, October 25, 2016

সরকার বিরোধী প্রচারনা ও জঙ্গি কার্যক্রমের তহবিল সংগ্রহের অভিযোগে নরসিংদীতে গ্রেফতার ২ জন

সরকার বিরোধী প্রচারনা ও জঙ্গি কার্যক্রমের তহবিল সংগ্রহের অভিযোগে নরসিংদীতে গ্রেফতার ২ জন

তৌহিদুর রহমান,নরসিংদী: সরকার বিরোধী প্রচারনা ও জঙ্গি কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে ২ জন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার ভোরে সদও উপজেলার ভেলানগর এলাকার হালিম টাওয়ার হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ধামতি পূর্বপাড়া এলাকার আঃ মতিউর রহমানের ছেলে ওয়ালীউর রহমান ওরফে মিরাজ(৩২) ও নরসিংদীর পলাশ উপজেলার কালিরহাট এলাকার আমজাদ হোসাইন এর ছেলে আবু নাঈম (২২)। ওয়ালীউর জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে ভিক্টোরিয়া কলেজ হতে আটক কানিজ ফারজানা বাতুল এর বড় ভাই। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফারের নেতেৃত্বে একটি টিম তাদেও গ্রেফতার করে। আজ সেমবার সংবাদ মাধ্যম কে এই তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ। 
গোয়েন্দা পুলিশ এর দেওয়া তথ্যমতে জানা যায়, আটককৃতরা ফেসবুকের মাধ্যমে সরকার বিরোধী প্রচার প্রচারনা চালিয়ে আসছিল। ওয়ালীউর তার ব্যবহৃত ফেসবুক একাউন্ট পেইজে সরকার বিরোধী প্রচারনা, ধর্মীয় উগ্রতা ও উস্কানীমূলক পোষ্ট দিত। ওয়ালীউর, সহযোগী নাইম, নাহিদ ও ৬/৭ জন এর গোপন সভার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হতো। গতকাল ভোরে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠনের জন্য তহবিল সংগ্রহের লক্ষে হালিম টাওয়ারের আশেপাশে গোপন সভায় মিলিত  হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে হালিম টাওয়ারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে মিরাজ ও নাইমকে সততা জেনারেল হাসপাতালে ভিতর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় নাহিদ ও অজ্ঞাত আরও ৬/৭ জন পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, তথ্য প্রমানের ভিত্তিতে তাদের কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

#
তৌহিদুর রহমান,নরসিংদী 
২৫/১০/১৬ইং

Saturday, October 22, 2016

নরসিংদীর বাদুয়ারচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অপচেষ্টা। তিতাস গ্যাস এর অভিযানে লোহার পাইপ ও ঝালাই এর সরঞ্জাম উদ্ধার

নরসিংদীর বাদুয়ারচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অপচেষ্টা।
তিতাস গ্যাস এর অভিযানে লোহার পাইপ  ও ঝালাই এর সরঞ্জাম উদ্ধার 


 
তৌহিদুর রহমান,নরসিংদী : নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকায় পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার জন্য চেষ্টা করেছে একটি চোরাই সিন্ডিকেট। খবর পেয়ে তিতাস গ্যাস নরসিংদীর তাৎক্ষনিক অভিযানে প্রায় ২ লক্ষ টাকার লোহার পাইপ ও ঝালাই এর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শনিবার দুপরে তিতাস গ্যাস নরসিংদীর ভারপ্রাপ্ত উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল ইসলাম পুলিশের সহায়তায় এই অভিযান চালান।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গত ২২ আগস্ট সদর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বির আহম্মেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাজীপুর ও বাদুয়ারচর এলাকার সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি ও প্রভাবশালীরা নিজেদের পকেট ভারী করতে সাধারণ মানুষকে ভুল বুজিয়ে পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার জন্য প্রতি বাড়ি থেকে ২০-৩০ হাজার টাকা উঠায়। এর নেতৃত্ব দেন আব্দুল খালেক ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন। আজ শনিবার ছুটির দিন এই চোরাই সিন্ডিকেট রাস্তা খুড়ে গ্যাস সংযোগ নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে তিতাস গ্যাস নরসিংদীর কর্মকর্তা পুলিশ সুপার কে অবহিত করেন। পরে পুলিশ বাহিনীর সহযোগীতায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাসের অভিযানিক দল রাস্তার পাশ থেকে ও একটি বাড়ি থেকে প্রায় ১ হাজার ফুট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ, জালাই দেয়ার মেশিন, মাটি খোড়ার কোদাল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। তবে এই চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক মোজাফফর হোসেন জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ সংযোগ দেয়ার সাথে জড়িতরা পালিয়ে গেছে। তিতাস গ্যাসের পক্ষ থেকে মামলার পর আমরা জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলবে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী।
২২.১০.১৬ইং



Monday, October 17, 2016

তিতাস গ্যাস এর ধারাবাহিক অভিযান আড়াইহাজারে স্থানীয় জন প্রতিনিধি ও মিল মালিকদের সহায়তায় অবৈধ

তিতাস গ্যাস এর ধারাবাহিক অভিযান
আড়াইহাজারে স্থানীয় জন প্রতিনিধি ও মিল মালিকদের সহায়তায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
তৌহিদুর রহমান,নরসিংদী :
নরসিংদী জেলার সিমান্তবর্তী আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও মিল মালিকদের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস নরসিংদী।  আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস নরসিংদীর ভারপ্রাপ্ত উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল ইসলাম এই অভিযান চালান। নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার ঝালাকান্দি, ঋষিপাড়া, হুগলাকান্দি, কাইলকাকান্দি, ভিটি কলাগাছি এলাকার  ৫ টি গ্রামের ৮ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মাধবদী থেকে গোপালদী পর্যন্ত বিভিন্ন শিল্প কারখানার জন্য ৪ ইঞ্চি ব্যসার্ধের সরবরাহ লাইন রয়েছে। কতিপয় রাজনৈতিক ব্যাক্তি ও লোভী প্রভাবশালীরা অবৈধ ভাবে হাজার হাজার আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ দেয়। নিজেদের পকেট ভারী করতে সাধারণ মানুষকে ভুল বুজিয়ে তারা এই কাজটি করে। এতে সরকার প্রতিমাসে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্প কারখানায় গ্যাসের অভাব দেখা দেয়। যার ফলে মিল মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। নাদিম সাইজিং মিল এর মালিক ইঞ্জি, মুরাদ হোসেন জানান, এমনিতেই আমরা সবসময় চাহিদামত গ্যাস পেতাম না। সেখানে সরবারহ লাইন থেকে হাজারে হাজারে অবৈধ সংযোগ নেয়ায় মিলের উৎপাদন কমে যায়। গত ৩ বছরে আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। শ্রমিকদের পাওনা দিতেই হিমশিম থেতে হয়। প্রশাসন এর কাছে এই বিষয়ে অভিযোগ জানালেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা মিল মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তিতাস গ্যাস কে সহযোগিতা করছি।
গোপালদী ইউনিয়নের(বর্তমানে পৌরসভা) সাবেক চেয়ারম্যান  কাজী বেনজীর আহমেদ এসময় উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, গ্যাসের অভাবে মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংসদ সদস্য নজরুর ইসলাম বাবুর নির্দেমে আমরা নিজেরাই এখন অবেধ সংযোগ বিচ্ছিন্ন করার কাঝে নেমেছি।
তিতাস গ্যাস নরসিংদী অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার পারভেজের নেতেৃত্বে কারিগরী দল মাটি খুড়ে প্রায় ১ হাজার ফুট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে।
অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়া, ব্যবহার ও সরকারী সম্পত্তির ক্ষতিসাধনের জন্য আড়াইহাজার থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।

# তৌহিদুর রহমান, নরসিংদী। ১৭/১০/১৬ইং

নরসিংদীর পলাশ থেকে ১টি বিদেশী রিভলবার,গুলি ও ম্যাগজিন সহ ২ সন্ত্রাসী গ্রেফতার


নরসিংদীর পলাশ থেকে ১টি বিদেশী রিভলবার,গুলি ও
ম্যাগজিন সহ ২ সন্ত্রাসী গ্রেফতার


তৌহিদুর রহমান, নরসিংদী : নরসিংদীর পলাশ থেকে ১টি বিদেশী রিভলবার ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ ২ পেশাদার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার গয়েশপুর এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের উপ-পিরদর্শক খোকন চন্দ্র সরকার এর নেতেৃতে একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো শিবপুর উপজেলার মো: ঝাডু মিয়ার ছেলে মো: আকরাম হোসেন (২৮) ও পলাশ উপজেলার জিনারদী পশ্চিম পাড়ার হেলাল উদ্দিনের ছেলে মো: সোহেল ভূইয়া (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার গয়েশপুরে জনৈক হাসেম আলী ভূইয়ার বাড়ির পাশে অভিযান চালানো হয়। এ সময় ঐ এলাকার একটি কাঁচা রাস্তায় অবস্থানরত দুইজনকে আটক করা হয়। পরে দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। তারা অস্ত্র বিক্রির উদ্দেশ্যে এই অস্ত্র ও গুলি বহন করছিলো। তারা বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রমের জন্য অস্ত্র ভাড়া ও বিক্রি করে থাকে। এই ঘটনায় পলাশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী।
১৭-১০-১৬

Sunday, October 16, 2016

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাত কে ধারালো অস্ত্রসহ গ্রেফতার

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাত কে
ধারালো অস্ত্রসহ গ্রেফতার


তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাত কে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার হাইড়মারা নামক স্থান থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশের তৈরী ২ টি ধারালো কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। অটককৃতরা হলো রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকার রেজাউল করিমের ছেলে মামুন মিয়া (২৩) ও সদর উপজেলার বাগহাটা এলাকার হানিফ হোসেনের ছেলে মাজহারুল শুভ(২০)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার হাইরমারা এলাকায় বাচ্চু মিয়ার পুকুর পাড়ের একটি নির্জন ঘরে অভিযান চালানো হয়। ওই সময় সেখানে গ্রেফতারকৃতরা  বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।  এসময় এলাকাবাসীর সহযোগীতায় মামুন ও শুভ কে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। এসময় অপর এক ডাকাত এরশাদ হোসেন পালিয়ে যেতে  সক্ষম হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন বাড়িতে ডাকাতি করতো বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় ডাকাতির প্রস্তুতির অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৬/১০/১৬ইং 





Saturday, October 15, 2016

নরসিংদীতে আরিফ পাঠান ও দুলাল ভান্ডারী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোস্তফা অস্ত্রসহ গ্রেফতার।

  নরসিংদীতে আরিফ পাঠান ও দুলাল ভান্ডারী 
হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোস্তফা অস্ত্রসহ গ্রেফতার।

তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীর চাঞল্যকর ইউপি সদস্য আরিফ পাঠান ও দুলাল ভান্ডারী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোস্তফা (৩৩) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে শিবপুর উপজেলার আলতাফ হোসেন মেম্বারের ছেলে। গতকাল দিবাগত রাত ৩ টায় জেলার মাধবদী থানার বিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করেন। পরে তার দেয়া তথ্যেও ভিত্তিতে আরিফ হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোস্তফা শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ পাঠান ও দুলাল ভান্ডারী হত্যা মামলার এজাহরভুক্ত আসামী। সে এই দুটি হত্যাকান্ডে অস্ত্র নিয়ে সরাসরি অংশগ্রহন করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হবার পর প্রাথমিক জিজ্ঞসাবাদে মোস্তফা জানায়, আরিফ হত্যাকান্ডে সে সরাসরি জড়িত। এই হত্যায় ৪ টি অস্ত্র ব্যবহার করে সন্ত্রসীরা। এর মধ্যে ২ টি অস্ত্র তার সহযোগী অপর এজাহারভুক্ত আসামী টিটু পাঠান নিয়ে যায় ও অন্য ২ অস্ত্র মাসুদ ও রক্সির কাছে রয়েছে। মোস্তফা তার কাছে একটি অস্ত্র আছে বলে গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করে। পরে তা দেওয়া তথ্য অনুযায়ী শিবপুর উপজেলার কারারচর এলাকার কাওছার মিয়ার বাড়ি থেকে গুলি সহ অস্ত্রটি উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, মোস্তফা একজন পেশাদার খুনি ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছিল। অবশেষে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় থার্মেক্স গ্র“পের সামনে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় ইউপি সদস্য আরিফ পাঠান কে। এ ঘটনায় বিক্ষুব্দ জনতা প্রায় ২ ঘন্টা ঢাকা সিলেট মহসড়ক অবরোধ করে রাখে। এসময় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম সেখানে উপস্থিত হয়ে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আসে। মামলা রুজু হবার পর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হয় টিটু পাঠান, আনোয়ার, লাডি পলাশ, দেলু বিশ্বাস, মাসুদ ও তার ভাই মাসুম। মাসুম হত্যার সাথে জড়িত রয়েছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই হত্যার সথে জড়িত অপর এক আসামী সাইফুল গোয়েন্দা পুলিশের অভিযানের মুখে ছাদ থেকে লাফিয়ে পরে পালানোর চেষ্টা করে। এতে তার মৃত্য হয়। অস্ত্র সহ গ্রেফতারের ঘটনায় শিবপুর মডেল থানায় মোস্তফার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন কওে তাকে আদালতে প্রেরণ করেছেন।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৫/১০/১৬ইং 

Monday, October 10, 2016

নরসিংদী জেলার ইতিহাসে একসাথে সবচেয়ে বেশী অস্ত্র উদ্ধারের ঘটনা! ৪ টি বিদেশী পিস্তল সহ ৪ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

নরসিংদীতে ৪ টি বিদেশী পিস্তল সহ
৪ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ
জেলার ইতিহাসে একসাথে সবচেয়ে বেশী অস্ত্র উদ্ধারের ঘটনা!
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার

তৌহিদুর রহমান, নরসিংদী : নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩টি পিস্তল, ১টি রিভলবার ও ৯ রাউন্ড তাজা গুলি সহ ৪ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।  যা জেলায় একসাথে সবচেয়ে বেশী অস্ত্র উদ্ধারের ঘটনা। আজ সোমববার দুপুর ১২ টায় নরসিংদীর পুলিশ সুপার এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম)। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাজীপুর ও বীরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলো সদর উপজেলার বীরপুর এলাকার জয়নাল আবেদিন এর ছেলে মিনহাজুল আবেদিন ওরফে রিজভী(২৪), হাজীপুর ইউনিয়নের মৌলভীপাড়ার আলী ইমানের ছেলে আমির হোসেন (২২), সওদাগর পাড়ার মো: শাহজাহান শেখের ছেলে মুন্না (২২) ও রুস্তম আলীর ছেলে আ: রশিদ মিয়া (২৯)। 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নরসিংদী জেলায় গোয়েন্দা পুলিশের অস্ত্র উদ্ধার অভিযান অংশ হিসেবে উপ-পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান চালায়। গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, শহরের বীরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী রিজভী কয়েকজন সহযোগীকে নিয়ে বড় ধরনের অপরাধ সংঘটনের লক্ষ্যে অস্ত্র মজুদ করছে। এই সংবাদের ভিত্তিতে, গোয়েন্দা পুলিশের দলটি আভিযান শুরু করে বীরপুরে অবস্থিত রিজভীর বাড়িতে। নিজেদের পরিচয় দিয়ে দরজা খুলতে বললে ডিবি টিম, হঠাৎ করেই দরজা খুলে পুলিশের দিকে অস্ত্র তাক করে গুলি চালাতে চেষ্টা করে রিজভী। এসময় কৌশলে তাকে পরাস্ত করে অস্ত্র কেড়ে নেন এস.আই গাফফার। পিস্তলটি তে লোডকৃত অবস্থায় ৩ টি বুলেট ছিল। এসময় তার কাছে আরও অস্ত্র আছে কিনা এই বিষয়ে জেরা করলে, সে নিজ হাতে ঘরের ভিতর মেঝেতে বিছানো ঝাঝিমের নীচ হতে আরও একটি রিভালবার ও ৪ রাউন্ড গুলি বের করে দেয়। তার ব্যবহৃত মোবাইল ফোনটিতে অস্ত্রসহ পোজ দেয়া ছবি পায় গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিজভী জানায়, তার সহযোগী আমির হোসেনের কাছে আরও অস্ত্র আছে। তার দেয়া তথ্য অনুযায়ী হাজিপুর ইউনিয়নের মৌলভীপাড়ার মো: মুন্নার বাড়ির একটি পরিত্যাক্ত ঘর থেকে আমির হোসেন, মুন্না ও আ: রশিদ মিয়া নামের তিন জনকে আটক করে। এসময় আমির হোসেনের কোমর হতে ১ টি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। মুন্নার দেয়া তথ্য অনুযায়ী পরিত্যাক্ত ঘরের মাটি খুড়ে কাপড় দিয়ে প্যাচানো আরও একটি পিস্তল উদ্ধার করা হয়। 
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীরা নরসিংদী শহরে বিভিন্ন অপরাধ সংগঠনের জন্য অস্ত্র ভাড়া ও বিক্রি করে থাকে। রিজভীর বিরুদ্ধে ধর্ষন সহ একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন সময় লোকজনকে অস্ত্র দেখিয়ে টাকা পয়সা সহ মূল্যবান জিনিস কেড়ে নিত। যার বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের কাছে কোন অভিযোগ করতোনা ভুক্তভোগীরা। এই কারনে তারা আরও সাহস পেয়ে বড় ধরনের অপরাধ ঘটানোর পরিকল্পনা করছিল। 
অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্র বহনের অপরাধে তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক(তদন্ত) এ.বি.এম রাশিদুল বারিকে এই মামলার তদন্তভার দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত অস্ত্র গুলি বিভিন্ন দেশের তৈরী। এই অস্ত্র গুলির জোগান দাতাদের চিহ্নিত করতে হবে। এছাড়া অপরাধী চক্রটির দখলে থাকা অন্যান্য অবৈধ অস্ত্র উদ্ধার এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, নরষিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মানিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 



#
তৌহিদুর রহমান,নরসিংদী
১০/১০/১৬ ইং


Sunday, October 2, 2016

নরসিংদীতে চ্যানেল আই এর জন্মদিন পালন


নরসিংদীতে চ্যানেল আই এর জন্মদিন পালন

সুমন রায়,নরসিংদী: ‘আঠারোয় জয়দ্ধনি’ এই স্লোগান কে সামনে রেখে দেশের সর্বপ্রথম ডিজিটাল বাংলা স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই এর ১৮ বছরে পদার্পণ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে নরসিংদী প্রেসক্লাব সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরীয়ারের সভাপতিত্বে চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায়ের শুভেচ্ছা বক্তব্যের পর সভায় বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল মানিক, নরসিংদী সদর হাসপাতালের ডা: আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম, এনটিভির জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হান্নান ভ‚ইয়া,৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, সাপ্তাহিক নরসিংদীর কাগজ এর সম্পাদক এমএ আওয়াল, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল আমিন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, এসএ টিভির জেলা প্রতিনিধি সজল ভ‚ইয়া, দৈনিক সকালের খবরের জেলা প্রতিনিধি সেলিম মিয়া,  সাপ্তাহিক খোজখবরের সম্পাদক মঞ্জিলএ মিল্লাত, নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার সুমন বর্মন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আকরাম হোসেন, সাপ্তাহিক নরসিংদী সারাদিন এর সম্পাদক এটিএম বাবর, দৈনিক সরেজমিনের জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান, জেলা আইন সহায়তা কেন্দ্রের সভাপতি মাইনউদ্দিন সরকার, পরিবর্তন ডট কমের জেলা প্রতিনিধি লক্ষণ বর্মন, দৈনিক স্বাধীন সংবাদের সহকারী সম্পাদক শফিকুল ইসলাম রিপন, সাংবাদিক হলধর দাস ও তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ মিলে চ্যানেল আই এর ১৮ বছরে পদার্পনের কেক কাটেন। পরে সবাইকে কেক ও মিষ্টি খাওয়ানো হয়।


সুমন রায়,নরসিংদী।
০১-১০-১৬ ইং

তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান নরসিংদীর মাধবদী ও আড়াইহাজার এলাকার ১২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান
নরসিংদীর মাধবদী ও আড়াইহাজার এলাকার 
১২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তৌহিদুর রহমান,নরসিংদী : তিতাস গ্যাস ও প্রশাসনের ধারাবাহিক অভিযানে নরসিংদীর মাধবদী ও আড়াইহাজারের ১৮টি গ্রামের প্র্রায় ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদীর এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কাবিরুল ইসলাম খান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করেন। তিতাস গ্যাস নরসিংদীর ভারপ্রাপ্ত উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। অভিযানের এই জেলার মাধবদী থানার আলগী এলাকায় দিনব্যাপী এই অভিযান চালানো হয়। এ সময় বিপুল সংখ্যক আইন শৃংক্সখলা বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মাধবদী শিল্প এলাকার তিতাসের উচ্চচাপের সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে হাজার হাজার আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ নেওয়া হয়। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি ও প্রভাবশালীরা নিজেদের পকেট ভারী করতে সাধারণ মানুষকে ভুল বুজিয়ে এতে সরকার প্রতিমাসে কয়েক কোটি টাকার রাজ¯^ থেকে বঞ্চিত হচ্ছে। এরই প্রেক্ষিতে চলমান অভিযানের অংশ হিসেবে সকালে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সহযোগীতায় মাধবদী থানার আলগী এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাসের কারিগরী দল মাটি খুড়ে প্রায় ৩ হাজার ফুট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। এতে মাধবদীর আলগী, কান্দাপারা, কাঠালিয়াসহ ১৪টি ও পাশ্ববর্তী নারায়নগঞ্জ এর আড়াইহাজার উপজেলার ৪টি গ্রামের প্রায় ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। কারিগরী দলের নেতৃত্ব দেন ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার পারভেজে।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে আগামী ১ মাসের মধ্যে সকল অবৈধ সংযোগ বিচ্ছিনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে অভিজ্ঞ মহলের মতে প্রকৃত অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীরা ধরাছোয়ার বাইরে থাকায় ঠেকানো যাচ্ছেনা অবৈধভাবে গ্যাসের ব্যবহার।  


তৌহিদুর রহমান,নরসিংদী। 
০২.১০.১৬ইং